ETV Bharat / city

স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে ফের শান্তিপূর্ণ বিক্ষোভ অভিভাবকদের

প্রতিটি ক্লাসের জন্য 23 শতাংশ করে ফি বাড়িয়েছে কলকাতার একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ । এই বিপুল পরিমাণ ফি বৃদ্ধি মানতে নারাজ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা । ফি বৃদ্ধির প্রতিবাদে ওই স্কুলের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান তাঁরা ।

South point school
সাউথ পয়েন্ট স্কুল
author img

By

Published : Feb 7, 2020, 11:31 PM IST

কলকাতা, ৭ ফেব্রুয়ারি : আজ ফের ফি বৃদ্ধির প্রতিবাদে শহরের এক বেসরকারি স্কুলের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । তাঁদের দাবি, সব ক্লাসের যে 23 শতাংশ ফি বৃদ্ধি হয়েছে তা কোনও অভিভাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয় । নিজেদের দাবি নিয়ে আজ প্রিন্সিপালের সঙ্গে বৈঠকও করেন তাঁরা । সেখানে এই ফি বৃদ্ধি একসঙ্গে না করে বছরে বছরে কিছু শতাংশ করে বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয় অভিভাবক ফোরামের তরফে । প্রিন্সিপাল বিষয়টি দেখার আশ্বাস দিলে আজকের মতো কর্মসূচি শেষ করেন তাঁরা ।

হঠাৎ করে সব ক্লাসের ফি 23 শতাংশ করে বাড়িয়ে দিয়েছে কলকাতার একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ । এই বিপুল পরিমাণ ফি বৃদ্ধি মানতে নারাজ ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা । তাই গত শুক্রবার তাঁরা স্কুলের সামনে জমায়েত করে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান । ওইদিন প্রিন্সিপাল স্কুলের ডিসিশন মেকারদের সঙ্গে দ্রুত বৈঠকের ব্যবস্থা করার আশ্বাস দিলে ওইদিনের মতো কর্মসূচি প্রত্যাহার করেন তাঁরা । কিন্তু, অভিভাবকদের দেওয়া এক সপ্তাহ সময়ের মধ্যে বৈঠক না হওয়ায় আজ ফের তাঁরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন । দুপুর 1টা নাগাদ শান্তিপূর্ণ মিছিল করে স্কুলের সামনে জমায়েত করেন জুনিয়র ও সিনিয়র সেকশনের অভিভাবকরা । তাঁরা জমায়েত করার কিছুখনের মধ্যে দুপুর দেড়টা নাগাদ তাঁদের দেখা করার জন্য ডাকেন স্কুলের প্রিন্সিপাল। বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল ও ফাইন্যান্স ডিপার্টমেন্টের আধিকারিকরাও ।

প্রায় দু'ঘণ্টা ধরে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক চলে অভিভাবকদের । বৈঠকে হওয়া আলোচনা নিয়ে ওই স্কুলের প্যারেন্টস ফোরামের তরফ থেকে এক অভিভাবিকা বলেন, "আমাদের প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক হয়েছে । সেই বৈঠকে আমরা প্যারেন্টস ফোরাম থেকে প্রায় 12 জন মতো অভিভাবক গেছিলাম । জুনিয়র ও হাইস্কুলের অভিভাবকরাও ছিলেন । ওই বৈঠকে আমরা যেটা বুঝলাম, ওনারা কিছু করতে পারবেন না, এই ফি বৃদ্ধি থেকে সরে আসতে পারবেন না । তাই আমরা অভিভাবকরা একটা পরামর্শ দিয়েছি । আমরা বলেছি, আপনারা বছরে 10 শতাংশ করে ফি বাড়ান যেটা আমরা মেনে নিচ্ছি । তাহলে আপনারা এই 23 শতাংশটা যে অতিরিক্ত বৃদ্ধি করছেন সেটা ইন্সটলমেন্টে নিন । 6-7 শতাংশ এই বছরে নিন এবং বাকিটা আপনারা পরের বছরগুলোতে নিন । তাহলে আপনারা আপনাদের দিকটা ধরে রাখতে পারবেন ও আমাদের উপরেও চাপ আসবে না । এই প্রস্তাবে উনি রাজি হননি, মত দেননি, নাও করেননি । উনি স্পষ্টভাবে বলেছেন যদি এটা সম্ভব হয় তাহলে আমাদের নোটিশের মাধ্যমে জানানো হবে । সেটা কতদিনের মধ্যে আসবে সেটা জানানো হয়নি ।"

স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পর দুপুর সাড়ে তিনটে নাগাদ প্যারেন্টস ফোরামের তরফ থেকে বৈঠকে উপস্থিত অভিভাবকরা অন্য অভিভাবকদের আলোচনা সম্পর্কে জানান । সেখানেই তাঁরা সিদ্ধান্ত নেন, তাঁরা আরও এক সপ্তাহ দেখবেন কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয় কি না । কোনও পদক্ষেপ না নিলে তাঁরা পরিস্থিতি বিবেচনা করে তাঁদের আগামী পদক্ষেপ ঠিক করবেন । তবে কোনও অবস্থাতেই একসঙ্গে এই 23 শতাংশ ফি বৃদ্ধি মেনে নেবেন না বলে স্পষ্ট জানাচ্ছেন তাঁরা । তবে আপাতত বিক্ষোভ তুলেছেন তাঁরা ৷

কলকাতা, ৭ ফেব্রুয়ারি : আজ ফের ফি বৃদ্ধির প্রতিবাদে শহরের এক বেসরকারি স্কুলের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । তাঁদের দাবি, সব ক্লাসের যে 23 শতাংশ ফি বৃদ্ধি হয়েছে তা কোনও অভিভাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয় । নিজেদের দাবি নিয়ে আজ প্রিন্সিপালের সঙ্গে বৈঠকও করেন তাঁরা । সেখানে এই ফি বৃদ্ধি একসঙ্গে না করে বছরে বছরে কিছু শতাংশ করে বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয় অভিভাবক ফোরামের তরফে । প্রিন্সিপাল বিষয়টি দেখার আশ্বাস দিলে আজকের মতো কর্মসূচি শেষ করেন তাঁরা ।

হঠাৎ করে সব ক্লাসের ফি 23 শতাংশ করে বাড়িয়ে দিয়েছে কলকাতার একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ । এই বিপুল পরিমাণ ফি বৃদ্ধি মানতে নারাজ ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা । তাই গত শুক্রবার তাঁরা স্কুলের সামনে জমায়েত করে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান । ওইদিন প্রিন্সিপাল স্কুলের ডিসিশন মেকারদের সঙ্গে দ্রুত বৈঠকের ব্যবস্থা করার আশ্বাস দিলে ওইদিনের মতো কর্মসূচি প্রত্যাহার করেন তাঁরা । কিন্তু, অভিভাবকদের দেওয়া এক সপ্তাহ সময়ের মধ্যে বৈঠক না হওয়ায় আজ ফের তাঁরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন । দুপুর 1টা নাগাদ শান্তিপূর্ণ মিছিল করে স্কুলের সামনে জমায়েত করেন জুনিয়র ও সিনিয়র সেকশনের অভিভাবকরা । তাঁরা জমায়েত করার কিছুখনের মধ্যে দুপুর দেড়টা নাগাদ তাঁদের দেখা করার জন্য ডাকেন স্কুলের প্রিন্সিপাল। বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল ও ফাইন্যান্স ডিপার্টমেন্টের আধিকারিকরাও ।

প্রায় দু'ঘণ্টা ধরে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক চলে অভিভাবকদের । বৈঠকে হওয়া আলোচনা নিয়ে ওই স্কুলের প্যারেন্টস ফোরামের তরফ থেকে এক অভিভাবিকা বলেন, "আমাদের প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক হয়েছে । সেই বৈঠকে আমরা প্যারেন্টস ফোরাম থেকে প্রায় 12 জন মতো অভিভাবক গেছিলাম । জুনিয়র ও হাইস্কুলের অভিভাবকরাও ছিলেন । ওই বৈঠকে আমরা যেটা বুঝলাম, ওনারা কিছু করতে পারবেন না, এই ফি বৃদ্ধি থেকে সরে আসতে পারবেন না । তাই আমরা অভিভাবকরা একটা পরামর্শ দিয়েছি । আমরা বলেছি, আপনারা বছরে 10 শতাংশ করে ফি বাড়ান যেটা আমরা মেনে নিচ্ছি । তাহলে আপনারা এই 23 শতাংশটা যে অতিরিক্ত বৃদ্ধি করছেন সেটা ইন্সটলমেন্টে নিন । 6-7 শতাংশ এই বছরে নিন এবং বাকিটা আপনারা পরের বছরগুলোতে নিন । তাহলে আপনারা আপনাদের দিকটা ধরে রাখতে পারবেন ও আমাদের উপরেও চাপ আসবে না । এই প্রস্তাবে উনি রাজি হননি, মত দেননি, নাও করেননি । উনি স্পষ্টভাবে বলেছেন যদি এটা সম্ভব হয় তাহলে আমাদের নোটিশের মাধ্যমে জানানো হবে । সেটা কতদিনের মধ্যে আসবে সেটা জানানো হয়নি ।"

স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পর দুপুর সাড়ে তিনটে নাগাদ প্যারেন্টস ফোরামের তরফ থেকে বৈঠকে উপস্থিত অভিভাবকরা অন্য অভিভাবকদের আলোচনা সম্পর্কে জানান । সেখানেই তাঁরা সিদ্ধান্ত নেন, তাঁরা আরও এক সপ্তাহ দেখবেন কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয় কি না । কোনও পদক্ষেপ না নিলে তাঁরা পরিস্থিতি বিবেচনা করে তাঁদের আগামী পদক্ষেপ ঠিক করবেন । তবে কোনও অবস্থাতেই একসঙ্গে এই 23 শতাংশ ফি বৃদ্ধি মেনে নেবেন না বলে স্পষ্ট জানাচ্ছেন তাঁরা । তবে আপাতত বিক্ষোভ তুলেছেন তাঁরা ৷

Intro:কলকাতা, ৭ ফেব্রুয়ারি: ফি বৃদ্ধির প্রতিবাদে আজ আবার সাউথ পয়েন্ট স্কুলের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তাঁদের স্পষ্ট দাবি, সব ক্লাসের যে ২৩ শতাংশ ফি বৃদ্ধি হয়েছে তা কোনো অভিভাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয়। নিজেদের দাবি নিয়ে এদিন প্রিন্সিপালের সঙ্গে বৈঠকও করেন তাঁরা। সেখানে এই ফি বৃদ্ধি একসঙ্গে না করে বছরে বছরে কিছু শতাংশ করে বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয় অভিভাবক ফোরামের তরফ থেকে। প্রিন্সিপাল বিষয়টি দেখার আশ্বাস দিলে আজকের মতো কর্মসূচি শেষ করেন তাঁরা।Body:হঠাৎ করে স্কুল সব ক্লাসের স্কুলের ফি ২৩ শতাংশ করে বাড়িয়ে দিয়েছে সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ। এই বিপুল পরিমাণ ফি বৃদ্ধি মানতে নারাজ ছিলেন সাউথ পয়েন্ট স্কুলের অভিভাবকরা। তাই গত শুক্রবার তাঁরা স্কুলের সামনে জমায়েত করে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান। ওইদিন প্রিন্সিপাল স্কুলের ডিসিশন মেকারদের সঙ্গে দ্রুত বৈঠকের ব্যবস্থা করার আশ্বাস দিলে ওইদিনের মতো কর্মসূচি প্রত্যাহার করেন তাঁরা। কিন্তু, অভিভাবকদের দেওয়া ১ সপ্তাহ সময়ের মধ্যে এই বৈঠকের ব্যবস্থা না করায় আজ আবার তাঁরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন। আজ দুপুর 1টা নাগাদ থেকে শান্তিপূর্ণ মিছিল করে স্কুলের সামনে জমায়েত করেন জুনিয়র ও সিনিয়র সেকশনের অভিভাবকরা। তাঁরা জমায়েত করার আধ ঘন্টার মধ্যে দুপুর দেড়টা নাগাদ তাঁদের দেখা করার জন্য ডাকেন সাউথ পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল। বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল ও ফাইন্যান্স ডিপার্টমেন্টের আধিকারিকরাও।

আজ প্রায় দু'ঘন্টা ধরে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক চলে অভিভাবকদের। বৈঠকে হওয়া আলোচনা নিয়ে সাউথ পয়েন্ট প্যারেন্টস ফোরামের তরফ থেকে এক অভিভাবিকা বলেন, "আমাদের প্রায় ২ ঘন্টা ধরে বৈঠক হয়। সেই বৈঠকে আমরা প্যারেন্টস ফোরাম থেকে প্রায় ১২ জন মতো অভিভাবক গেছিলাম। জুনিয়র ও হাইস্কুলের অভিভাবকরা ছিলেন। ওই বৈঠকে আমরা যেটা বুঝলাম, ওনারা কিছু করতে পারবেন না, এই ফি বৃদ্ধি থেকে সরে আসতে পারবেন না। তাই আমরা অভিভাবকরা একটা পরামর্শ দিয়েছি। আমরা বলেছি, আপনারা বছরে ১০ শতাংশ করে ফি বাড়ান যেটা আমরা মেনে নিচ্ছি। তাহলে আপনারা এই ২৩ শতাংশটা যে অতিরিক্ত বৃদ্ধি করছেন সেটা ইন্সটলমেন্টে নিন। ৬-৭ শতাংশ এই বছরে নিন এবং বাকি শতাংশটা আপনারা পরের বছরগুলোতে নিন। তাহলে আপনারা আপনাদের দিকটা ধরে রাখতে পারবেন ও আমাদের উপরেও চাপ আসবে না। এই প্রস্তাবে উনি রাজি হননি, মত দেননি, নাও করেননি। উনি স্পষ্টভাবে বলেছেন যদি এটা সম্ভব হয় তাহলে আমাদের নোটিশের মাধ্যমে জানানো হবে। সেটা কতদিনের মধ্যে আসবে সেটা জানানো হয়নি।"

স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পর দুপুর সাড়ে তিনটে নাগাদ প্যারেন্টস ফোরামের তরফ থেকে বৈঠকে উপস্থিত অভিভাবকরা অন্যান্য অভিভাবকদের আলোচনা সম্পর্কে জানান। সেখানেই তাঁরা সিদ্ধান্ত নেন, তাঁরা আরও এক সপ্তাহ দেখবেন কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেন কিনা। কোনও পদক্ষেপ না নিলে তাঁরা পরিস্থিতি বিবেচনা করে তাঁদের আগামী পদক্ষেপ ঠিক করবেন। তবে কোনও অবস্থাতেই তাঁরা একসঙ্গে এই ২৩ শতাংশ ফি বৃদ্ধি মেনে নেবেন না বলে স্পষ্ট জানাচ্ছেন। এদিন বিকেলে চারটের পর্যন্ত নিজেদের মধ্যে আলোচনা করে আজকের মতো চলে যান অভিভাবকরা।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.