ETV Bharat / city

Jagdeep Dhankhar : গীতার বাণী শুনিয়ে 'ফলের আশা ছেড়ে' দিল্লি চললেন ধনকড়

শনিবার আচমকাই দিল্লি গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভগবত গীতার বাণী ৷ কেন ? এই প্রশ্ন ঘিরেই তোলপাড় রাজনৈতিক মহল ৷

jagdeep-dhankhar-went-new-delhi-after-post-excerpt-from-bhagbad-gita-in-social-media
Jagdeep Dhankhar : ভগবত গীতার বাণী শুনিয়ে দিল্লি গেলেন ধনকড়
author img

By

Published : Jul 17, 2021, 2:03 PM IST

কলকাতা, 17 জুলাই : ‘কাজ করে যাও ৷ ফলের আশা করো না ৷’ ভগবত গীতা থেকে এই বাণী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ শনিবার সকালে ধনকড়ের এই পোস্টের কারণ নিয়ে যখন জল্পনা শুরু হয়, ঠিক তখনই পাওয়া যায় আরও একটি চমকপ্রদ খবর ৷ জানা গিয়েছে যে এদিন সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজ্যপাল ৷

এর পর পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধানকে ঘিরে জল্পনা দ্বিগুন হয়েছে ৷ হঠাৎ করে তিনি কেন গেলেন দিল্লি, আপাতত এই প্রশ্নেরই উত্তর খুঁজছে রাজ্যের রাজনৈতিক মহল ৷ কারণ, রাজ্যপালের এবারের দিল্লি যাত্রা নিয়ে আগে থেকে কারও কাছে কোনও খবর ছিল না ৷ এমনকী, এদিন সকালে দিল্লি যাওয়ার ব্যাপারে কোনও বার্তাও দেননি ধনকড় ৷ তার সঙ্গে সাতসকালে গীতার বাণী পোস্ট করলেন ৷ রাজ্যের রাজনৈতিক মহল তাই খোঁজার চেষ্টা করছে যে এই পোস্টের সঙ্গে কি তাঁর দিল্লি সফরের কোনও যোগসূত্র থাকতে পারে ?

আরও পড়ুন : বিপ্লবের উদাহরণ টেনে মমতাকে তৃণমূল-বিজেপির পার্থক্য বোঝালেন দিলীপ

রাজ্যপাল এদিন সোশ্যাল মিডিয়ায় দু’টি পোস্ট করেছেন ৷ একটিতে লিখেছেন, ‘‘ভগবত গীতা হল আমাদের সময়ের অন্তহীন এক পথপ্রদর্শক ৷ এই ভাবনা শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে ৷ এই সঙ্কটের সময় পদক্ষেপ না করা সভ্যতা ও সম্প্রীতিকে নষ্ট করে ৷’’ আর অন্য টুইটটিতে প্রথমে সংস্কৃতে গীতা থেকে দু’টি লাইন লিখেছেন ৷ তার পর ব্যাখ্যা দিয়েছেন ৷

  • Bhagvad Gita, a Timeless Guide for Our Time, transcends beyond any religion, race or time frame.

    This thought process will generate much needed peace and harmony.

    Inaction in challenging times is inexcusable stance that eats into humanity and civility.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এটা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যে রিপোর্ট জমা দিয়েছে ৷ রাজ্যপাল আসলে সেই দিকেই ইঙ্গিত করেছেন ৷ তিনি বারবার ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন ৷ এই নিয়ে রাজ্য সরকারের যথাযথ পদক্ষেপ করা উচিত বলে জানিয়েছেন ৷ সেই কারণেই তিনি নিজের পোস্টে ‘ইনঅ্যাকশন বা পদক্ষেপ না করার’ কথা লিখেছেন ৷ যা থেকে বোঝানো যায় যে রাজ্য সরকার এই নিয়ে কোনও পদক্ষেপ করছে না ৷ আর এতে বাংলায় সম্প্রীতি নষ্ট হচ্ছে ৷

আরও পড়ুন : এবার ত্রিপুরা-অসম-পঞ্জাব-উত্তরপ্রদেশ-দিল্লিতেও দিদি, জায়েন্ট স্ক্রিনে একুশে জুলাই

প্রসঙ্গত, গত মাসে রাজ্যপাল নয়াদিল্লিতে গিয়ে বেশ কয়েকদিন ছিলেন ৷ দেখা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) চেয়ারম্যান অরুণ মিশ্র, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) সঙ্গে দেখা করেছিলেন ৷ পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক তথ্য তুলে দিয়েছিলেন ৷ সূত্রের খবর, এবারও তিনি একই কাজ করবেন ৷ জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) রিপোর্ট সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে জানাবেন ৷

অন্যদিকে রাজনৈতিক মহলের অন্য একটি অংশের মতে, রাজ্যপালকে বদলে দেওয়া নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে ৷ ধনকড়কে রাজ্যপালের পদ থেকে সরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ ফলে এবার হয়তো পশ্চিমবঙ্গে ধনকড়ের মেয়াদ শেষ হতে চলেছে ৷ সেই কারণেই তাঁকে নয়াদিল্লিতে ডাকা হয়েছে ৷ আর সেটা বুঝতে পেরেই ‘কাজ করে যাও, ফলের আশা করো না’, গীতা থেকে এই বাণীটি দিয়েছেন জগদীপ ধনকড় ৷

আরও পড়ুন : সাংবিধানিক ব্যবস্থায় বিশ্বাস নেই মমতার, অভিযোগ বিজেপির গৌরবের

কলকাতা, 17 জুলাই : ‘কাজ করে যাও ৷ ফলের আশা করো না ৷’ ভগবত গীতা থেকে এই বাণী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ শনিবার সকালে ধনকড়ের এই পোস্টের কারণ নিয়ে যখন জল্পনা শুরু হয়, ঠিক তখনই পাওয়া যায় আরও একটি চমকপ্রদ খবর ৷ জানা গিয়েছে যে এদিন সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজ্যপাল ৷

এর পর পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধানকে ঘিরে জল্পনা দ্বিগুন হয়েছে ৷ হঠাৎ করে তিনি কেন গেলেন দিল্লি, আপাতত এই প্রশ্নেরই উত্তর খুঁজছে রাজ্যের রাজনৈতিক মহল ৷ কারণ, রাজ্যপালের এবারের দিল্লি যাত্রা নিয়ে আগে থেকে কারও কাছে কোনও খবর ছিল না ৷ এমনকী, এদিন সকালে দিল্লি যাওয়ার ব্যাপারে কোনও বার্তাও দেননি ধনকড় ৷ তার সঙ্গে সাতসকালে গীতার বাণী পোস্ট করলেন ৷ রাজ্যের রাজনৈতিক মহল তাই খোঁজার চেষ্টা করছে যে এই পোস্টের সঙ্গে কি তাঁর দিল্লি সফরের কোনও যোগসূত্র থাকতে পারে ?

আরও পড়ুন : বিপ্লবের উদাহরণ টেনে মমতাকে তৃণমূল-বিজেপির পার্থক্য বোঝালেন দিলীপ

রাজ্যপাল এদিন সোশ্যাল মিডিয়ায় দু’টি পোস্ট করেছেন ৷ একটিতে লিখেছেন, ‘‘ভগবত গীতা হল আমাদের সময়ের অন্তহীন এক পথপ্রদর্শক ৷ এই ভাবনা শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে ৷ এই সঙ্কটের সময় পদক্ষেপ না করা সভ্যতা ও সম্প্রীতিকে নষ্ট করে ৷’’ আর অন্য টুইটটিতে প্রথমে সংস্কৃতে গীতা থেকে দু’টি লাইন লিখেছেন ৷ তার পর ব্যাখ্যা দিয়েছেন ৷

  • Bhagvad Gita, a Timeless Guide for Our Time, transcends beyond any religion, race or time frame.

    This thought process will generate much needed peace and harmony.

    Inaction in challenging times is inexcusable stance that eats into humanity and civility.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এটা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যে রিপোর্ট জমা দিয়েছে ৷ রাজ্যপাল আসলে সেই দিকেই ইঙ্গিত করেছেন ৷ তিনি বারবার ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন ৷ এই নিয়ে রাজ্য সরকারের যথাযথ পদক্ষেপ করা উচিত বলে জানিয়েছেন ৷ সেই কারণেই তিনি নিজের পোস্টে ‘ইনঅ্যাকশন বা পদক্ষেপ না করার’ কথা লিখেছেন ৷ যা থেকে বোঝানো যায় যে রাজ্য সরকার এই নিয়ে কোনও পদক্ষেপ করছে না ৷ আর এতে বাংলায় সম্প্রীতি নষ্ট হচ্ছে ৷

আরও পড়ুন : এবার ত্রিপুরা-অসম-পঞ্জাব-উত্তরপ্রদেশ-দিল্লিতেও দিদি, জায়েন্ট স্ক্রিনে একুশে জুলাই

প্রসঙ্গত, গত মাসে রাজ্যপাল নয়াদিল্লিতে গিয়ে বেশ কয়েকদিন ছিলেন ৷ দেখা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) চেয়ারম্যান অরুণ মিশ্র, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) সঙ্গে দেখা করেছিলেন ৷ পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক তথ্য তুলে দিয়েছিলেন ৷ সূত্রের খবর, এবারও তিনি একই কাজ করবেন ৷ জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) রিপোর্ট সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে জানাবেন ৷

অন্যদিকে রাজনৈতিক মহলের অন্য একটি অংশের মতে, রাজ্যপালকে বদলে দেওয়া নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে ৷ ধনকড়কে রাজ্যপালের পদ থেকে সরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ ফলে এবার হয়তো পশ্চিমবঙ্গে ধনকড়ের মেয়াদ শেষ হতে চলেছে ৷ সেই কারণেই তাঁকে নয়াদিল্লিতে ডাকা হয়েছে ৷ আর সেটা বুঝতে পেরেই ‘কাজ করে যাও, ফলের আশা করো না’, গীতা থেকে এই বাণীটি দিয়েছেন জগদীপ ধনকড় ৷

আরও পড়ুন : সাংবিধানিক ব্যবস্থায় বিশ্বাস নেই মমতার, অভিযোগ বিজেপির গৌরবের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.