ETV Bharat / city

Durga Puja : এবার পুজোয় ডেল্টাসুর বধ করবেন মা, করোনা সচেতনতায় বার্তা ইন্দ্রজিতের - ডেল্টাসুর

কসবার রবীন্দ্র মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, বাইপাসের চিংড়িপোতা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও শিবতলা সাধারণ সংঘের পুজোতে এবার ইন্দ্রজিতের ডেল্টাসুরকে দেখা যাবে । সেই ডেল্টাসুরকে বধ করবেন মা দুর্গা ৷

s
s
author img

By

Published : Aug 22, 2021, 5:16 PM IST

কলকাতা, অগস্ট 21: করোনার তৃতীয় ঢেউ নিয়ে চিন্তায় গোটা বিশ্ব । ইতিমধ্যে আমেরিকা-সহ একাধিক দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট হানা দিয়েছে। করোনা মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখা কুমোরটুলির মৃৎশিল্পী ইন্দ্রজিৎ পাল তাই এবার পুজোয় ‘ডেল্টসুর’ তৈরি করছেন । লক্ষ্য ডেল্টা ভ্যারিয়েন্ট কতটা ভয়ঙ্কর সেই সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা।

কসবার রবীন্দ্র মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, বাইপাসের চিংড়িপোতা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও শিবতলা সাধারণ সংঘের পুজোতে এবার ইন্দ্রজিতের ডেল্টাসুরকে দেখা যাবে । সেই ডেল্টাসুরকে বধ করবেন মা দুর্গা ৷ যাতে করে এই ভাইরাস মানুষের ক্ষতি করতে না পারে। একমাত্র মা-ই পারে আমাদের রক্ষা করতে, বিশ্বাস শিল্পীর ৷ ডেল্টাসুরের স্রষ্টা মৃৎশিল্পী ইন্দ্রজিৎ পালের কথায়, "ডেল্টা এসে পড়েছে। এটা করোনার সবচেয়ে মারাত্মক ভ্যারিয়েন্ট। মা এই ভয়ানক ভাইরাসকে বধ করবেন। কিন্ত আমাদেরও মাস্ক ও স্যনিটাইজ়ার ব্যবহার করতে হবে । মা তো আমাদের পাশে আছেনই। তবু আমাদেরও কর্ত্যব্য আছে।" শিল্পী জানান, গত বছর করোনা অসুর তৈরি করেছিলেন তিনি ৷ যাতে খুব ভাল সাড়া পেয়েছিলেন। তাই এবার ডেল্টসুরের ভাবনা ৷ কিন্তু কেমন দেখতে হচ্ছে ডেল্টাসুর?

ইন্দ্রজিৎ পাল বলেন, "মূলত ব্লাক ফাঙ্গাস ও ডেল্টা ভ্যারিয়েন্টের সিম্বল দিয়ে তৈরি করা হচ্ছে ডেল্টাসুরকে। তবে যতই অসুর ভয়ানক হোক, মা দুর্গার কাছে সে পরাস্ত হবেই ৷"

আরও পড়ুন: Bankura Potter Work: দুর্গাপুজোয় কাজ না থাকায় হতাশ বাঁকুড়ার মৃৎশিল্পীরা

ইন্দ্রজিৎ যে স্বপ্ন দেখেন, গোটা বিশ্বের সকলেই সেই স্বপ্ন দেখছেন গত প্রায় বছর দুই ধরে ৷ যার পর ফিরবে আমাদের চেনা করোনামুক্ত সবুজ পৃথিবী !

কলকাতা, অগস্ট 21: করোনার তৃতীয় ঢেউ নিয়ে চিন্তায় গোটা বিশ্ব । ইতিমধ্যে আমেরিকা-সহ একাধিক দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট হানা দিয়েছে। করোনা মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখা কুমোরটুলির মৃৎশিল্পী ইন্দ্রজিৎ পাল তাই এবার পুজোয় ‘ডেল্টসুর’ তৈরি করছেন । লক্ষ্য ডেল্টা ভ্যারিয়েন্ট কতটা ভয়ঙ্কর সেই সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা।

কসবার রবীন্দ্র মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, বাইপাসের চিংড়িপোতা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও শিবতলা সাধারণ সংঘের পুজোতে এবার ইন্দ্রজিতের ডেল্টাসুরকে দেখা যাবে । সেই ডেল্টাসুরকে বধ করবেন মা দুর্গা ৷ যাতে করে এই ভাইরাস মানুষের ক্ষতি করতে না পারে। একমাত্র মা-ই পারে আমাদের রক্ষা করতে, বিশ্বাস শিল্পীর ৷ ডেল্টাসুরের স্রষ্টা মৃৎশিল্পী ইন্দ্রজিৎ পালের কথায়, "ডেল্টা এসে পড়েছে। এটা করোনার সবচেয়ে মারাত্মক ভ্যারিয়েন্ট। মা এই ভয়ানক ভাইরাসকে বধ করবেন। কিন্ত আমাদেরও মাস্ক ও স্যনিটাইজ়ার ব্যবহার করতে হবে । মা তো আমাদের পাশে আছেনই। তবু আমাদেরও কর্ত্যব্য আছে।" শিল্পী জানান, গত বছর করোনা অসুর তৈরি করেছিলেন তিনি ৷ যাতে খুব ভাল সাড়া পেয়েছিলেন। তাই এবার ডেল্টসুরের ভাবনা ৷ কিন্তু কেমন দেখতে হচ্ছে ডেল্টাসুর?

ইন্দ্রজিৎ পাল বলেন, "মূলত ব্লাক ফাঙ্গাস ও ডেল্টা ভ্যারিয়েন্টের সিম্বল দিয়ে তৈরি করা হচ্ছে ডেল্টাসুরকে। তবে যতই অসুর ভয়ানক হোক, মা দুর্গার কাছে সে পরাস্ত হবেই ৷"

আরও পড়ুন: Bankura Potter Work: দুর্গাপুজোয় কাজ না থাকায় হতাশ বাঁকুড়ার মৃৎশিল্পীরা

ইন্দ্রজিৎ যে স্বপ্ন দেখেন, গোটা বিশ্বের সকলেই সেই স্বপ্ন দেখছেন গত প্রায় বছর দুই ধরে ৷ যার পর ফিরবে আমাদের চেনা করোনামুক্ত সবুজ পৃথিবী !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.