ETV Bharat / city

কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি লক্ষ্য করে জুতো - বিজেপির মিছিলে বিজয়বর্গীয় গাড়ি লক্ষ্য করে ছোড়া হল জুতো

সোমবার খিদিরপুর থেকে শুরু হয় বিজেপির মিছিল ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও অর্জুন সিং ৷

in-the-bjp-procession-shoes-were-thrown-at-kailash-vijayvargiyas-car
in-the-bjp-procession-shoes-were-thrown-at-kailash-vijayvargiyas-car
author img

By

Published : Jan 4, 2021, 5:32 PM IST

Updated : Jan 4, 2021, 7:33 PM IST

কলকাতা, 4 জানুয়ারি: বিজেপির মিছিলে কৈলাস বিজয়বর্গীয় গাড়ি লক্ষ্য করে ছোড়া হল জুতো ৷ একই গাড়িতে ছিলেন মুকুল রায় ৷

সোমবার খিদিরপুর থেকে শুরু হয় বিজেপির মিছিল ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও অর্জুন সিং-রা ৷ এদিন রোড শো-এ শোভন-বৈশাখির থাকার কথা থাকলেও তাঁরা অনুপস্থিত ছিলেন । মিছিলটি খিদিরপুর থেকে হেস্টিংস, ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে বিজেপি অফিসে পৌঁছায় । মাঝপথে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের গাড়ি লক্ষ্য করে উড়ে আসে জুতো ৷ ঘটনায় সাময়িকভাবে উত্তেজনা তৈরি হয় মিছিলে ৷

কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি লক্ষ্য উড়ে এল জুতো ৷

আরও পড়ুন: কলকাতায় বিজেপির মিছিল, নেই শোভন-বৈশাখি

সোমবার শুরুতে বিজেপির মিছিল আটকায় পুলিশ । পুলিশ জানায়, মিছিলের অনুমতি নেই । এই সময় বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয় । পুলিশ জানায়, মিছিল করলে হেঁটেই করতে হবে । শেষ অবধি পুলিশের দাবি মেনে নেয় বিজেপি নেতৃত্ব ।

কলকাতা, 4 জানুয়ারি: বিজেপির মিছিলে কৈলাস বিজয়বর্গীয় গাড়ি লক্ষ্য করে ছোড়া হল জুতো ৷ একই গাড়িতে ছিলেন মুকুল রায় ৷

সোমবার খিদিরপুর থেকে শুরু হয় বিজেপির মিছিল ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও অর্জুন সিং-রা ৷ এদিন রোড শো-এ শোভন-বৈশাখির থাকার কথা থাকলেও তাঁরা অনুপস্থিত ছিলেন । মিছিলটি খিদিরপুর থেকে হেস্টিংস, ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে বিজেপি অফিসে পৌঁছায় । মাঝপথে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের গাড়ি লক্ষ্য করে উড়ে আসে জুতো ৷ ঘটনায় সাময়িকভাবে উত্তেজনা তৈরি হয় মিছিলে ৷

কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি লক্ষ্য উড়ে এল জুতো ৷

আরও পড়ুন: কলকাতায় বিজেপির মিছিল, নেই শোভন-বৈশাখি

সোমবার শুরুতে বিজেপির মিছিল আটকায় পুলিশ । পুলিশ জানায়, মিছিলের অনুমতি নেই । এই সময় বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয় । পুলিশ জানায়, মিছিল করলে হেঁটেই করতে হবে । শেষ অবধি পুলিশের দাবি মেনে নেয় বিজেপি নেতৃত্ব ।

Last Updated : Jan 4, 2021, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.