ETV Bharat / city

রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন রাজ্যপাল - অমিত শাহর সঙ্গে কথা বলবেন রাজ্যপাল

আজ দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন রাজ্যপাল । রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি ।

Jagdeep dhankhar
জগদীপ ধনখড়
author img

By

Published : Jul 20, 2020, 8:17 AM IST

Updated : Jul 20, 2020, 9:49 AM IST

কলকাতা, 20 জুলাই : রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইটে একথা জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি রাজ্যের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথাও উল্লেখ করেছেন ৷

আজ দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি । টুইটারে তিনি লেখেন, ‘‘রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করব ৷ পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ আমার কাছে অগ্রাধিকার পাবে ৷ তাদের দুর্দশা দেখে আমি এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছি ৷ মানুষের স্বার্থে আমি নিয়োজিত ৷ সংবিধানকে রক্ষা করা আমার কর্তব্য ৷’’

  • Would be discussing with Union Home Minister at noon today West Bengal worrisome situation.

    Also state of affairs and affairs of State @MamataOfficial.

    Welfare of people of West Bengal is ever uppermost in my mind.

    All my actions are inspired to mitigate woes of WB people.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল । গত সপ্তাহেই টুইট করে শিক্ষায় রাজনীতিকরণের অভিযোগ করেছিলেন । উপচার্যদের ভার্চুয়াল কনফারেন্সে যোগ না দেওয়া প্রসঙ্গে বলেছিলেন, ‘‘শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক খাঁচাবন্দি করে রাখলে তার ফল ভালো হবে না ৷’’ এর আগে রাজ্যে জরুরি অবস্থা চলছে বলেও অভিযোগ করেছিলেন তিনি । এবার রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা জানালেন তিনি ।

  • Will discuss issues @MamataOfficial with Home Minister today-part of my DUTY under Article 159,i.e.

    •To the best of my ability preserve, protect and defend the Constitution;

    •Devote myself to the service and well-being of the people.

    I PLEDGE TOTAL COMMITMENT FOR WB PEOPLE

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 20 জুলাই : রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইটে একথা জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি রাজ্যের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথাও উল্লেখ করেছেন ৷

আজ দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি । টুইটারে তিনি লেখেন, ‘‘রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করব ৷ পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ আমার কাছে অগ্রাধিকার পাবে ৷ তাদের দুর্দশা দেখে আমি এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছি ৷ মানুষের স্বার্থে আমি নিয়োজিত ৷ সংবিধানকে রক্ষা করা আমার কর্তব্য ৷’’

  • Would be discussing with Union Home Minister at noon today West Bengal worrisome situation.

    Also state of affairs and affairs of State @MamataOfficial.

    Welfare of people of West Bengal is ever uppermost in my mind.

    All my actions are inspired to mitigate woes of WB people.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল । গত সপ্তাহেই টুইট করে শিক্ষায় রাজনীতিকরণের অভিযোগ করেছিলেন । উপচার্যদের ভার্চুয়াল কনফারেন্সে যোগ না দেওয়া প্রসঙ্গে বলেছিলেন, ‘‘শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক খাঁচাবন্দি করে রাখলে তার ফল ভালো হবে না ৷’’ এর আগে রাজ্যে জরুরি অবস্থা চলছে বলেও অভিযোগ করেছিলেন তিনি । এবার রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা জানালেন তিনি ।

  • Will discuss issues @MamataOfficial with Home Minister today-part of my DUTY under Article 159,i.e.

    •To the best of my ability preserve, protect and defend the Constitution;

    •Devote myself to the service and well-being of the people.

    I PLEDGE TOTAL COMMITMENT FOR WB PEOPLE

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jul 20, 2020, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.