ETV Bharat / city

Tripura-TMC : ত্রিপুরায় বিজেপিকে আড়াআড়ি ভেঙে কি নীরবে শক্তি বাড়াচ্ছে তৃণমূল ? - মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল সূত্রের খবর, এই মুহূর্তে সাতজন বিজেপি বিধায়ক-সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 15 জন বিধায়ক ও প্রাক্তন বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন ৷

is aitc gaining political power at tripura
ত্রিপুরায় বিজেপিকে আড়াআড়ি ভেঙে কি নীরবে শক্তি বাড়াচ্ছে তৃণমূল ?
author img

By

Published : Aug 30, 2021, 9:39 PM IST

কলকাতা, 30 অগস্ট : ত্রিপুরায় (Tripura) বিজেপির অন্দরে এখন ভাঙনের চোরাস্রোত বইছে ৷ এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একটি সূত্র থেকে ৷ ওই সূত্রের দাবি, ত্রিপুরায় এই মুহূর্তে বিজেপির (BJP) অন্দরে আড়াআড়ি ফাটল স্পষ্ট । বিজেপি বিধায়কদের একটা বড় অংশ বিপ্লব দেবকে দলের নেতা হিসাবে মেনে নিতে চাইছেন না । আর সে কারণেই তৃণমূলের সঙ্গে সখ্যতা বাড়ছে বিজেপি বিধায়কদের ।

সম্প্রতি আগরতলার বিধায়ক সুদীপ রায়বর্মন, বরদোয়ালির বিধায়ক আশিস সাহা এবং সুরমার বিধায়ক আশিস দাস এসেছেন কলকাতায় । আরেক বিজেপি বিধায়ক জিতিন সরকার ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখে ঘাসফুল শিবিরের নাম লেখানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ।

আরও পড়ুন : Duare Ration : 12 সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন শুরু, বনগাঁয় ঘোষণা খাদ্যমন্ত্রীর

ডিসি রাঙ্খল, বুর্ব মোহন ত্রিপুরা-সহ প্রাক্তন বিজেপি সভাপতি রণজয় দেবরাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে খবর । তৃণমূল সূত্রের খবর, এই মুহূর্তে সাতজন বিজেপি বিধায়ক-সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 15 জন বিধায়ক ও প্রাক্তন বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন ৷

তবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পষ্টভাবে জানিয়েছেন, এই সরকারকে ভেঙে দেওয়ার পক্ষপাতী তিনি নন । গণদেবতার রায়কে মাথা পেতে নিয়ে এই সরকারকে পূর্ণ সময় কাজ করতে দেওয়ার পক্ষপাতী তৃণমূল । সে ক্ষেত্রে জনগণের রায় মেনে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে চায় তৃণমূল । এই অবস্থায় গত দু'মাসে ত্রিপুরায় যেভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থন প্রতিদিন বাড়ছে, তাতে সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ।

আরও পড়ুন : Tripura TMC : ত্রিপুরাকে ‘আতঙ্কের উপত্যকা’ বলে কটাক্ষ ব্রাত্যর

ত্রিপুরার রাজবাড়ীর সদস্য প্রদ্যুৎ কিশোর মানিক্যের করা টুইট সমীক্ষায় 12 ঘণ্টায় তৃণমূল কংগ্রেস পেয়েছে 54 শতাংশ মানুষের সমর্থন । সিপিএম সেখানে পেয়েছে মাত্র 5 শতাংশের সমর্থন । আর বিজেপি পেয়েছে 41 শতাংশের সমর্থন । তৃণমূলের নেতারা মনে করছেন যে এর থেকে সেখানে ঘাসফুলের জনপ্রিয়তার আঁচ পাওয়া যাচ্ছে ৷

টুইটে তিনি জানতে চেয়ে ছিলেন এবার ত্রিপুরার ভোটে কে জয় পেতে চলেছে ? আসলে নির্বাচনের আগে জল মাপছেন তিনিও । রাজনৈতিক মহল মনে করছে সে কারণেই এই সমীক্ষা । কিন্তু তার ফলাফলে একপ্রকার স্পষ্ট ত্রিপুরার সাধারণ মানুষের কাছে ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে তৃণমূলের ।

আরও পড়ুন : Tanmay Ghosh: গেরুয়া শিবিরে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক

উল্লেখ্য, ত্রিপুরায় বিধানসভার আসন 60 । সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার 31 ৷ 2018-র বিধানসভা নির্বাচন অনুযায়ী বিজেপির আসন সংখ্যা 36 । আর বিজেপির জোট সঙ্গী আইপিএফটির আসন সংখ্যা 8 । বিরোধী দল সিপিএম পেয়েছিল 16টি আসন । আইপিএফটিকে নিয়ে বিজেপি জোট 44 আসন নিয়ে সরকার গড়ে ৷

যে গতিতে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস এগোচ্ছে, তাতে আগামী বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার পেতে অসুবিধা হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল । যদিও মাঝে এখনও অনেকটা সময় বাকি । রাজনীতিতে পট পরিবর্তন স্বাভাবিক ঘটনা । তাই এত কিছুর পরেও শেষ উত্তর পেতে গেলে আরও কিছু সময় অবশ্যই অপেক্ষা করতে হবে ।

আরও পড়ুন : Dilip Ghosh : রাজ্যের গাফিলতিতে জঙ্গিদের আশ্রয়স্থল বাংলা, অভিযোগ দিলীপের

কলকাতা, 30 অগস্ট : ত্রিপুরায় (Tripura) বিজেপির অন্দরে এখন ভাঙনের চোরাস্রোত বইছে ৷ এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একটি সূত্র থেকে ৷ ওই সূত্রের দাবি, ত্রিপুরায় এই মুহূর্তে বিজেপির (BJP) অন্দরে আড়াআড়ি ফাটল স্পষ্ট । বিজেপি বিধায়কদের একটা বড় অংশ বিপ্লব দেবকে দলের নেতা হিসাবে মেনে নিতে চাইছেন না । আর সে কারণেই তৃণমূলের সঙ্গে সখ্যতা বাড়ছে বিজেপি বিধায়কদের ।

সম্প্রতি আগরতলার বিধায়ক সুদীপ রায়বর্মন, বরদোয়ালির বিধায়ক আশিস সাহা এবং সুরমার বিধায়ক আশিস দাস এসেছেন কলকাতায় । আরেক বিজেপি বিধায়ক জিতিন সরকার ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখে ঘাসফুল শিবিরের নাম লেখানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ।

আরও পড়ুন : Duare Ration : 12 সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন শুরু, বনগাঁয় ঘোষণা খাদ্যমন্ত্রীর

ডিসি রাঙ্খল, বুর্ব মোহন ত্রিপুরা-সহ প্রাক্তন বিজেপি সভাপতি রণজয় দেবরাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে খবর । তৃণমূল সূত্রের খবর, এই মুহূর্তে সাতজন বিজেপি বিধায়ক-সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 15 জন বিধায়ক ও প্রাক্তন বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন ৷

তবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পষ্টভাবে জানিয়েছেন, এই সরকারকে ভেঙে দেওয়ার পক্ষপাতী তিনি নন । গণদেবতার রায়কে মাথা পেতে নিয়ে এই সরকারকে পূর্ণ সময় কাজ করতে দেওয়ার পক্ষপাতী তৃণমূল । সে ক্ষেত্রে জনগণের রায় মেনে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে চায় তৃণমূল । এই অবস্থায় গত দু'মাসে ত্রিপুরায় যেভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থন প্রতিদিন বাড়ছে, তাতে সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ।

আরও পড়ুন : Tripura TMC : ত্রিপুরাকে ‘আতঙ্কের উপত্যকা’ বলে কটাক্ষ ব্রাত্যর

ত্রিপুরার রাজবাড়ীর সদস্য প্রদ্যুৎ কিশোর মানিক্যের করা টুইট সমীক্ষায় 12 ঘণ্টায় তৃণমূল কংগ্রেস পেয়েছে 54 শতাংশ মানুষের সমর্থন । সিপিএম সেখানে পেয়েছে মাত্র 5 শতাংশের সমর্থন । আর বিজেপি পেয়েছে 41 শতাংশের সমর্থন । তৃণমূলের নেতারা মনে করছেন যে এর থেকে সেখানে ঘাসফুলের জনপ্রিয়তার আঁচ পাওয়া যাচ্ছে ৷

টুইটে তিনি জানতে চেয়ে ছিলেন এবার ত্রিপুরার ভোটে কে জয় পেতে চলেছে ? আসলে নির্বাচনের আগে জল মাপছেন তিনিও । রাজনৈতিক মহল মনে করছে সে কারণেই এই সমীক্ষা । কিন্তু তার ফলাফলে একপ্রকার স্পষ্ট ত্রিপুরার সাধারণ মানুষের কাছে ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে তৃণমূলের ।

আরও পড়ুন : Tanmay Ghosh: গেরুয়া শিবিরে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক

উল্লেখ্য, ত্রিপুরায় বিধানসভার আসন 60 । সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার 31 ৷ 2018-র বিধানসভা নির্বাচন অনুযায়ী বিজেপির আসন সংখ্যা 36 । আর বিজেপির জোট সঙ্গী আইপিএফটির আসন সংখ্যা 8 । বিরোধী দল সিপিএম পেয়েছিল 16টি আসন । আইপিএফটিকে নিয়ে বিজেপি জোট 44 আসন নিয়ে সরকার গড়ে ৷

যে গতিতে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস এগোচ্ছে, তাতে আগামী বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার পেতে অসুবিধা হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল । যদিও মাঝে এখনও অনেকটা সময় বাকি । রাজনীতিতে পট পরিবর্তন স্বাভাবিক ঘটনা । তাই এত কিছুর পরেও শেষ উত্তর পেতে গেলে আরও কিছু সময় অবশ্যই অপেক্ষা করতে হবে ।

আরও পড়ুন : Dilip Ghosh : রাজ্যের গাফিলতিতে জঙ্গিদের আশ্রয়স্থল বাংলা, অভিযোগ দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.