কলকাতা, 11 জুলাই : হাফিজুল-কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ সেই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বাড়ির ছবি তোলা থেকে সেই ছবি একাধিক ফোন নম্বরে পাঠানোর বিষয়টি সামনে এসেছে ৷ সোমবার হাফিজুল মোল্লাকে আদালতে পেশ করেছিল পুলিশ ৷ সেখানেই তদন্তকারীরা এই তথ্য জানিয়েছেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বিনা অনুমতি প্রবেশের অভিযোগ উঠেছে হাফিজুলের বিরুদ্ধে ৷ তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ তার পর আদালত তাঁকে পুলিশি হেফাজতে পাঠায় ৷ আদালত সূত্রে খবর, এতদিন হাফিজুলকে জেরা করে কী কী তথ্য উঠে এসেছে, সেটাই এদিন পেশ করেন তদন্তকারীরা ৷
সেখানে দাবি করা হয়, মুখ্যমন্ত্রীর বাড়ি ও তার চারপাশের ছবি তুলেছিল হাফিজুল ৷ সেই ছবি একাধিক ফোন নম্বরে পাঠিয়েছিল ৷ তিনি ঝাড়খণ্ড ও বিহারে তো ফোন করেইছিলেন ৷ পাশাপাশি বাংলাদেশেও ফোন করতেন তিনি ৷ তাছাড়া মুখ্যমন্ত্রীর বাড়ি সম্পর্কে বিভিন্ন তথ্য়ও সংগ্রহ করেন তিনি ৷ আর সেই তথ্য জানতে তিনি সাহায্য নিয়েছিলেন ছোট-ছোট শিশুদের ৷ ওই শিশুদের চকোলেট ও কোল্ড ড্রিঙ্কস দিয়ে তথ্য হাতিয়েছিলেন তিনি ৷ এই নিয়ে আদালতে সিসিটিভি ক্যামেরার ফুটেজও জমা দিয়েছে পুলিশ ৷ সেখানে গত 3 জুলাই হাফিজুলকে মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশে ঘুরতে দেখা গিয়েছে ৷
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান ৷ ফলে মুখ্যমন্ত্রীর বাড়িতে কীভাবে হাফিজুল ঢুকেছিলেন, তাই নিয়ে প্রশ্ন উঠেছে বারবার ৷ তদন্তে সিটও গঠন করেছেন লালবাজার ৷ কলকাতা পুলিশের ডিসি (এসটিএফ)-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক জেরা করেছেন হাফিজুলকে ৷ সূত্রের খবর, সিট হাফিজুলের কাছ থেকে 11টি সিম কার্ড বাজেয়াপ্ত করেছে ৷ একটি মোবাইলও উদ্ধার হয়েছে ৷
তাছাড়া তদন্তকারীরা জানতে পেরেছেন, ইতিমধ্যে একবার বাংলাদেশ থেকেও ঘুরে এসেছেন হাফিজুল ৷ কেউ যাতে বিষয়টি টের না পায়, তাই হাফিজুল নদী পেরিয়ে ওই দেশে গিয়েছিলেন ৷ বিএসএফের (BSF) নজর এড়াতে দুর্গাপুজোর বিসর্জনের সময়কে ব্যবহার করেছিলেন ৷ লালবাজার সূত্রে খবর, হাফিজুলের জঙ্গিযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা ৷ সেই কারণেই আদালতের কাছে হাফিজুলকে হেফাজতে নিতে ফের আবেদন করে পুলিশ ৷ আদালত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷
কলকাতা পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এবার হাফিজুলকে জেরা করে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাইবেন তদন্তকারীরা ৷ সেই প্রশ্নগুলি হল, হাফিজুল মোল্লার সঙ্গে কোনও বাংলাদেশি জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কি (Is Hafijul Mollah Involved with any Terrorist Outfit) ? মোবাইল থেকে হাফিজুল কাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত ? যদি কোনও অপরাধমূলক ষড়যন্ত্র না থাকে, তাহলে একটি ফোনে 11টি সিম কার্ড কেন ব্যবহার করতেন তিনি ? কেন মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশের ভিডিয়ো এবং ছবি তুলেছিলেন তিনি ? কোনও জঙ্গি সংগঠনকে দেওয়ার জন্যই কি ভিডিয়ো ও ছবি তোলা হয়েছিল ?
ইতিমধ্যে হাফিজুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 120 বি অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ৷ এখন দেখার পরবর্তী দিন আদালতে এই ঘটনা নিয়ে আরও নতুন কী কী তথ্য আদালতে পেশ করে পুলিশ ৷
আরও পড়ুন : Mamata Banerjee Security: এসপিজি-র আদলে এবার মমতার নিরাপত্তা ব্যবস্থা