ETV Bharat / city

এখনও রয়েছে বহু জটিলতা, মাধ্যমিকের ফল প্রকাশে লাগবে সময়: মধ্যশিক্ষা পর্ষদ

author img

By

Published : May 29, 2020, 1:17 PM IST

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর , কোরোনা পরিস্থিতিতে এখনও পর্যন্ত 100 শতাংশ নম্বর সংগ্রহের কাজ সম্পূর্ণ হয়নি । বিভিন্ন জটিলতায় সেই কাজ থমকে রয়েছে । যার কারণে মাধ্যমিকের ফল প্রকাশে লাগবে আরও কিছু সময় ।

photo
photo

কলকাতা, 29 মে : দ্রুত ফল প্রকাশের লক্ষে লকডাউনের মধ্যেই প্রধান পরীক্ষকদের থেকে নম্বর সংগ্রহের কাজ শুরু করে দিয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম ধাপে গ্রিন জো়ন জেলাগুলির প্রধান পরীক্ষকদের থেকে নম্বর সংগ্রহ করা হয় । পরে ধীরে ধীরে রেড জো়ন, কনটেনমেন্ট জো়ন থেকেও নম্বর সংগ্রহের কাজ চালু করেছিল পর্ষদ। কিন্তু, প্রায় 20 দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত 100 শতাংশ নম্বর সংগ্রহের কাজ সম্পূর্ণ হয়নি । বিভিন্ন জটিলতায় সেই কাজ থমকে রয়েছে বলে জানা গেছে । পর্ষদ সূত্রে খবর, এইসব জটিলতার কারণে মাধ্যমিকের ফল প্রকাশে এখনও অনেক দেরি রয়েছে।


চলতি বছরের 18 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা । শেষ হয়েছিল 27 ফেব্রুয়ারি । পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10 লাখ 15 হাজার 888 জন । প্রথম দিকে জোরকদমে মূল্যায়নের কাজ সম্পন্ন করে দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল পর্ষদ । কিন্তু, পরীক্ষার শেষের দিন থেকে প্রায় তিন মাস পার হয়ে গেলেও এখনও মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি মধ্যশিক্ষা পর্ষদ । নেপথ্যে, কোরোনা-কাঁটা । কোরোনা ভাইরাস প্রতিরোধে চলা লকডাউন শুরুর পর থেকে পরীক্ষকদের কাছে থাকা উত্তরপত্রগুলির মূল্যায়নের কাজ চললেও, তা সংগ্রহের কাজ থমকে গেছিল । অবশেষে 10 মে থেকে রাজ্যের যে সব জেলার কোরোনা মুক্ত বা তুলনামূলক প্রভাব কম ছিল বা লকডাউনের নিয়ম শিথিল হয়েছিল, সেখানকার প্রধান পরীক্ষকদের থেকে নম্বর সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছিল পর্ষদ । তারপর ধীরে ধীরে কলকাতার মতো রেড জো়ন জেলা ও তার মধ্যে থাকা কনটেনমেন্ট এলাকাগুলি থেকেও নম্বর সংগ্রহ শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ । লকডাউনের মধ্যেই পরীক্ষকদের থেকে উত্তরপত্র ও নম্বর সংগ্রহ করেন প্রধান পরীক্ষকরা । তারপরে তাঁরা পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক সেই প্রাপ্ত নম্বরের তালিকা জমা করে আসেন পর্ষদের দপ্তরে । কিছু জায়গা থেকে পর্ষদ নিজেও সংগ্রহ করে নম্বরের তালিকা ।

ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে স্যানিটাইজ়িং প্যানেল বসিয়ে, সরকারি নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট শতাংশ কর্মচারী নিয়ে ফল প্রকাশের জন্য নম্বর সংগ্রহের পরবর্তী কাজ শুরু করে দেওয়া হয়েছে । কিন্তু লকডাউনের মধ্যেই উদ্যোগ নিয়ে নম্বর সংগ্রহ ও ফল প্রকাশের লক্ষ্যে কাজ করলেও পর্ষদ সূত্রে খবর, মাধ্যমিকের ফল প্রকাশে এখনও অনেক দেরি আছে । মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশে এখন বহু দেরি । কারণ, এখনও বহু নম্বর সংগ্রহ বাকি আছে । এমনকী, বেশ কিছু জায়গায় উত্তরপত্রও দেখা বাকি আছে । বহু পরীক্ষক নিজের বাড়ি থেকে অনেক দূরে স্কুলে শিক্ষকতা করেন । লকডাউনে তাঁরা বাড়ি ফিরে গেছেন, উত্তরপত্র স্কুলের জায়গাতেই রয়ে গেছে । ফলে, তাঁরা এখন ফিরতে পারছেন না । এই ধরনের বিভিন্ন জটিলতায় এখনও পর্যন্ত প্রায় 60-70 শতাংশ নম্বর সংগ্রহ হয়েছে । তবে 100 শতাংশ সংগ্রহ হতে এখনও সময় লাগবে পারে বলে মনে করা হচ্ছে । সবমিলিয়ে জুন মাসের শেষের আগে ফল প্রকাশের জন্য প্রস্তুত হওয়া সম্ভব হবে না বলে পর্ষদ সূত্রে খবর ।

এছাড়া, এখনও পর্যন্ত ফল প্রকাশ সংক্রান্ত বহু প্রক্রিয়া বাকি আছে । যেমন, যেসব পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল পাওয়া গেছে বা অসৎ উপায় অবলম্বন করে RA-এর আওতায় পড়েছিল বা যাদের উত্তরপত্র অসম্পূর্ণ পাওয়া গেছে, তাদের ক্ষেত্রে পর্ষদের কিছু নিয়ম রয়েছে । সেই সবের কিছুই এখনও হয়নি । কীভাবে হবে তা নিয়েও সিদ্ধান্ত হয়নি। পর্ষদের চারটে জো়নে এই কাজ হবে । কিন্তু, লকডাউন চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের ডাকলে তাঁরা আসতে পারবেন না । এই ধরনের একাধিক বিষয় নিয়ে এখনও মাধ্যমিকের ফল প্রকাশে অনেক দেরি আছে বলে জানা গেছে । যদিও, এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি।



কলকাতা, 29 মে : দ্রুত ফল প্রকাশের লক্ষে লকডাউনের মধ্যেই প্রধান পরীক্ষকদের থেকে নম্বর সংগ্রহের কাজ শুরু করে দিয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম ধাপে গ্রিন জো়ন জেলাগুলির প্রধান পরীক্ষকদের থেকে নম্বর সংগ্রহ করা হয় । পরে ধীরে ধীরে রেড জো়ন, কনটেনমেন্ট জো়ন থেকেও নম্বর সংগ্রহের কাজ চালু করেছিল পর্ষদ। কিন্তু, প্রায় 20 দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত 100 শতাংশ নম্বর সংগ্রহের কাজ সম্পূর্ণ হয়নি । বিভিন্ন জটিলতায় সেই কাজ থমকে রয়েছে বলে জানা গেছে । পর্ষদ সূত্রে খবর, এইসব জটিলতার কারণে মাধ্যমিকের ফল প্রকাশে এখনও অনেক দেরি রয়েছে।


চলতি বছরের 18 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা । শেষ হয়েছিল 27 ফেব্রুয়ারি । পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10 লাখ 15 হাজার 888 জন । প্রথম দিকে জোরকদমে মূল্যায়নের কাজ সম্পন্ন করে দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল পর্ষদ । কিন্তু, পরীক্ষার শেষের দিন থেকে প্রায় তিন মাস পার হয়ে গেলেও এখনও মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি মধ্যশিক্ষা পর্ষদ । নেপথ্যে, কোরোনা-কাঁটা । কোরোনা ভাইরাস প্রতিরোধে চলা লকডাউন শুরুর পর থেকে পরীক্ষকদের কাছে থাকা উত্তরপত্রগুলির মূল্যায়নের কাজ চললেও, তা সংগ্রহের কাজ থমকে গেছিল । অবশেষে 10 মে থেকে রাজ্যের যে সব জেলার কোরোনা মুক্ত বা তুলনামূলক প্রভাব কম ছিল বা লকডাউনের নিয়ম শিথিল হয়েছিল, সেখানকার প্রধান পরীক্ষকদের থেকে নম্বর সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছিল পর্ষদ । তারপর ধীরে ধীরে কলকাতার মতো রেড জো়ন জেলা ও তার মধ্যে থাকা কনটেনমেন্ট এলাকাগুলি থেকেও নম্বর সংগ্রহ শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ । লকডাউনের মধ্যেই পরীক্ষকদের থেকে উত্তরপত্র ও নম্বর সংগ্রহ করেন প্রধান পরীক্ষকরা । তারপরে তাঁরা পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক সেই প্রাপ্ত নম্বরের তালিকা জমা করে আসেন পর্ষদের দপ্তরে । কিছু জায়গা থেকে পর্ষদ নিজেও সংগ্রহ করে নম্বরের তালিকা ।

ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে স্যানিটাইজ়িং প্যানেল বসিয়ে, সরকারি নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট শতাংশ কর্মচারী নিয়ে ফল প্রকাশের জন্য নম্বর সংগ্রহের পরবর্তী কাজ শুরু করে দেওয়া হয়েছে । কিন্তু লকডাউনের মধ্যেই উদ্যোগ নিয়ে নম্বর সংগ্রহ ও ফল প্রকাশের লক্ষ্যে কাজ করলেও পর্ষদ সূত্রে খবর, মাধ্যমিকের ফল প্রকাশে এখনও অনেক দেরি আছে । মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশে এখন বহু দেরি । কারণ, এখনও বহু নম্বর সংগ্রহ বাকি আছে । এমনকী, বেশ কিছু জায়গায় উত্তরপত্রও দেখা বাকি আছে । বহু পরীক্ষক নিজের বাড়ি থেকে অনেক দূরে স্কুলে শিক্ষকতা করেন । লকডাউনে তাঁরা বাড়ি ফিরে গেছেন, উত্তরপত্র স্কুলের জায়গাতেই রয়ে গেছে । ফলে, তাঁরা এখন ফিরতে পারছেন না । এই ধরনের বিভিন্ন জটিলতায় এখনও পর্যন্ত প্রায় 60-70 শতাংশ নম্বর সংগ্রহ হয়েছে । তবে 100 শতাংশ সংগ্রহ হতে এখনও সময় লাগবে পারে বলে মনে করা হচ্ছে । সবমিলিয়ে জুন মাসের শেষের আগে ফল প্রকাশের জন্য প্রস্তুত হওয়া সম্ভব হবে না বলে পর্ষদ সূত্রে খবর ।

এছাড়া, এখনও পর্যন্ত ফল প্রকাশ সংক্রান্ত বহু প্রক্রিয়া বাকি আছে । যেমন, যেসব পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল পাওয়া গেছে বা অসৎ উপায় অবলম্বন করে RA-এর আওতায় পড়েছিল বা যাদের উত্তরপত্র অসম্পূর্ণ পাওয়া গেছে, তাদের ক্ষেত্রে পর্ষদের কিছু নিয়ম রয়েছে । সেই সবের কিছুই এখনও হয়নি । কীভাবে হবে তা নিয়েও সিদ্ধান্ত হয়নি। পর্ষদের চারটে জো়নে এই কাজ হবে । কিন্তু, লকডাউন চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের ডাকলে তাঁরা আসতে পারবেন না । এই ধরনের একাধিক বিষয় নিয়ে এখনও মাধ্যমিকের ফল প্রকাশে অনেক দেরি আছে বলে জানা গেছে । যদিও, এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি।



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.