কলকাতা, 16 নভেম্বর : নারদ মামলায় (Narada case) জামিন বাড়ল তিন রাঘববোয়ালের ৷ কুড়ি হাজার টাকার বন্ডে ফিরহাদ-মদন-শোভনকে অন্তবর্তী জামিন বাড়াল সিটি সিভিল কোর্ট ৷ পরবর্তী শুনানি 28 জানুয়ারি ৷ এই মামলায় অভিযুক্ত ছিলেন সদ্য প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও ৷
নারদ মামলায় এর আগে সিবিআই চার্জশিট পেশ করেছিল ৷ সেই মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন ফিরহাদ-শোভন-মদন-সুব্রত ৷ সেপ্টেম্বর মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আলাদা একটি চার্জশিট পেশ করে নগদ দায়রা আদালতে । সেই মামলায় সেপ্টেম্বর মাসে এই চারজনের বিরুদ্ধে সমন পাঠানো হয়েছিল । মঙ্গলবার নগদ দায়রা আদালতে এসে কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্ড সিবিআইয়ের বিশেষ আদালত 28 জানুয়ারি পর্যন্ত তাদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে ।
বিস্তারিত আসছে...