ETV Bharat / city

J P Nadda Bengal Visit : মার্চের শেষে বঙ্গ সফরে জেপি নাড্ডা

author img

By

Published : Mar 5, 2022, 9:59 PM IST

মার্চের শেষে বঙ্গ সফরে আসছেন জেপি নাড্ডা (J P Nadda Coming to Bengal) ৷ বিজেপির নতুন রাজ্য কমিটির সঙ্গে কার্যনির্বাহী বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷

Bengal BJP News
মার্চের শেষে বঙ্গ সফরে জেপি নাড্ডা

কলকাতা, 5 মার্চ : রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । মার্চ মাসের শেষ সপ্তাহে তিনি রাজ্যে আসছেন । কার্যনির্বাহী বৈঠকে তিনি বক্তব্য রাখবেন । মূলত, বিজেপির নতুন রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করবেন (J P Nadda Coming to Bengal) ।

বিজেপির সূত্রে খবর, রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদার দায়িত্ব নেওয়ার পর বিজেপির অন্দরে প্রতিদিনই ক্ষোভ বাড়ছে । বিজেপির বিক্ষুব্ধদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশও জানিয়েছেন ।

সূত্রের খবর, একুশের বিধানসভায় বঙ্গ বিজেপিকে দু'শো আসনের টার্গেট দিয়েছিলেন জেপি নাড্ডা । কিন্ত সেটা পূরণ হয়নি । বিজেপির ভরাডুবি হয়েছে । 108টি পৌরসভার বিজেপির ধরাসায়ী হয়েছে । নতুন রাজ্য কমিটি নিয়েও ক্রমশ ক্ষোভ বাড়ছে । তাই জেপি নাড্ডার রাজ্য সফর রাজনৈতিক মহলে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

এ নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "কেন্দ্রীয় সভাপতিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি । মার্চ মাসের শেষে বিজেপির একটি কার্যনির্বাহী বৈঠক হবে । তিনি আসছেন, বৈঠকে বক্তব্য রাখবেন ।"

আরও পড়ুন : BJP Meeting : পর্যালোচনা বৈঠকে বঙ্গে বিজেপির সাংগঠনিক দুর্বলতা মানল রাজ্য নেতৃত্ব

কলকাতা, 5 মার্চ : রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । মার্চ মাসের শেষ সপ্তাহে তিনি রাজ্যে আসছেন । কার্যনির্বাহী বৈঠকে তিনি বক্তব্য রাখবেন । মূলত, বিজেপির নতুন রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করবেন (J P Nadda Coming to Bengal) ।

বিজেপির সূত্রে খবর, রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদার দায়িত্ব নেওয়ার পর বিজেপির অন্দরে প্রতিদিনই ক্ষোভ বাড়ছে । বিজেপির বিক্ষুব্ধদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশও জানিয়েছেন ।

সূত্রের খবর, একুশের বিধানসভায় বঙ্গ বিজেপিকে দু'শো আসনের টার্গেট দিয়েছিলেন জেপি নাড্ডা । কিন্ত সেটা পূরণ হয়নি । বিজেপির ভরাডুবি হয়েছে । 108টি পৌরসভার বিজেপির ধরাসায়ী হয়েছে । নতুন রাজ্য কমিটি নিয়েও ক্রমশ ক্ষোভ বাড়ছে । তাই জেপি নাড্ডার রাজ্য সফর রাজনৈতিক মহলে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

এ নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "কেন্দ্রীয় সভাপতিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি । মার্চ মাসের শেষে বিজেপির একটি কার্যনির্বাহী বৈঠক হবে । তিনি আসছেন, বৈঠকে বক্তব্য রাখবেন ।"

আরও পড়ুন : BJP Meeting : পর্যালোচনা বৈঠকে বঙ্গে বিজেপির সাংগঠনিক দুর্বলতা মানল রাজ্য নেতৃত্ব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.