ETV Bharat / city

কেন্দ্রের সমহারে রাজ্যকে DA দেওয়ার নির্দেশ স্যাটের, মেটাতে হবে বকেয়াও - SAT

সর্বভারতীয় মূল্যসূচকের সঙ্গে সাযুজ্য রেখে DA দেওয়ার নির্দেশ দিল SAT ৷ এক বছরের মধ্যে বকেয়া DA মেটানোর নির্দেশ ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Jul 26, 2019, 2:38 PM IST

Updated : Jul 26, 2019, 10:15 PM IST

কলকাতা, 26 জুলাই : মহার্ঘ ভাতা (DA) নিয়ে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার । কেন্দ্রের সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য সরকারকেও একই হারে DA দিতে হবে বলে জানিয়ে দিল রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (SAT) । আজ এই রায়ের পাশাপাশি স্যাটের আরও নির্দেশ, এক বছরের মধ্যে সমস্ত বকেয়া মেটাতে হবে । বিচারপতি রঞ্জিতকুমার বাগ ও সুবেশ দাসের আরও নির্দেশ, সর্বভারতীয় মূল্য সুচকের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী তিন মাসের মধ্যে মহার্ঘ ভাতার হার কী হবে ঘোষণা করতে হবে । বিচারপতিদ্বয়ের আরও নির্দেশ, অনিয়মিতভাবে DA দেওয়ার জন্য সরকারি কর্মীরা যে কম বেতন পেয়েছেন, তাও মিটিয়ে দিতে হবে ৷

কনজ়িউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী DA দেয় কেন্দ্র । অর্থাৎ কেন্দ্রীয় মূল্য সূচকে বৃদ্ধির হার যা দাঁড়ায়, সেই হারে DA-ও বৃদ্ধি হয় । বছরে দুই বার অর্থাৎ 1 জানুয়ারি এবং 1 জুলাই—দু’বার ঘোষিত হয় DA। বিতর্কটা শুরু এখানেই ৷ বিভিন্ন রাজ্য সরকার কেন্দ্রীয় হারে DA দিলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সেই হারে তা পেতেন না ৷ এই অভিযোগের প্রেক্ষিতেই আজ তাদের নির্দেশ দিল স্যাট ৷ বিচারপতি বাগ এবং বিচারপতি দাসের ডিভিশন বেঞ্চের বিচারাধীন ছিল 2017 সালের সরকারি কর্মচারীদের এই মামলা । বেঞ্চ জানায়, ষষ্ঠ পে কমিশন অথবা বকেয়া DA-আগামী এক বছরের মধ্যে যেটি আগে হবে, তা সরকারি কর্মচারীদের তা দিতে হবে ।

কী বলছেন আইনজীবী

আর একটি বিষয় এ দিনের রায়ে স্পষ্ট ৷ পশ্চিমবঙ্গ সরকারের যে সব কর্মীরা দিল্লি এবং চেন্নাইতে কাজ করেন, তাঁদের ক্ষেত্রে কিন্তু এত দিন কেন্দ্রীয় হারেই DA দিত রাজ্য সরকার । এই বন্দোবস্তকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়েছে স্যাট । পাশাপাশি আরও জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মরত কর্মচারীদের DA বিভিন্ন হারে দেওয়া, এটা সংবিধানের 14 নম্বর ধারার বিরোধী । একই রাজ্য সরকারের কর্মী, কিন্তু DA পাবেন ভিন্ন হারে, এটা হতে পারে না— মন্তব্য স্যাটের । রাজ্য সরকারের সব কর্মীই সমহারে DA পাবেন বলে জানানো হয়েছে । দিল্লি এবং চেন্নাইতে যাঁরা কর্মরত, তাঁদের জন্য রাজ্যকে ইনসেনটিভ দেওয়ার উপদেশ দিয়েছে স্যাট । স্বাভাবিকভাবেই স্যাটের রায়ের ফলে সরকারি কর্মীরা ৷

কলকাতা, 26 জুলাই : মহার্ঘ ভাতা (DA) নিয়ে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার । কেন্দ্রের সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য সরকারকেও একই হারে DA দিতে হবে বলে জানিয়ে দিল রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (SAT) । আজ এই রায়ের পাশাপাশি স্যাটের আরও নির্দেশ, এক বছরের মধ্যে সমস্ত বকেয়া মেটাতে হবে । বিচারপতি রঞ্জিতকুমার বাগ ও সুবেশ দাসের আরও নির্দেশ, সর্বভারতীয় মূল্য সুচকের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী তিন মাসের মধ্যে মহার্ঘ ভাতার হার কী হবে ঘোষণা করতে হবে । বিচারপতিদ্বয়ের আরও নির্দেশ, অনিয়মিতভাবে DA দেওয়ার জন্য সরকারি কর্মীরা যে কম বেতন পেয়েছেন, তাও মিটিয়ে দিতে হবে ৷

কনজ়িউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী DA দেয় কেন্দ্র । অর্থাৎ কেন্দ্রীয় মূল্য সূচকে বৃদ্ধির হার যা দাঁড়ায়, সেই হারে DA-ও বৃদ্ধি হয় । বছরে দুই বার অর্থাৎ 1 জানুয়ারি এবং 1 জুলাই—দু’বার ঘোষিত হয় DA। বিতর্কটা শুরু এখানেই ৷ বিভিন্ন রাজ্য সরকার কেন্দ্রীয় হারে DA দিলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সেই হারে তা পেতেন না ৷ এই অভিযোগের প্রেক্ষিতেই আজ তাদের নির্দেশ দিল স্যাট ৷ বিচারপতি বাগ এবং বিচারপতি দাসের ডিভিশন বেঞ্চের বিচারাধীন ছিল 2017 সালের সরকারি কর্মচারীদের এই মামলা । বেঞ্চ জানায়, ষষ্ঠ পে কমিশন অথবা বকেয়া DA-আগামী এক বছরের মধ্যে যেটি আগে হবে, তা সরকারি কর্মচারীদের তা দিতে হবে ।

কী বলছেন আইনজীবী

আর একটি বিষয় এ দিনের রায়ে স্পষ্ট ৷ পশ্চিমবঙ্গ সরকারের যে সব কর্মীরা দিল্লি এবং চেন্নাইতে কাজ করেন, তাঁদের ক্ষেত্রে কিন্তু এত দিন কেন্দ্রীয় হারেই DA দিত রাজ্য সরকার । এই বন্দোবস্তকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়েছে স্যাট । পাশাপাশি আরও জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মরত কর্মচারীদের DA বিভিন্ন হারে দেওয়া, এটা সংবিধানের 14 নম্বর ধারার বিরোধী । একই রাজ্য সরকারের কর্মী, কিন্তু DA পাবেন ভিন্ন হারে, এটা হতে পারে না— মন্তব্য স্যাটের । রাজ্য সরকারের সব কর্মীই সমহারে DA পাবেন বলে জানানো হয়েছে । দিল্লি এবং চেন্নাইতে যাঁরা কর্মরত, তাঁদের জন্য রাজ্যকে ইনসেনটিভ দেওয়ার উপদেশ দিয়েছে স্যাট । স্বাভাবিকভাবেই স্যাটের রায়ের ফলে সরকারি কর্মীরা ৷

Intro:তিন বন্ধুর রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের Body:
মানস নস্কর---

বর্ধমানের তিন বন্ধুর রহস্যমৃত্যুর ঘটনায় সিবিয়াই তদন্তের নির্দেশ হাইকোর্টের

কলকাতা ১১জুলাই ঃ
বর্ধমানের তিন বন্ধুর রহস্যমৃত্যুর ঘটনায় হাইকোর্ট এর আগে দুজনের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল । আজ বাকি আর এক বন্ধু কৌশিক রায়ের মৃত্যুর তদন্ত করার নির্দেশ দিল সিবিয়াইকে।এর আগে রমেন সামন্ত ও আশিস ভগত খুনের ঘটনায় সিবিয়াই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

তাঁর মৃত্যুতেও কেন তদন্তভার সিবিআইকে দেওয়া হবে না সেই প্রশ্ন তোলেন কৌশিক রায়ের আইনজীবী ভাস্কর প্রসাদ ব্যানার্জি। বিচারপতি রাজশেখর মান্থা ও স্বীকার করেন কৌশিকের মৃত্যুর তদন্তেও বর্ধমান জেলা পুলিশ ও পরবর্তীতে সিআইডি-র গাফিলতির বিভিন্ন দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে। আদালত এই মৃত্যুকে সন্দেহজনক বলেই উল্লেখ করে। বিবিএ-র ছাত্র কৌশিক। বন্ধুর সঙ্গে বাইকে বেরিয়েছিলেন। গাংপুরের কাছে বাইক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় বলে পুলিশ দাবি করলেও বাইকের অন্য সওয়ারির কোনও আঘাতই লাগেনি।পাশাপাশি হাসপাতাল থেকে রহস্যজনক ভাবে উধাও হয়ে যায় চিকিৎসার জরুরি নথিপত্র।

গত ১৫ই মার্চ কৌশিক রায়েরই এক বন্ধু রমেন সামন্তের রহস্য জনক মৃত্যু ও ময়নাতদন্তের ভিডিও গ্রাফি পুলিশ হেফাজত থেকে হারিয়ে যাওয়ায় নতুন করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। ন্যূনতম সিবিআই র SP পদমর্যাদার অফিসারকে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।


আইনজীবী সুত্রেই জানাগেছিল , ২০০৯ সালে ২৬ সেপ্টেম্বর একই দিনে বর্ধমানের আশিস ভগত(২৬) ও কৌশিক রায়(১৮) নামে দুটি ছেলের আলাদা আলাদা গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়।এই দুই বন্ধুর মৃত্যুর তদন্ত চলাকালীনই হটাৎ করে মৃত্যু হয় রমেন সামন্তর।আশিস ভগত, কৌশিক রায় ও রমেন সামন্ত ছিল তিন বন্ধু। এবং রমেনের মায়ের বক্তব্য অনুয়ায়ী সে নাকি তার দুই বন্ধুর মৃত্যুর ব্যাপারে অনেক কিছু জানতো। সেই কারনেই পরিকল্পিত ভাবে রমেন সামন্তকে খুন করা হয়।Conclusion:
Last Updated : Jul 26, 2019, 10:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.