ETV Bharat / city

ফিরহাদ-সুব্রত-মদনের গ্রেফতারি কি আইনসঙ্গত, দ্বিধাবিভক্ত আইনজীবীরা

সোমবার সকালে তাঁদের গ্রেফতারির পর প্রশ্ন উঠছে, সিবিআই-এর গ্রেফতারি কি আইন মেনে হয়েছে ? নাকি পুরোটাই বেআইনি ভাবে করা হল ? এই নিয়ে অবশ্য একেকজন আইনজীবী একেক রকম মত প্রকাশ করছেন ৷ কারও মতে এই গ্রেফতারি আইন মেনে করা হয়েছে ৷ আবার কেউ কেউ বিষয়টি আইনসঙ্গত বলে মনে করছেন না ৷

ফিরহাদ-সুব্রত-মদনের গ্রেফতারি কি আইনসঙ্গত, দ্বিধাবিভক্ত আইনজীবীরা
ফিরহাদ-সুব্রত-মদনের গ্রেফতারি কি আইনসঙ্গত, দ্বিধাবিভক্ত আইনজীবীরা
author img

By

Published : May 17, 2021, 12:55 PM IST

Updated : May 17, 2021, 8:06 PM IST

কলকাতা, 17 মে : নারদ-কাণ্ডে গ্রেফতার চার ৷ ধৃতদের মধ্যে আবার তিনজন বিধায়ক ৷ সেই বিধায়কদের মধ্যে দু’জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ সদস্য ৷ তাই সোমবার সকালে তাঁদের গ্রেফতারির পর প্রশ্ন উঠছে, সিবিআই-এর গ্রেফতারি কি আইন মেনে হয়েছে ? নাকি পুরোটাই বেআইনি ভাবে করা হল ?

এই নিয়ে অবশ্য একেকজন আইনজীবী একেক রকম মত প্রকাশ করছেন ৷ কারও মতে এই গ্রেফতারি আইন মেনে করা হয়েছে ৷ আবার কেউ কেউ বিষয়টি আইনসঙ্গত বলে মনে করছেন না ৷

আইনজীবী আশিসকুমার চৌধুরী জানাচ্ছেন, বিধায়কদের হস্টেল ও বিধানসভা থেকে গ্রেফতার করতে হলে অধ্যক্ষের অনুমতির প্রয়োজন রয়েছে ৷ কোনও মন্ত্রীকে গ্রেফতার করতে হলে তা জানাতে হয় অধ্যক্ষকে ৷ এ ক্ষেত্রে জানানো হয়েছে কি না, সেটা সিবিআই বলতে পারবে ৷ আর আদালত ঠিক করবে ৷ যেটা শোনা যাচ্ছে যে যাঁদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হবে, তাঁদের আজ গ্রেফতার করা হয়েছে ৷ এবার ধৃতরা যদি জামিন না নিয়ে থাকে, সেক্ষেত্রে তদন্তকারী সংস্থা গ্রেফতার করতে পারে ৷ একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে সংবিধানের 154 নম্বর ধারা অনুসারে রাজ্যপালের কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ৷

ফিরহাদ-সুব্রত-মদনের গ্রেফতারি কি আইনসঙ্গত, দ্বিধাবিভক্ত আইনজীবীরা

একই মত আরেক আইনজীবী ফিরদৌস শামিমের ৷ তাঁর বক্তব্য, রাজ্যপাল অনুমতি দিতে পারেন ৷ বিধানসভা চালু থাকলে অধ্যক্ষের কাছে অনুমতি নিতে হয় ৷ বন্ধ থাকলে অনুমতি নিতে হয় রাজ্যপালের কাছে ৷ রাজ্যপাল সেই অনুমতি দিয়েছেন ৷

তবে ভিন্নমত পোষণ করছেন চিটফান্ড সংক্রান্ত মামলার আইনজীবী অরিন্দম দাস ৷ তাঁর কথায়, চার্জশিট দেওয়ার জন্য অভিযুক্তদের গ্রেফতারের প্রয়োজন নেই ৷ আইনসঙ্গত ভাবে গ্রেফতার করা হয়নি ৷ আরেক আইনজীবী শমীক বাগচিও একই কথা বলছেন ৷ তিনি জানাচ্ছেন, অধ্যক্ষের অনুমোদন প্রয়োজন ৷ কারণ, তাঁরা বিধায়ক হিসেবে শপথ নিয়ে নিয়েছেন৷ আরও অনেক অভিযুক্ত রয়েছেন ৷ তাঁদের গ্রেফতার করা হয়নি ৷

আরও পড়ুন : নারদকাণ্ডে শ্রীঘরে শহরের প্রাক্তন 3 মহানাগরিক

এদিকে কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ এই গ্রেফতারিকে আইনসঙ্গত বলছেন ৷ তবে একই সঙ্গে তিনি গোটা প্রক্রিয়াটিকে প্রতিহিংসামূলকও মনে করছেন ৷ কিন্তু তিনি মনে করছেন যে নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা অভিযুক্তদের বিরুদ্ধে যাবে ৷ কারণ, জামিনের সময় এটা ইস্যু হবে ৷ ধৃতদের বিরুদ্ধে প্রভাবশালী হওয়ার অভিযোগ উঠবে ৷

কলকাতা, 17 মে : নারদ-কাণ্ডে গ্রেফতার চার ৷ ধৃতদের মধ্যে আবার তিনজন বিধায়ক ৷ সেই বিধায়কদের মধ্যে দু’জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ সদস্য ৷ তাই সোমবার সকালে তাঁদের গ্রেফতারির পর প্রশ্ন উঠছে, সিবিআই-এর গ্রেফতারি কি আইন মেনে হয়েছে ? নাকি পুরোটাই বেআইনি ভাবে করা হল ?

এই নিয়ে অবশ্য একেকজন আইনজীবী একেক রকম মত প্রকাশ করছেন ৷ কারও মতে এই গ্রেফতারি আইন মেনে করা হয়েছে ৷ আবার কেউ কেউ বিষয়টি আইনসঙ্গত বলে মনে করছেন না ৷

আইনজীবী আশিসকুমার চৌধুরী জানাচ্ছেন, বিধায়কদের হস্টেল ও বিধানসভা থেকে গ্রেফতার করতে হলে অধ্যক্ষের অনুমতির প্রয়োজন রয়েছে ৷ কোনও মন্ত্রীকে গ্রেফতার করতে হলে তা জানাতে হয় অধ্যক্ষকে ৷ এ ক্ষেত্রে জানানো হয়েছে কি না, সেটা সিবিআই বলতে পারবে ৷ আর আদালত ঠিক করবে ৷ যেটা শোনা যাচ্ছে যে যাঁদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হবে, তাঁদের আজ গ্রেফতার করা হয়েছে ৷ এবার ধৃতরা যদি জামিন না নিয়ে থাকে, সেক্ষেত্রে তদন্তকারী সংস্থা গ্রেফতার করতে পারে ৷ একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে সংবিধানের 154 নম্বর ধারা অনুসারে রাজ্যপালের কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ৷

ফিরহাদ-সুব্রত-মদনের গ্রেফতারি কি আইনসঙ্গত, দ্বিধাবিভক্ত আইনজীবীরা

একই মত আরেক আইনজীবী ফিরদৌস শামিমের ৷ তাঁর বক্তব্য, রাজ্যপাল অনুমতি দিতে পারেন ৷ বিধানসভা চালু থাকলে অধ্যক্ষের কাছে অনুমতি নিতে হয় ৷ বন্ধ থাকলে অনুমতি নিতে হয় রাজ্যপালের কাছে ৷ রাজ্যপাল সেই অনুমতি দিয়েছেন ৷

তবে ভিন্নমত পোষণ করছেন চিটফান্ড সংক্রান্ত মামলার আইনজীবী অরিন্দম দাস ৷ তাঁর কথায়, চার্জশিট দেওয়ার জন্য অভিযুক্তদের গ্রেফতারের প্রয়োজন নেই ৷ আইনসঙ্গত ভাবে গ্রেফতার করা হয়নি ৷ আরেক আইনজীবী শমীক বাগচিও একই কথা বলছেন ৷ তিনি জানাচ্ছেন, অধ্যক্ষের অনুমোদন প্রয়োজন ৷ কারণ, তাঁরা বিধায়ক হিসেবে শপথ নিয়ে নিয়েছেন৷ আরও অনেক অভিযুক্ত রয়েছেন ৷ তাঁদের গ্রেফতার করা হয়নি ৷

আরও পড়ুন : নারদকাণ্ডে শ্রীঘরে শহরের প্রাক্তন 3 মহানাগরিক

এদিকে কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ এই গ্রেফতারিকে আইনসঙ্গত বলছেন ৷ তবে একই সঙ্গে তিনি গোটা প্রক্রিয়াটিকে প্রতিহিংসামূলকও মনে করছেন ৷ কিন্তু তিনি মনে করছেন যে নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা অভিযুক্তদের বিরুদ্ধে যাবে ৷ কারণ, জামিনের সময় এটা ইস্যু হবে ৷ ধৃতদের বিরুদ্ধে প্রভাবশালী হওয়ার অভিযোগ উঠবে ৷

Last Updated : May 17, 2021, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.