ETV Bharat / city

ভারতীয় নৌবাহিনীতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে নিয়োগ - চারকি

ভারতীয় নৌবাহিনীতে B.Tech পরিয়ে কর্মী নিয়োগ করা হবে । শূন্যপদ রয়েছে 34টি ।

চাকরির খবর
চাকরির খবর
author img

By

Published : Sep 30, 2020, 7:01 AM IST

ভারতীয় নৌবাহিনীতে চার বছরের 10+2 (B.Tech) ক্যাডেট এন্ট্রি স্কিমে (জানুয়ারি 2021) ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে ৷ নিচের যোগ্যতার অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন ৷ JEE (মেইন) 2020 (BE/B.Tech) অল ইন্ডিয়া র‍্যাঙ্কের ভিত্তিতে তৈরি মেধাতালিকার মাধ্যমে সার্ভিসেস সিলেকশন বোর্ডের ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন ৷ বাছাই প্রার্থীদের চার বছরের B.Tech কোর্স পড়িয়ে নেওয়া হবে (অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- এগজ়িকিউটিভ ব্র্যাঞ্চ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ইঞ্জিনিয়ারিং ব্র্যাঞ্চ (ন্যাভাল আর্কিটেকচার স্পেশ্যালাইজ়েশন) অথবা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- ইলেক্ট্রিকাল ব্র্যাঞ্চে)৷ B.Tech ডিগ্রি দেবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ৷

শূন্যপদ: 34 (এডুকেশন ব্র্যাঞ্চ 5, এগজ়িকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্র্যাঞ্চ 29)

শিক্ষাগত যোগ্যতা : ভারতের কাউন্সিল অফ বোর্ডস অফ স্কুল এডুকেশন (COBSE) স্বীকৃত কোনো বোর্ড থেকে সিনিয়র সেকেন্ডারি পাশ ৷ পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্কে 70 শতাংশ করে নম্বর থাকতে হবে ৷ দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে অন্তত 50 শতাংশ নম্বর থাকতে হবে৷ সঙ্গে JEE (মেইন) 2020 বৈধ স্কোর থাকতে হবে৷

বয়সসীমা : আবেদনকারীর জন্মতারিখ হতে হবে 2 জুলাই 2001 থেকে 1 জানুয়ারি 2004 তারিখের মধ্যে৷

শারীরিক মাপজোক : উচ্চতা, ওজন, দৃষ্টিশক্তি ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানা যাবে www.joinindiannavy.gov.in ওয়েবসাইট থেকে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: JEE (মেইন) অল ইন্ডিয়া তালিকায় মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে ৷ নভেম্বর 2020 থেকে জানুয়ারি 2021-এ ইন্টারভিউ হবে কলকাতা, বিশাখাপত্তনম, বেঙ্গালুরু ও ভোপালে ৷ আবেদনের সময় দেওয়া ইমেল আইডিতে অথবা ফোন নম্বরে ইন্টারভিউ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে ৷

আবেদনের পদ্ধতি : www.joinindiannany.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে ৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে ৷ অনলাইন আবেদন করা যাবে 6 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত ৷ বিস্তারিত তথ্য জানা যাবে নৌসেনার ওয়েবসাইটে ৷

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন জমা দেওয়া শুরু হবে : 06/10/2020

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : 20/10/2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ভারতীয় নৌবাহিনীতে চার বছরের 10+2 (B.Tech) ক্যাডেট এন্ট্রি স্কিমে (জানুয়ারি 2021) ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে ৷ নিচের যোগ্যতার অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন ৷ JEE (মেইন) 2020 (BE/B.Tech) অল ইন্ডিয়া র‍্যাঙ্কের ভিত্তিতে তৈরি মেধাতালিকার মাধ্যমে সার্ভিসেস সিলেকশন বোর্ডের ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন ৷ বাছাই প্রার্থীদের চার বছরের B.Tech কোর্স পড়িয়ে নেওয়া হবে (অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- এগজ়িকিউটিভ ব্র্যাঞ্চ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ইঞ্জিনিয়ারিং ব্র্যাঞ্চ (ন্যাভাল আর্কিটেকচার স্পেশ্যালাইজ়েশন) অথবা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- ইলেক্ট্রিকাল ব্র্যাঞ্চে)৷ B.Tech ডিগ্রি দেবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ৷

শূন্যপদ: 34 (এডুকেশন ব্র্যাঞ্চ 5, এগজ়িকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্র্যাঞ্চ 29)

শিক্ষাগত যোগ্যতা : ভারতের কাউন্সিল অফ বোর্ডস অফ স্কুল এডুকেশন (COBSE) স্বীকৃত কোনো বোর্ড থেকে সিনিয়র সেকেন্ডারি পাশ ৷ পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্কে 70 শতাংশ করে নম্বর থাকতে হবে ৷ দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে অন্তত 50 শতাংশ নম্বর থাকতে হবে৷ সঙ্গে JEE (মেইন) 2020 বৈধ স্কোর থাকতে হবে৷

বয়সসীমা : আবেদনকারীর জন্মতারিখ হতে হবে 2 জুলাই 2001 থেকে 1 জানুয়ারি 2004 তারিখের মধ্যে৷

শারীরিক মাপজোক : উচ্চতা, ওজন, দৃষ্টিশক্তি ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানা যাবে www.joinindiannavy.gov.in ওয়েবসাইট থেকে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: JEE (মেইন) অল ইন্ডিয়া তালিকায় মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে ৷ নভেম্বর 2020 থেকে জানুয়ারি 2021-এ ইন্টারভিউ হবে কলকাতা, বিশাখাপত্তনম, বেঙ্গালুরু ও ভোপালে ৷ আবেদনের সময় দেওয়া ইমেল আইডিতে অথবা ফোন নম্বরে ইন্টারভিউ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে ৷

আবেদনের পদ্ধতি : www.joinindiannany.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে ৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে ৷ অনলাইন আবেদন করা যাবে 6 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত ৷ বিস্তারিত তথ্য জানা যাবে নৌসেনার ওয়েবসাইটে ৷

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন জমা দেওয়া শুরু হবে : 06/10/2020

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : 20/10/2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.