ETV Bharat / city

Nadda coming to Bengal: বুধে রাজ্যে আসছেন নাড্ডা, যোগ দেবেন বিজেপি রাজ্য কমিটির বৈঠকে

author img

By

Published : Jun 6, 2022, 3:47 PM IST

বুধবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (Nadda coming to Bengal)৷ জাতীয় গ্রন্থাগারে দলের রাজ্য কমিটির বৈঠকে যোগ দেবেন তিনি (J P Nadda is coming to Bengal)৷

J P Nadda is coming to Bengal on Wednesday, will be present at BJP state committee meeting
বুধে রাজ্যে আসছেন নাড্ডা, যোগ দেবেন বিজেপি রাজ্য কমিটির বৈঠকে

কলকাতা, 6 জুন: দলের সিনিয়র নেতাদের দলত্যাগ আর একাংশের দাবি নিয়ে যখন বিজেপির অন্দরে অবিশ্বাস দানা বেঁধেছে, ঠিক সেই সময় রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (Nadda coming to Bengal)। আগামী বুধবার তিনি দলের রাজ্য কমিটির বৈঠকে অংশগ্রহণ করবেন । জাতীয় গ্রন্থাগারে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা । থাকার কথা রয়েছে সংগঠনের শীর্ষ পদাধিকারী বিএল সন্তোষের ।

চলতি পরিস্থিতিতে কীভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে তার দিশা দেখাতে পারেন এই কেন্দ্রীয় নেতারা । সম্প্রতি গেরুয়া শিবিরের একাধিক নেতার মুখে সংগঠন সম্পর্কে ক্ষোভ শোনা গিয়েছে । এমনকী দলের শীর্ষ নেতৃত্বের মধ্যেও দ্বন্দ্বের ছবি প্রকাশ্যে এসেছে । এই অবস্থায় দলের সাংগঠনিক দুর্বলতা কাটাতে কী করণীয় তা বাতলে দিতে আসছেন নাড্ডা (J P Nadda is coming to Bengal)।

আনুষ্ঠানিক ভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির এই সফর রাজ্য নেতৃত্বের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ (BJP state committee meeting)। কারণ নতুন রাজ্য কমিটি গঠনের পর কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এখনও পর্যন্ত কোনও রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়নি । রাজ্য নেতৃত্ব চাইছিল অমিত শাহ অথবা জেপি নাড্ডার মধ্যে যে কোনও একজন রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত থেকে দলের নেতাদের দিশা দেখান ।

আরও পড়ুন: Suvendu Adhikari : অর্জুন তৃণমূলে ফিরতেই ব্যারাকপুরের দায়িত্ব শুভেন্দুকে দিল বিজেপি

এই মুহূর্তে আড়াইশো জন সদস্যের বেশি যে রাজ্য কমিটি রয়েছে, তাদের কীভাবে আগামী দিনে কাজ করতে হবে, সে বিষয়ে দলের তরফে নির্দেশ দেওয়া হোক, এমনটাই চাইছিলেন সুকান্ত মজুমদার । কিন্তু অমিত শাহ এই মুহূর্তে সময় দিতে পারবেন না সে কথা রাজ্য নেতৃত্বকে আগেই জানিয়ে দিয়েছিলেন । যেহেতু এই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতির রাজ্য সফর পূর্ব নির্ধারিত ছিল, তাই তাঁর উপস্থিতিতেই এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এখনও পর্যন্ত যে সফর সূচি তৈরি হয়েছে, তাতে রাজ্য কমিটির বৈঠক ছাড়া তিনি হুগলিতে দুটি কর্মসূচিতে যোগদান করবেন । এই সফরে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে জমি তৈরির জন্য দলের নেতাদের নির্দেশ দিতে পারেন নাড্ডা । একইসঙ্গে মানুষের দরজায় দলকে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য থেকে শুরু করে মণ্ডল স্তর পর্যন্ত দলকে কীভাবে কাজ করতে হবে তারও একটা রূপরেখা তৈরি করে দিতে পারেন তিনি ।

কলকাতা, 6 জুন: দলের সিনিয়র নেতাদের দলত্যাগ আর একাংশের দাবি নিয়ে যখন বিজেপির অন্দরে অবিশ্বাস দানা বেঁধেছে, ঠিক সেই সময় রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (Nadda coming to Bengal)। আগামী বুধবার তিনি দলের রাজ্য কমিটির বৈঠকে অংশগ্রহণ করবেন । জাতীয় গ্রন্থাগারে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা । থাকার কথা রয়েছে সংগঠনের শীর্ষ পদাধিকারী বিএল সন্তোষের ।

চলতি পরিস্থিতিতে কীভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে তার দিশা দেখাতে পারেন এই কেন্দ্রীয় নেতারা । সম্প্রতি গেরুয়া শিবিরের একাধিক নেতার মুখে সংগঠন সম্পর্কে ক্ষোভ শোনা গিয়েছে । এমনকী দলের শীর্ষ নেতৃত্বের মধ্যেও দ্বন্দ্বের ছবি প্রকাশ্যে এসেছে । এই অবস্থায় দলের সাংগঠনিক দুর্বলতা কাটাতে কী করণীয় তা বাতলে দিতে আসছেন নাড্ডা (J P Nadda is coming to Bengal)।

আনুষ্ঠানিক ভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির এই সফর রাজ্য নেতৃত্বের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ (BJP state committee meeting)। কারণ নতুন রাজ্য কমিটি গঠনের পর কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এখনও পর্যন্ত কোনও রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়নি । রাজ্য নেতৃত্ব চাইছিল অমিত শাহ অথবা জেপি নাড্ডার মধ্যে যে কোনও একজন রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত থেকে দলের নেতাদের দিশা দেখান ।

আরও পড়ুন: Suvendu Adhikari : অর্জুন তৃণমূলে ফিরতেই ব্যারাকপুরের দায়িত্ব শুভেন্দুকে দিল বিজেপি

এই মুহূর্তে আড়াইশো জন সদস্যের বেশি যে রাজ্য কমিটি রয়েছে, তাদের কীভাবে আগামী দিনে কাজ করতে হবে, সে বিষয়ে দলের তরফে নির্দেশ দেওয়া হোক, এমনটাই চাইছিলেন সুকান্ত মজুমদার । কিন্তু অমিত শাহ এই মুহূর্তে সময় দিতে পারবেন না সে কথা রাজ্য নেতৃত্বকে আগেই জানিয়ে দিয়েছিলেন । যেহেতু এই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতির রাজ্য সফর পূর্ব নির্ধারিত ছিল, তাই তাঁর উপস্থিতিতেই এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এখনও পর্যন্ত যে সফর সূচি তৈরি হয়েছে, তাতে রাজ্য কমিটির বৈঠক ছাড়া তিনি হুগলিতে দুটি কর্মসূচিতে যোগদান করবেন । এই সফরে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে জমি তৈরির জন্য দলের নেতাদের নির্দেশ দিতে পারেন নাড্ডা । একইসঙ্গে মানুষের দরজায় দলকে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য থেকে শুরু করে মণ্ডল স্তর পর্যন্ত দলকে কীভাবে কাজ করতে হবে তারও একটা রূপরেখা তৈরি করে দিতে পারেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.