কলকাতা, 22 এপ্রিল : আসানসোল ও বালিগঞ্জের উপ-নির্বাচনে (Asansol-Ballygunge Bye Election 2022) ফল খারাপ হওয়ার পর থেকে বিজেপির অন্দরের কোন্দল (BJPs Inner Conflict) বারবার প্রকাশ্যে চলে আসছে ৷ এবার দলের জাতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra National Secretary) তোপ দাগলেন ৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি আত্ম-অহঙ্কার ছাড়ার বার্তা দিলেন ৷
শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট করেন অনুপম হাজরা ৷ তিনি লেখেন, ‘‘আত্ম-অহঙ্কার ছাড়ো ৷ আত্ম-বিশ্লেষণ করো ! পুরনো মানুষগুলো ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে !’’ শেষে তিনি যোগ করেছেন, ‘‘মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ ৷’’
বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম এখানে বিজেপির নাম উল্লেখ করেননি ৷ কাকে উদ্দেশ্য করে এই পোস্ট সেটাও লেখেননি ৷ শুধু কৌশলে ‘যার জন্য প্রযোজ্য’ শব্দটি তিনটি হ্যাশট্যাগের সঙ্গে লিখে বুঝিয়েছেন ৷
-
#To_Whom_This_May_Concern pic.twitter.com/w3eChYY0iR
— Dr. Anupam Hazra 🇮🇳 (@tweetanupam) April 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#To_Whom_This_May_Concern pic.twitter.com/w3eChYY0iR
— Dr. Anupam Hazra 🇮🇳 (@tweetanupam) April 22, 2022#To_Whom_This_May_Concern pic.twitter.com/w3eChYY0iR
— Dr. Anupam Hazra 🇮🇳 (@tweetanupam) April 22, 2022
রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, অনুপমের প্রতিটি বক্তব্যের সঙ্গে বিজেপির যোগসূত্র রয়েছে ৷ বিজেপির অন্দরেই এখন পুরনো কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠছে ৷ জেলা সভাপতিদের এড়িয়ে রাজ্য নেতৃত্ব মণ্ডল সভাপতি-সহ একাধিক পদে দায়িত্ব দিচ্ছেন বলে অভিযোগ গেরুয়া শিবিরের একাংশের ৷ বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বের পর্যালোচনা করা উচিত বলেও অনেকে মনে করছেন ৷
অনুপমের পোস্টেও সেই বিষয়টিই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ শুধু অনুপম নন, দলের আরও অনেক নেতাও এই পরিস্থিতিতে রাজ্য নেতৃত্বের সমালোচনা করেছেন ৷ ফলে কোন্দল সামলাতে বঙ্গ বিজেপি এখন কোন পথে হাঁটে, এখন সেটাই দেখার !
আরও পড়ুন : BJP Workers Protest : বিজেপির রাজ্য দফতরের বাইরে বিক্ষুব্ধদের বিক্ষোভ