ETV Bharat / city

ভারত-বাংলাদেশ সীমান্ত বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার 3 - আগ্নেয়াস্ত্র উদ্ধার

চলতি মাসেই পশ্চিমবঙ্গ ও কেরালা থেকে আল-কায়দা জঙ্গি সন্দেহে 10 জনকে গ্রেপ্তার করে NIA । তার সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে গোরু পাচারের অভিযোগে BSF কর্তাদের নাম জড়ানো নিয়েও BSF-র ভাবমূর্তিতে ধাক্কা খেয়েছে । ফলে সীমান্তে আরও তৎপর হয়েছে BSF । সেই তৎপরতার ফলেই সোমবার রাতে মিজ়োরামে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র ।

indo-bangladesh border
indo-bangladesh border
author img

By

Published : Sep 30, 2020, 11:30 AM IST

কলকাতা ও আইজ়ল, 30 সেপ্টেম্বর : রীতিমত সামরিক প্রস্তুতি । বাংলাদেশ থেকে ভারতে আসছিল একে সিরিজ়ের রাইফেল, ইন্সাস, কারবাইন এবং হাজার হাজার গুলি । কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তা ধরা পড়ে গেল সীমান্তরক্ষী বাহিনীর হাতে । সাম্প্রতিককালে অস্ত্র উদ্ধারের এটাই সব থেকে বড় ঘটনা । অস্ত্র পাচার করতে গিয়ে BSF-র হাতে ধরা পড়েছে 3 জন । তারা শুধুমাত্র পাচারকারী নাকি কোনও জঙ্গি সংগঠমের সদস্য তা খতিয়ে দেখা হচ্ছে ।

সীমান্তরক্ষী বাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা সূত্রে জানা গেছে, মিজ়োরামের মামিত জেলায় সম্প্রতি দেশদ্রোহী কার্যকলাপ চলছে বলে খবর ছিল । সম্প্রতি মুর্শিদাবাদ ও কেরালা থেকে আল-কায়দা জঙ্গি সন্দেহে 10 জনকে গ্রেপ্তারের পর সতর্ক করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনীকে ‌। তার উপর সীমান্ত অপরাধ শূন্য নামিয়ে আনার চেষ্টা চলছে । সেই সূত্রে ভারত-বাংলাদেশ সীমান্তে চালানো হচ্ছে ব্যাপক নজরদারি । সোমবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে পশ্চিম ফাইলেং এলাকায় BSF-র 90 নম্বর ব্যাটেলিয়নের DIG কুলদীপ সিং এবং ক্যাপ্টেন এস কে পিল্লাইয়ের নেতৃত্বে চালানো হয় অভিযান । সেই সময় দুটি পিক আপ জিপ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল । সেগুলিকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী । গাড়ি দুটিতে তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে গোপন কুঠুরি । তাতে পাওয়া যায় 28টি AK-47 রাইফেল, একটি ইন্সাস, একটি 5.56 বোরের AK-74 রাইফেল, একটি কারবাইন, 7800 রাউন্ড কার্তুজ । পাশাপাশি উদ্ধার হয়েছে 30 টি ম্যাগাজ়িন এবং 39 হাজার টাকা ।

ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । তারা আইজ়লের বাঙ্কাওনের বাসিন্দা লালহুয়াপজাউভা, ভানলালরুয়াতা এবং লিয়ানসাঙ্গা । এই তিনজন অস্ত্র সমগ্রী জঙ্গী সংগঠনের হাতে তুলে দিত বলে মনে করছেন তদন্তকারীরা । ধৃতদের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কি না তা জানার জন্য চলছে জিজ্ঞাসাবাদ ।

কলকাতা ও আইজ়ল, 30 সেপ্টেম্বর : রীতিমত সামরিক প্রস্তুতি । বাংলাদেশ থেকে ভারতে আসছিল একে সিরিজ়ের রাইফেল, ইন্সাস, কারবাইন এবং হাজার হাজার গুলি । কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তা ধরা পড়ে গেল সীমান্তরক্ষী বাহিনীর হাতে । সাম্প্রতিককালে অস্ত্র উদ্ধারের এটাই সব থেকে বড় ঘটনা । অস্ত্র পাচার করতে গিয়ে BSF-র হাতে ধরা পড়েছে 3 জন । তারা শুধুমাত্র পাচারকারী নাকি কোনও জঙ্গি সংগঠমের সদস্য তা খতিয়ে দেখা হচ্ছে ।

সীমান্তরক্ষী বাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা সূত্রে জানা গেছে, মিজ়োরামের মামিত জেলায় সম্প্রতি দেশদ্রোহী কার্যকলাপ চলছে বলে খবর ছিল । সম্প্রতি মুর্শিদাবাদ ও কেরালা থেকে আল-কায়দা জঙ্গি সন্দেহে 10 জনকে গ্রেপ্তারের পর সতর্ক করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনীকে ‌। তার উপর সীমান্ত অপরাধ শূন্য নামিয়ে আনার চেষ্টা চলছে । সেই সূত্রে ভারত-বাংলাদেশ সীমান্তে চালানো হচ্ছে ব্যাপক নজরদারি । সোমবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে পশ্চিম ফাইলেং এলাকায় BSF-র 90 নম্বর ব্যাটেলিয়নের DIG কুলদীপ সিং এবং ক্যাপ্টেন এস কে পিল্লাইয়ের নেতৃত্বে চালানো হয় অভিযান । সেই সময় দুটি পিক আপ জিপ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল । সেগুলিকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী । গাড়ি দুটিতে তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে গোপন কুঠুরি । তাতে পাওয়া যায় 28টি AK-47 রাইফেল, একটি ইন্সাস, একটি 5.56 বোরের AK-74 রাইফেল, একটি কারবাইন, 7800 রাউন্ড কার্তুজ । পাশাপাশি উদ্ধার হয়েছে 30 টি ম্যাগাজ়িন এবং 39 হাজার টাকা ।

ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । তারা আইজ়লের বাঙ্কাওনের বাসিন্দা লালহুয়াপজাউভা, ভানলালরুয়াতা এবং লিয়ানসাঙ্গা । এই তিনজন অস্ত্র সমগ্রী জঙ্গী সংগঠনের হাতে তুলে দিত বলে মনে করছেন তদন্তকারীরা । ধৃতদের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কি না তা জানার জন্য চলছে জিজ্ঞাসাবাদ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.