ETV Bharat / city

Presidential Election 2022: রাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ করবে না আইএসএফ, কারণ জানালেন নওশাদ সিদ্দিকী

author img

By

Published : Jul 17, 2022, 10:59 PM IST

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (ISF MLA Nawsad Siddique) ইটিভি ভারতকে বলেন, "দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানে অংশগ্রহণ করছি না । কারণ, প্রথমত এনডিএ সমর্থিত বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে আমরা কোনওভাবেই ভোট দেব না । আর বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করার বিরোধী আমরা ।"

president election 2022
রাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ করবে না আইএসএফ

কলকাতা, ১৭ জুলাই: দলের নীতিগত সিদ্ধান্ত, আর সে কারণেই সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) ৷ দলীয় সিদ্ধান্ত মেনে তাই ভোট দেবেন না একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (ISF not to take part in Presidential Election) ৷

রবিবার এই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী ইটিভি ভারতকে বলেন, "দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানে অংশগ্রহণ করছি না । কারণ, প্রথমত এনডিএ সমর্থিত বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে আমরা কোনওভাবেই ভোট দেব না । আর বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করার বিরোধী আমরা । কারণ, যশবন্ত সিনহার পূর্ববর্তী রাজনৈতিক কার্যকলাপ সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল । পুরনো রাজনৈতিক দল ছাড়লেও পূর্বের ইতিহাস সম্পর্কে কোনও লিখিত বক্তব্য, জবাব বা অবস্থান স্পষ্ট করেননি তিনি । তাই, তাঁকে ভোট দেওয়ার কোনও ইচ্ছা বা পরিকল্পনা কোনওটাই আমাদের নেই । তাই আমি আইএসএফের তরফে ভোটদান থেকে বিরত থাকব ।"

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে হোটেলে 'বন্দি' বিজেপি'র 69 বিধায়ক

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক দল আইএসএফ ৷ বিধানসভায় তাদের প্রতিনিধি সংখ্যা মাত্র 1 জন ৷ তাদের একটিমাত্র ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলে রদবদল হয়ে যাবে এমন নয় ৷ কিন্তু নীতিগত কারণেই এই ভোটদান থেকে বিরত থাকছে আইএসএফ ৷

কলকাতা, ১৭ জুলাই: দলের নীতিগত সিদ্ধান্ত, আর সে কারণেই সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) ৷ দলীয় সিদ্ধান্ত মেনে তাই ভোট দেবেন না একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (ISF not to take part in Presidential Election) ৷

রবিবার এই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী ইটিভি ভারতকে বলেন, "দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানে অংশগ্রহণ করছি না । কারণ, প্রথমত এনডিএ সমর্থিত বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে আমরা কোনওভাবেই ভোট দেব না । আর বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করার বিরোধী আমরা । কারণ, যশবন্ত সিনহার পূর্ববর্তী রাজনৈতিক কার্যকলাপ সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল । পুরনো রাজনৈতিক দল ছাড়লেও পূর্বের ইতিহাস সম্পর্কে কোনও লিখিত বক্তব্য, জবাব বা অবস্থান স্পষ্ট করেননি তিনি । তাই, তাঁকে ভোট দেওয়ার কোনও ইচ্ছা বা পরিকল্পনা কোনওটাই আমাদের নেই । তাই আমি আইএসএফের তরফে ভোটদান থেকে বিরত থাকব ।"

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে হোটেলে 'বন্দি' বিজেপি'র 69 বিধায়ক

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক দল আইএসএফ ৷ বিধানসভায় তাদের প্রতিনিধি সংখ্যা মাত্র 1 জন ৷ তাদের একটিমাত্র ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলে রদবদল হয়ে যাবে এমন নয় ৷ কিন্তু নীতিগত কারণেই এই ভোটদান থেকে বিরত থাকছে আইএসএফ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.