কলকাতা, 5 জুলাই : বাংলার রাজনীতিতে দলবদল এখন কোনও নতুন বিষয় নয় ৷ কোন রাজনৈতিক নেতা যে কখন কোন দলে রয়েছেন, তা প্রায়শই বোঝা মুশকিল হয়ে যায় রাজ্যবাসীর ৷ তাই দু’টি ভিন্ন রাজনৈতিক দলের নেতাকে এক ফ্রেমে দেখা গেলেই শুরু হয়ে যায় দলবদলের জল্পনা ৷
মঙ্গলবার ঠিক যেমনটা হল তৃণমূলের কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) ও বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়কে (BJP Leader Roopa Ganguly) ঘিরে ৷ বঙ্গ রাজনীতির এই দুই কুশীলবের একটি ছবি এদিন ভাইরাল হয়েছে ৷ যেখানে দু’জনকেই হাসিমুখে দেখা গিয়েছে ৷ আর সেখান থেকেই শুরু হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়ের দলবদলের জল্পনা ৷ প্রশ্ন উঠেছে, তাহলে কি মেগা সিরিয়ালের ‘দৌপ্রদী’ এবার বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলের (Trinamool Congress) পথে পা বাড়াচ্ছেন ?
সত্যিটা কি ! রূপা গঙ্গোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া অবশ্য মেলেনি ৷ তবে কুণাল ঘোষ জানিয়েছেন, একটি অনুষ্ঠানে দেখা হয়ে গিয়েছিল রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে । নেহাতই সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে । এর মধ্যে রাজনীতি খোঁজা ঠিক হবে না ।
যদিও তাতে জল্পনার আগুন নেভার কোনও লক্ষণ নেই ৷ কারণ, রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই ধরনের সৌজন্য সাক্ষাৎ আগেও অনেক নেতার ক্ষেত্রে হয়েছে ৷ প্রত্যেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ৷ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই জল্পনা সত্যি হতে দেখা গিয়েছে ৷ ফলে এবারও কি তাই হবে, আপাতত সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় বাংলার রাজনৈতিক মহল ৷
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ অবশ্য এই জল্পনা সত্যি হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না ৷ কারণ, রূপা গঙ্গোপাধ্যায় এক সময় বামমনস্ক ছিলেন ৷ বাম জমানায় প্রশাসনের শীর্ষস্তরের সঙ্গে তাঁর সখ্যতা ভালোই ছিল বলে শোনা যায় ৷ কিন্তু 2015 সালে বাম থেকে রামে চলে যান ৷ সময়ের সঙ্গে সঙ্গে বিজেপিতে তাঁর গুরুত্ব বাড়ে ৷ 2016 সালে বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2016) লড়াই করেছিলেন তিনি ৷ বাংলায় বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীও করা হয়েছিল তাঁকে ৷
পরে তাঁকে রাজ্যসভায় পাঠায় বিজেপি ৷ রাষ্ট্রপতি মনোনীত সাংসদ (President Nominated MP) হিসেবে তিনি সংসদের উচ্চকক্ষের সদস্য হন ৷ সম্প্রতি রাজ্যসভায় তাঁর মেয়াদ শেষ হয়েছে ৷ যদিও তার আগে থেকেই রূপার সঙ্গে বিজেপির দূরত্ব বাড়তে শুরু করে ৷ ইদানীং তাঁকে দলের বিরুদ্ধেও সরব হতে দেখা যায় ৷
রাজনৈতিক পর্যবেক্ষকরা তাই প্রশ্ন তুলছেন, বিজেপিতে ‘বিরক্ত’ রূপা কি তাহলে ফুল বদলে আগ্রহী ? সেই কারণেই কি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের সঙ্গে ‘সৌজন্য’ সাক্ষাৎ সারলেন তিনি ? উত্তরের অপেক্ষা বঙ্গ রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন : Anubrata Mandal: আমি মহাদেবের ভক্ত, সিবিআই আমাকে ফলস ডাকছে; অনুব্রত