ETV Bharat / city

International Yoga Day: যোগ দিবস পালনে বিএসএফ ও লালবাজার - যোগ দিবস অনুষ্ঠান

21 জুন আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠান ৷ সীমান্তরক্ষী বাহিনী ও কলকাতা পুলিশ তরফে পালিত হবে যোগ দিবস অনুষ্ঠান (International Yoga Day to celebrate by BSF and Kolkata Police)৷

International Yoga Day to celebrate by BSF and Kolkata Police
International Yoga Day
author img

By

Published : Jun 20, 2022, 10:34 PM IST

Updated : Jun 21, 2022, 11:38 AM IST

কলকাতা, 20 জুন: অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day) সীমান্তরক্ষী বাহিনীর এবারের থিম নির্ধারণ করা হয়েছে মানবতার জন্য যোগ । স্বাধীনতার অমৃতকালে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণবঙ্গ সীমান্তের দায়িত্বে থাকা সব সীমান্তবর্তী স্থানে জনসংযোগ করা হবে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফ-এর তরফ থেকে ।

জানা গিয়েছে, 21 জুন সীমান্ত সদর দফতরের অধীনে সমস্ত সেক্টর এবং ব্যাটেলিয়ান, এছাড়াও সীমান্ত চৌকি থেকে কর্মীরা তাদের নিজ নিজ জায়গা থেকে এই যোগ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন । দক্ষিণবঙ্গ সীমান্তের সদর দফতরে অনুষ্ঠানের আয়োজন করা হবে ৷ সেখানেই ড্রোনের মাধ্যমে ভিডিওগ্রাফি করা হবে বলে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার তরফ থেকে জানা গিয়েছে । পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে আগামিকাল রেড রোডে যোগ দিবস পালন করা হবে ৷ সকল কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই যোগ দিবসে অংশগ্রহণ করবেন (International Yoga Day to celebrate by BSF and Kolkata Police)৷

আরও পড়ুন : Maoist in Indo-Bangla Border: ভারত-বাংলাদেশ সীমান্তে মাওবাদী সংগঠন, দায়িত্বে শীর্ষনেতা সব্যসাচী গোস্বামী

2014 সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রতি বছর 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় ৷ প্রতি বছর প্রধানমন্ত্রীও যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকেন ৷ বিভিন্ন কেন্দ্রীর প্রতিষ্ঠানের তরফেও দেশ জুড়ে যোগ দিবসের অনুষ্ঠানের আয়াজন করা হয় ৷ মঙ্গলবারও সে রকম এক অনুষ্ঠানের আয়োজন করা হবে সীমান্তরক্ষী বাহিনী ও কলকাতা পুলিশের তরফে ৷

কলকাতা, 20 জুন: অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day) সীমান্তরক্ষী বাহিনীর এবারের থিম নির্ধারণ করা হয়েছে মানবতার জন্য যোগ । স্বাধীনতার অমৃতকালে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণবঙ্গ সীমান্তের দায়িত্বে থাকা সব সীমান্তবর্তী স্থানে জনসংযোগ করা হবে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফ-এর তরফ থেকে ।

জানা গিয়েছে, 21 জুন সীমান্ত সদর দফতরের অধীনে সমস্ত সেক্টর এবং ব্যাটেলিয়ান, এছাড়াও সীমান্ত চৌকি থেকে কর্মীরা তাদের নিজ নিজ জায়গা থেকে এই যোগ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন । দক্ষিণবঙ্গ সীমান্তের সদর দফতরে অনুষ্ঠানের আয়োজন করা হবে ৷ সেখানেই ড্রোনের মাধ্যমে ভিডিওগ্রাফি করা হবে বলে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার তরফ থেকে জানা গিয়েছে । পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে আগামিকাল রেড রোডে যোগ দিবস পালন করা হবে ৷ সকল কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই যোগ দিবসে অংশগ্রহণ করবেন (International Yoga Day to celebrate by BSF and Kolkata Police)৷

আরও পড়ুন : Maoist in Indo-Bangla Border: ভারত-বাংলাদেশ সীমান্তে মাওবাদী সংগঠন, দায়িত্বে শীর্ষনেতা সব্যসাচী গোস্বামী

2014 সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রতি বছর 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় ৷ প্রতি বছর প্রধানমন্ত্রীও যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকেন ৷ বিভিন্ন কেন্দ্রীর প্রতিষ্ঠানের তরফেও দেশ জুড়ে যোগ দিবসের অনুষ্ঠানের আয়াজন করা হয় ৷ মঙ্গলবারও সে রকম এক অনুষ্ঠানের আয়োজন করা হবে সীমান্তরক্ষী বাহিনী ও কলকাতা পুলিশের তরফে ৷

Last Updated : Jun 21, 2022, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.