ETV Bharat / city

লগ্নির থেকে শিল্প সম্মেলন আয়োজনের খরচই কি বেশি ? হিসাব চাইলেন রাজ্যপাল

প্রতি বছর বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটের আয়োজন করে রাজ্য সরকার ৷ তা নিয়ে এবার বিস্তারিত হিসাব চাইলেন রাজ্যপাল ।

jagdeep dhankhar
রাজ্যপাল জগদীপ ধনকড়
author img

By

Published : Aug 2, 2020, 4:25 AM IST

কলকাতা, 2 অগাস্ট : রাজ্যের আইনশৃঙ্খলা থেকে স্বাস্থ্য, একাধিক বিষয়ে আগেই প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । একাধিক ইশুতে রাজ্যের সঙ্গে সংঘাতেও জড়িয়ে পড়েছেন বারবার । এবার বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিট নিয়ে প্রশ্ন তুললেন তিনি । হিসাব চাইলেন অর্থ সচিবের কাছে ।

প্রতি বছরই বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটের আয়োজন করে রাজ্য সরকার ৷ কিন্তু জাঁকজমক করে সেই শিল্প সম্মেলন করে আদৌ কি কোনও লাভ হয়েছে ? বাস্তবে রাজ্যে কি লগ্নি এসেছে ? এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বিরোধীরা । এবার তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপালও । টুইটারে তিনি লেখেন, "অর্থ সচিবের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শুরু হওয়া বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিট(শিল্প সম্মেলন)-এর বিস্তারিত জানতে চেয়েছি । মনে করা হচ্ছে, এই সম্মেলন থেকে যা লগ্নি এসেছে তার চেয়ে সম্মেলন করতে খরচ বেশি হয়েছে ।"

অর্থ সচিবের কাছে একাধিক বিষয়ে জানতে চেয়েছেন রাজ্যপাল । শুধু হিসাব চাওয়াই নয়, কোনও আর্থিক অনিয়ম বা বিশেষ কাউকে সুবিধা দেওয়া হয়েছে কি না তাও জানতে চেয়েছেন ।

  • অর্থ সচিবের কাছে আমার প্রশ্ন---- ১) ২০১৬ থেকে এখনও পর্যন্ত প্রতি বছর কত টাকা খরচ হয়েছে? ২) কোন কোন সংস্থার মাধ্যমে এই টাকা খরচ হয়েছে? (3/4)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরোধীদের একাংশ বারবার অভিযোগ তুলেছে, MOU সাক্ষরের নামে সরকার স্রেফ মিথ্যা কথা বলেছে । জনগণের টাকা ধ্বংস করা হয়েছে । সেই MOU সাক্ষর নিয়েও বিস্তারিত জানতে চেয়েছেন । বিনিয়োগ আসার পাশাপাশি এর জেরে কর্মসংস্থানে হয়েছে কি না তও অর্থ সচিবের কাছে জানতে চেয়েছেন তিনি ।

  • ৩) সংস্থাটি কি সরাসরি টাকা পেয়েছে নাকি, FICCI,-র মাধ্যমে পেয়েছে? ৩) প্রতি বছর কতগুলি মউ সই হয়েছে, লগ্নি ও চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? ৫) প্রতি বছর আসলে কত বিনিয়োগ এসেছে, ক'জন কাজ পেয়েছেন? (4/4)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবছর জাঁকজমক করে শিল্প সম্মেলনের আয়োজন করা হচ্ছে । সেই সম্মেলন থেকে দেশি-বিদেশি বিনিয়োগের একাধিক প্রতিশ্রুতিও এসেছে ৷ কিন্তু, কোনও শিল্প রাজ্যে আসেনি বলে বারবার অভিযোগ করেছে বিরোধীরা । এবার তা নিয়ে বিস্তারিত জানতে চাইলেন রাজ্যপালও । আর এর জেরে রাজ্যের সঙ্গে তাঁর নতুন করে সংঘাতের আবহ তৈরি হল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

কলকাতা, 2 অগাস্ট : রাজ্যের আইনশৃঙ্খলা থেকে স্বাস্থ্য, একাধিক বিষয়ে আগেই প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । একাধিক ইশুতে রাজ্যের সঙ্গে সংঘাতেও জড়িয়ে পড়েছেন বারবার । এবার বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিট নিয়ে প্রশ্ন তুললেন তিনি । হিসাব চাইলেন অর্থ সচিবের কাছে ।

প্রতি বছরই বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটের আয়োজন করে রাজ্য সরকার ৷ কিন্তু জাঁকজমক করে সেই শিল্প সম্মেলন করে আদৌ কি কোনও লাভ হয়েছে ? বাস্তবে রাজ্যে কি লগ্নি এসেছে ? এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বিরোধীরা । এবার তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপালও । টুইটারে তিনি লেখেন, "অর্থ সচিবের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শুরু হওয়া বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিট(শিল্প সম্মেলন)-এর বিস্তারিত জানতে চেয়েছি । মনে করা হচ্ছে, এই সম্মেলন থেকে যা লগ্নি এসেছে তার চেয়ে সম্মেলন করতে খরচ বেশি হয়েছে ।"

অর্থ সচিবের কাছে একাধিক বিষয়ে জানতে চেয়েছেন রাজ্যপাল । শুধু হিসাব চাওয়াই নয়, কোনও আর্থিক অনিয়ম বা বিশেষ কাউকে সুবিধা দেওয়া হয়েছে কি না তাও জানতে চেয়েছেন ।

  • অর্থ সচিবের কাছে আমার প্রশ্ন---- ১) ২০১৬ থেকে এখনও পর্যন্ত প্রতি বছর কত টাকা খরচ হয়েছে? ২) কোন কোন সংস্থার মাধ্যমে এই টাকা খরচ হয়েছে? (3/4)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরোধীদের একাংশ বারবার অভিযোগ তুলেছে, MOU সাক্ষরের নামে সরকার স্রেফ মিথ্যা কথা বলেছে । জনগণের টাকা ধ্বংস করা হয়েছে । সেই MOU সাক্ষর নিয়েও বিস্তারিত জানতে চেয়েছেন । বিনিয়োগ আসার পাশাপাশি এর জেরে কর্মসংস্থানে হয়েছে কি না তও অর্থ সচিবের কাছে জানতে চেয়েছেন তিনি ।

  • ৩) সংস্থাটি কি সরাসরি টাকা পেয়েছে নাকি, FICCI,-র মাধ্যমে পেয়েছে? ৩) প্রতি বছর কতগুলি মউ সই হয়েছে, লগ্নি ও চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? ৫) প্রতি বছর আসলে কত বিনিয়োগ এসেছে, ক'জন কাজ পেয়েছেন? (4/4)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবছর জাঁকজমক করে শিল্প সম্মেলনের আয়োজন করা হচ্ছে । সেই সম্মেলন থেকে দেশি-বিদেশি বিনিয়োগের একাধিক প্রতিশ্রুতিও এসেছে ৷ কিন্তু, কোনও শিল্প রাজ্যে আসেনি বলে বারবার অভিযোগ করেছে বিরোধীরা । এবার তা নিয়ে বিস্তারিত জানতে চাইলেন রাজ্যপালও । আর এর জেরে রাজ্যের সঙ্গে তাঁর নতুন করে সংঘাতের আবহ তৈরি হল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.