ETV Bharat / city

কাল ধর্মঘট সফলের আহ্বানে মিছিল যাদবপুরের SFI-এর

কাল সাধারণ ধর্মঘট ৷ প্রতিবাদে শামিল হতে আহ্বান জানাল JU-এর SFI ৷

ধর্মঘট সফলের আহ্বানে মিছিল যাদবপুরের SFI-এর
ধর্মঘট সফলের আহ্বানে মিছিল যাদবপুরের SFI-এর
author img

By

Published : Jan 7, 2020, 3:08 PM IST

কলকাতা, ৭ জানুয়ারি: আগামীকাল ভারত বনধ ৷ বুধবার দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ আগামীকাল ছাত্র ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে ক্যাম্পাস ও যাদবপুর এলাকায় মিছিল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI। আজ মিছিলটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে তিন নম্বর গেট থেকে বেরিয়ে 8বি বাসস্ট্যান্ড পর্যন্ত যায়। সেখান থেকে যাদবপুর থানা হয়ে চার নম্বর গেটে এসে শেষ হয় মিছিলটি ৷

দেখুন ভিডিয়ো

শ্রমিক, কর্মচারী ও কৃষকদের দাবির ভিত্তিতেই কালকের ধর্মঘট । এর সঙ্গে যোগ হয়ে গিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) ও জাতীয় নাগরিকপঞ্জির (NRC) ইশু। প্রতিবাদ চলছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপরে হামলার ঘটনাকে কেন্দ্র করেও ৷ গেরুয়া শিবিরের দিকে অভিযোগের আঙুল উঠেছে ৷

এই ধর্মঘটে দেশ জুড়ে ২৫ লক্ষ শ্রমিক যোগ দেওয়ার কথা ৷ এই ধর্মঘটে শামিল হতেই আজ আহ্বান জানানো হল বাম ছাত্র সংগঠনের তরফে ৷

কলকাতা, ৭ জানুয়ারি: আগামীকাল ভারত বনধ ৷ বুধবার দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ আগামীকাল ছাত্র ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে ক্যাম্পাস ও যাদবপুর এলাকায় মিছিল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI। আজ মিছিলটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে তিন নম্বর গেট থেকে বেরিয়ে 8বি বাসস্ট্যান্ড পর্যন্ত যায়। সেখান থেকে যাদবপুর থানা হয়ে চার নম্বর গেটে এসে শেষ হয় মিছিলটি ৷

দেখুন ভিডিয়ো

শ্রমিক, কর্মচারী ও কৃষকদের দাবির ভিত্তিতেই কালকের ধর্মঘট । এর সঙ্গে যোগ হয়ে গিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) ও জাতীয় নাগরিকপঞ্জির (NRC) ইশু। প্রতিবাদ চলছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপরে হামলার ঘটনাকে কেন্দ্র করেও ৷ গেরুয়া শিবিরের দিকে অভিযোগের আঙুল উঠেছে ৷

এই ধর্মঘটে দেশ জুড়ে ২৫ লক্ষ শ্রমিক যোগ দেওয়ার কথা ৷ এই ধর্মঘটে শামিল হতেই আজ আহ্বান জানানো হল বাম ছাত্র সংগঠনের তরফে ৷

Intro:কলকাতা, ৭ জানুয়ারি: আগামীকাল ছাত্র ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে ক্যাম্পাস ও যাদবপুর এলাকায় মিছিল করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI। আজ মিছিলটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চির নম্বর গেট থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে তিন নম্বর গেট থেকে বেরিয়ে এইটবি যায়। সেখান থেকে যাদবপুর থানা হয়ে তার নম্বর গেটে এসে শেষ হয় মিছিলটি।Body:অConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.