ETV Bharat / city

করোনায় আক্রান্ত সিনিয়র IPS বিবেক সহায়

author img

By

Published : Oct 16, 2020, 10:19 AM IST

গতমাসেই ডিরেক্টর ডিরেক্টর সিকিউরিটি পদে দায়িত্ব নিয়েছেন 1988 ব্যাচের IPS অফিসার বিবেক সহায় । কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর তাঁকে ভরতি করা হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ।

ছবি
ছবি

কলকাতা, 16 অক্টোবর : আবারও রাজ্য পুলিশের শীর্ষ মহলে কোরোনার থাবা । এবার আক্রান্ত হলেন সিনিয়র IPS অফিসার বিবেক সহায় । তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।



কিছুদিন আগেই বিবেক সহায়কে এ রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি হিসেবে নিয়োগ করা হয়েছে । এর আগে তিনি পথ নিরাপত্তা এবং ট্র্যাফিক বিভাগের ADG ছিলেন । এই IPS অফিসার সামলেছেন বহু গুরুত্বপূর্ণ পদ । সম্প্রতি তাঁর শরীরে কোরোনার লক্ষণ দেখা যায় । জ্বর সহ অন্যান্য লক্ষণ তাঁর রয়েছে বলে খবর । সেই সূত্রে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা হয় । সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে । যেহেতু তাঁর শরীরে নানা উপসর্গ রয়েছে তাই ঝুঁকি না নিয়ে তাঁকে ভরতি করা হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ।



এর আগে শুভংকর সিনহা সরকার, অনুজ শর্মা, মুরলীধর শর্মা সহ বেশ কয়েকজন IPS অফিসার কোরোনায় আক্রান্ত হয়েছেন । সম্প্রতি কোরোনামুক্ত হয়ে কাজে যোগ দিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা। বাকি IPS-রাও প্রত্যেকেই করোনামুক্ত ।

কলকাতা, 16 অক্টোবর : আবারও রাজ্য পুলিশের শীর্ষ মহলে কোরোনার থাবা । এবার আক্রান্ত হলেন সিনিয়র IPS অফিসার বিবেক সহায় । তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।



কিছুদিন আগেই বিবেক সহায়কে এ রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি হিসেবে নিয়োগ করা হয়েছে । এর আগে তিনি পথ নিরাপত্তা এবং ট্র্যাফিক বিভাগের ADG ছিলেন । এই IPS অফিসার সামলেছেন বহু গুরুত্বপূর্ণ পদ । সম্প্রতি তাঁর শরীরে কোরোনার লক্ষণ দেখা যায় । জ্বর সহ অন্যান্য লক্ষণ তাঁর রয়েছে বলে খবর । সেই সূত্রে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা হয় । সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে । যেহেতু তাঁর শরীরে নানা উপসর্গ রয়েছে তাই ঝুঁকি না নিয়ে তাঁকে ভরতি করা হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ।



এর আগে শুভংকর সিনহা সরকার, অনুজ শর্মা, মুরলীধর শর্মা সহ বেশ কয়েকজন IPS অফিসার কোরোনায় আক্রান্ত হয়েছেন । সম্প্রতি কোরোনামুক্ত হয়ে কাজে যোগ দিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা। বাকি IPS-রাও প্রত্যেকেই করোনামুক্ত ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.