ETV Bharat / city

"জঙ্গলে নিয়ে গিয়ে গুলি চালাল", এখনও আতঙ্কে জহিরুদ্দিন

author img

By

Published : Nov 15, 2019, 2:13 PM IST

Updated : Nov 15, 2019, 2:35 PM IST

কাশ্মীরের কুলগামে জঙ্গিহানায় জখম জহিরুদ্দিনের চিকিৎসা চলছে SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে । SSKM হাসপাতালে চিকিৎসাধীন জহিরুদ্দিন বলেন, "আমরা সাতজন বাসায় ছিলাম । আমাদের একজন তখন খাবার আনতে গেছিল । আচমকা কয়েকজন এসে বলল, 'নিচে নাম ।' তারা কাশ্মীরের পোশাক পরে ছিল । নিচে নামিয়ে কাছের একটি জঙ্গলে আমাদের নিয়ে যায় ওরা । এরপর আমাদের উপর গুলি চালাতে শুরু করে । আমার হাতে-পায়ে গুলি লাগে ।"

জঙ্গিহানায় জখম জহিরুদ্দিন SSKM-এ

কলকাতা, 15 নভেম্বর : কাশ্মীরের কুলগামে জঙ্গিহানায় জখম জহিরুদ্দিনের চিকিৎসা চলছে SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে । তাঁদের উপর হামলার কথা বলতে গিয়ে এখনও শিউরে উঠছেন ৷ হাসপাতালের বেডে শুয়ে তিনি বলেন, "আমরা সাতজন বাসায় ছিলাম । আমাদের একজন তখন খাবার আনতে গেছিল । আচমকা কয়েকজন এসে বলল, 'নিচে নাম' । তারা কাশ্মীরের পোশাক পরে ছিল । নীচে নামিয়ে কাছের একটি জঙ্গলে আমাদের নিয়ে যায় । এরপর আমাদের উপর ওরা গুলি চালাতে শুরু করে । আমার হাতে-পায়ে গুলি লাগে । স্থানীয় কয়েকজনের সহায়তায় আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কখন জ্ঞান ফিরেছিল, জানি না ।"

কি বললেন জহিরুদ্দিন, দেখুন ভিডিয়ো...

বুধবার রাতে দমদম বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে আসা হয়েছে SSKM হাসপাতালে । মুর্শিদাবাদ থেকে কাশ্মীরের কুলগামে কাজ করতে গেছিলেন বেশ কয়েকজন । ২৯ অক্টোবর তাঁদের উপর জঙ্গিহানা হয় । জহিরুদ্দিনও শ্রমিকদের এই দলে ছিলেন । এই জঙ্গিহানায় পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ গুলিবিদ্ধ হন জহিরুদ্দিন । গুলি তাঁর হাত-পায়ে লাগে । গুলি লাগার পর কখন জ্ঞান ফিরেছিল, তা মনে নেই জহিরুদ্দিনের ৷ তবে জ্ঞান ফেরার পর নিজেই হেঁটে এক পরিচিতের কাছে যান ৷ তারপর তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷

কাশ্মীরের ওই হাসপাতালে এতদিন জহিরুদ্দিনের চিকিৎসা চলছিল । বুধবার রাতে তাঁকে রাজ্যে আনা হয় ৷ দমদম বিমানবন্দর থেকে জহিরুদ্দিনকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ।

কলকাতা, 15 নভেম্বর : কাশ্মীরের কুলগামে জঙ্গিহানায় জখম জহিরুদ্দিনের চিকিৎসা চলছে SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে । তাঁদের উপর হামলার কথা বলতে গিয়ে এখনও শিউরে উঠছেন ৷ হাসপাতালের বেডে শুয়ে তিনি বলেন, "আমরা সাতজন বাসায় ছিলাম । আমাদের একজন তখন খাবার আনতে গেছিল । আচমকা কয়েকজন এসে বলল, 'নিচে নাম' । তারা কাশ্মীরের পোশাক পরে ছিল । নীচে নামিয়ে কাছের একটি জঙ্গলে আমাদের নিয়ে যায় । এরপর আমাদের উপর ওরা গুলি চালাতে শুরু করে । আমার হাতে-পায়ে গুলি লাগে । স্থানীয় কয়েকজনের সহায়তায় আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কখন জ্ঞান ফিরেছিল, জানি না ।"

কি বললেন জহিরুদ্দিন, দেখুন ভিডিয়ো...

বুধবার রাতে দমদম বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে আসা হয়েছে SSKM হাসপাতালে । মুর্শিদাবাদ থেকে কাশ্মীরের কুলগামে কাজ করতে গেছিলেন বেশ কয়েকজন । ২৯ অক্টোবর তাঁদের উপর জঙ্গিহানা হয় । জহিরুদ্দিনও শ্রমিকদের এই দলে ছিলেন । এই জঙ্গিহানায় পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ গুলিবিদ্ধ হন জহিরুদ্দিন । গুলি তাঁর হাত-পায়ে লাগে । গুলি লাগার পর কখন জ্ঞান ফিরেছিল, তা মনে নেই জহিরুদ্দিনের ৷ তবে জ্ঞান ফেরার পর নিজেই হেঁটে এক পরিচিতের কাছে যান ৷ তারপর তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷

কাশ্মীরের ওই হাসপাতালে এতদিন জহিরুদ্দিনের চিকিৎসা চলছিল । বুধবার রাতে তাঁকে রাজ্যে আনা হয় ৷ দমদম বিমানবন্দর থেকে জহিরুদ্দিনকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ।

Intro:কলকাতা, ১৫ নভেম্বর: কাশ্মীরের কুলগামে জঙ্গিহানায় জখম জহিরউদ্দিনের চিকিৎসা চলছে এখন SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। গত বুধবার রাতে দমদম বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে আসা হয়েছে SSKM হাসপাতালে। মুর্শিদাবাদ থেকে কাশ্মীরের কুলগামে কাজ করতে গিয়েছিলেন বেশ কয়েকজন। গত ২৯ শে অক্টোবর তাঁদের উপর জঙ্গিহানা হয়। জহিরউদ্দিনও শ্রমিকদের এই দলে ছিলেন। এই জঙ্গিহানায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। SSKM হাসপাতালে চিকিৎসাধীন জহিরউদ্দিন বলেছেন, আমরা সাতজন ডেরায় ছিলাম। আমাদের একজন তখন খাবার আনতে গিয়েছিল। আচমকা কয়েকজন এসে বলল, নীচে নাম। তারা কাশ্মীরের পোশাক পরে ছিল। নীচে নামিয়ে কাছের একটি জঙ্গলে আমাদের নিয়ে যায় ওরা। এর পরে আমাদের উপর ওরা গুলি চালাতে শুরু করে। আমার হাতে-পায়ে গুলি লাগে। স্থানীয় কয়েকজনের সহায়তায় আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কখন জ্ঞান ফিরেছিল, জানি না।

_______


Body:"আচমকা কয়েকজন এসে বলল নীচে নাম, গুলি চালাল; জ্ঞান কখন ফিরল, জানি না"Conclusion:"আচমকা কয়েকজন এসে বলল নীচে নাম, গুলি চালাল; জ্ঞান কখন ফিরল, জানি না"
Last Updated : Nov 15, 2019, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.