কলকাতা, 20 জুলাই : রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইটে একথা জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি রাজ্যের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথাও উল্লেখ করেছেন ৷
আজ দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি । টুইটারে তিনি লেখেন, ‘‘রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করব ৷ পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ আমার কাছে অগ্রাধিকার পাবে ৷ তাদের দুর্দশা দেখে আমি এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছি ৷ মানুষের স্বার্থে আমি নিয়োজিত ৷ সংবিধানকে রক্ষা করা আমার কর্তব্য ৷’’
-
Would be discussing with Union Home Minister at noon today West Bengal worrisome situation.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Also state of affairs and affairs of State @MamataOfficial.
Welfare of people of West Bengal is ever uppermost in my mind.
All my actions are inspired to mitigate woes of WB people.
">Would be discussing with Union Home Minister at noon today West Bengal worrisome situation.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 19, 2020
Also state of affairs and affairs of State @MamataOfficial.
Welfare of people of West Bengal is ever uppermost in my mind.
All my actions are inspired to mitigate woes of WB people.Would be discussing with Union Home Minister at noon today West Bengal worrisome situation.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 19, 2020
Also state of affairs and affairs of State @MamataOfficial.
Welfare of people of West Bengal is ever uppermost in my mind.
All my actions are inspired to mitigate woes of WB people.
এর আগে রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল । গত সপ্তাহেই টুইট করে শিক্ষায় রাজনীতিকরণের অভিযোগ করেছিলেন । উপচার্যদের ভার্চুয়াল কনফারেন্সে যোগ না দেওয়া প্রসঙ্গে বলেছিলেন, ‘‘শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক খাঁচাবন্দি করে রাখলে তার ফল ভালো হবে না ৷’’ এর আগে রাজ্যে জরুরি অবস্থা চলছে বলেও অভিযোগ করেছিলেন তিনি । এবার রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা জানালেন তিনি ।
-
Will discuss issues @MamataOfficial with Home Minister today-part of my DUTY under Article 159,i.e.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
•To the best of my ability preserve, protect and defend the Constitution;
•Devote myself to the service and well-being of the people.
I PLEDGE TOTAL COMMITMENT FOR WB PEOPLE
">Will discuss issues @MamataOfficial with Home Minister today-part of my DUTY under Article 159,i.e.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 20, 2020
•To the best of my ability preserve, protect and defend the Constitution;
•Devote myself to the service and well-being of the people.
I PLEDGE TOTAL COMMITMENT FOR WB PEOPLEWill discuss issues @MamataOfficial with Home Minister today-part of my DUTY under Article 159,i.e.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 20, 2020
•To the best of my ability preserve, protect and defend the Constitution;
•Devote myself to the service and well-being of the people.
I PLEDGE TOTAL COMMITMENT FOR WB PEOPLE