ETV Bharat / city

কলকাতার পানশালায় গায়িকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেপ্তার 3 - কলকাতায় পানশালায় সিঙ্গারকে অশালীন অঙ্গভঙ্গি

পানশালায় গায়িকার সঙ্গে অশালীন আচরণ ও কটূক্তি ৷ ঘটনায় প্রগতি ময়দান থানার পুলিশ 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ৷

গ্রেপ্তার 3 দুষ্কৃতী
author img

By

Published : Oct 16, 2019, 5:40 PM IST

কলকাতা, 16 অক্টোবর : শহরের বিভিন্ন পানশালায় গিয়ে টাকা ওড়ানোই নেশা । সঙ্গে গায়িকাদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি, কু-প্রস্তাব । পুলিশ সূত্রে খবর, এমন বহু অভিযোগ ছিল চন্দন শ্রীবাস্তব, বিষ্ণু সিংদের বিরুদ্ধে । গতরাতেও সেই একই ঘটনা ঘটে । তবে এবার সহ্য করেননি এক গায়িকা । অশালীন অঙ্গভঙ্গির বিরুদ্ধে রুখে দাঁড়ান । গ্রেপ্তার করা হয়েছে চন্দনসহ তিনজনকে ৷

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি প্রগতি ময়দান থানা এলাকার ল্যারিকা বারের । গতরাতে সেখানে মদ্যপান করছিল চন্দন ও তার দলবল । নেশা হতেই শুরু হয় টাকা ওড়ানো । সঙ্গে অশালীন ইশারা । অভিযোগ, নির্দিষ্ট এক গায়িকা পারফর্ম করতে শুরু করলে তাকে উত্যক্ত করতে শুরু করে চন্দনের দলবল । কু-ইঙ্গিত করে ওই গায়িকাকে তারা টাকা দিতে গেলে, তিনি তা নিতে চাননি । আর তাতেই রেগে যায় চন্দন, বিষ্ণু এবং তাদের আর এক সাগরেদ বিশ্বজিৎ দে । ওই গায়িকাকে কটূক্তি করতে থাকে । সঙ্গে চলতে থাকে গালিগালাজও । অভিযোগ, হুমকি পর্যন্ত দেয় চন্দন ৷ এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । বার কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় প্রগতি ময়দান থানায় । ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

জানা গেছে, অপরাধ জগতে চন্দনের হাতেখড়ি আজ নয় । একটা সময় শিয়ালদা অঞ্চলের ত্রাস কেলো ভোলার ডান হাত ছিল সে । শিয়ালদা থেকে বেলেঘাটা অঞ্চল পর্যন্ত চলত তার দাদাগিরি । ইস্টার্ন রেলের শিয়ালদা শাখায় রেলের পার্সেল টেন্ডার ছিল তার দখলে । পার্সলে দখলদারি নিয়ে সে সময় বিস্তর রক্ত ঝরেছে শিয়ালদা চত্বরে । মারধর, তোলাবাজি, ভয় দেখানো এমনকী অস্ত্র আইনে তার বিরুদ্ধে এর আগে মামলা করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর । বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছে সে ।

কলকাতা, 16 অক্টোবর : শহরের বিভিন্ন পানশালায় গিয়ে টাকা ওড়ানোই নেশা । সঙ্গে গায়িকাদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি, কু-প্রস্তাব । পুলিশ সূত্রে খবর, এমন বহু অভিযোগ ছিল চন্দন শ্রীবাস্তব, বিষ্ণু সিংদের বিরুদ্ধে । গতরাতেও সেই একই ঘটনা ঘটে । তবে এবার সহ্য করেননি এক গায়িকা । অশালীন অঙ্গভঙ্গির বিরুদ্ধে রুখে দাঁড়ান । গ্রেপ্তার করা হয়েছে চন্দনসহ তিনজনকে ৷

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি প্রগতি ময়দান থানা এলাকার ল্যারিকা বারের । গতরাতে সেখানে মদ্যপান করছিল চন্দন ও তার দলবল । নেশা হতেই শুরু হয় টাকা ওড়ানো । সঙ্গে অশালীন ইশারা । অভিযোগ, নির্দিষ্ট এক গায়িকা পারফর্ম করতে শুরু করলে তাকে উত্যক্ত করতে শুরু করে চন্দনের দলবল । কু-ইঙ্গিত করে ওই গায়িকাকে তারা টাকা দিতে গেলে, তিনি তা নিতে চাননি । আর তাতেই রেগে যায় চন্দন, বিষ্ণু এবং তাদের আর এক সাগরেদ বিশ্বজিৎ দে । ওই গায়িকাকে কটূক্তি করতে থাকে । সঙ্গে চলতে থাকে গালিগালাজও । অভিযোগ, হুমকি পর্যন্ত দেয় চন্দন ৷ এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । বার কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় প্রগতি ময়দান থানায় । ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

জানা গেছে, অপরাধ জগতে চন্দনের হাতেখড়ি আজ নয় । একটা সময় শিয়ালদা অঞ্চলের ত্রাস কেলো ভোলার ডান হাত ছিল সে । শিয়ালদা থেকে বেলেঘাটা অঞ্চল পর্যন্ত চলত তার দাদাগিরি । ইস্টার্ন রেলের শিয়ালদা শাখায় রেলের পার্সেল টেন্ডার ছিল তার দখলে । পার্সলে দখলদারি নিয়ে সে সময় বিস্তর রক্ত ঝরেছে শিয়ালদা চত্বরে । মারধর, তোলাবাজি, ভয় দেখানো এমনকী অস্ত্র আইনে তার বিরুদ্ধে এর আগে মামলা করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর । বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছে সে ।

Intro:কলকাতা, 16 অক্টোবর: শহরের বিভিন্ন পানশালায় গিয়ে মুঠোমুঠো টাকা ওড়ানোই নেশা। সঙ্গে সিঙ্গারদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি। কু-প্রস্তাব। পুলিশ সূত্রে খবর, এমন বহু অভিযোগ ছিল চন্দন শ্রীবাস্তব, বিষ্ণু সিংদের বিরুদ্ধে। গতরাতেও সেই একই ঘটনা। তবে এবার সহ্য করেননি এক সিঙ্গার। অশালীন অঙ্গভঙ্গির বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর তাতেই তুলকালাম। ঘটনার জেরে গ্রেপ্তার করা হয়েছে চন্দন সহ 3 জনকে।Body:পুলিশ সূত্রে খবর, ঘটনা প্রগতি ময়দান থানা এলাকার ল্যারিকা বারের। গত রাতে সেখানেই মদ্যপান করছিল চন্দন ও তার দলবল। নেশা গাঢ় হতেই শুরু হয় টাকা ওড়ানো। সঙ্গে ইঙ্গিতপূর্ণ ইশারা। অভিযোগ, নির্দিষ্ট এক সিঙ্গার পারফর্ম করতে শুরু করলে তাকে উত্তক্ত করতে শুরু করে চন্দনের দলবল। কু-ইঙ্গিত করে ওই গায়িকাকে তারা টাকা দিতে গেলে, তিনি তা নিতে চাননি। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে চন্দন,বিষ্ণু এবং তাদের আরেক সাগরেদ বিশ্বজিৎ দে। তারা ওই গায়িকাকে নানাভাবে কটূক্তি করতে থাকে। সঙ্গে চলতে থাকে গালিগালাজ। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বার কতৃপক্ষ খবর দেয় প্রগতি ময়দান থানায়। অভিযোগ, ততক্ষণে স্বমূর্তি ধরেছে চন্দন। শুরু হয়েছে নানা ধরনের হুমকি। পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে।
Conclusion:জানা গেছে, চন্দনের অপরাধজগতের হাতেখড়ি আজ নয়। একটা সময় শিয়ালদা অঞ্চলের ত্রাস কেলো ভোলার ডান হাত ছিল সে। শিয়ালদা থেকে বেলেঘাটা অঞ্চল পর্যন্ত চলত তার দাদাগিরি। ইস্টার্ন রেলের শিয়ালদা শাখায় রেলের পার্সেল টেন্ডার ছিল তার দখলে। পার্সলে দখলদারি দিয়ে সেসময় বিস্তর রক্ত ঝরেছে শিয়ালদা চত্বরে। মারধর, তোলাবাজি, ভয় দেখানো এমন কি অস্ত্র আইনে তার বিরুদ্ধে এর আগে মামলা করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছে সে।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.