ETV Bharat / city

HC Justice Stand Aside From Case : নজিরবিহীন ! মামলাকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলে সরে দাঁড়ালেন বিচারপতি - Justice Side apart from case

এদিন বিচারপতির (Calcutta HC Justice) এই সিদ্ধান্তের পর মামলা থেকে সরে দাঁড়ান আইনজীবী হরিশ সালভেও ৷

calcutta high court justice
মামলাকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলে সরে দাঁড়ালেন বিচারপতি
author img

By

Published : Mar 11, 2022, 5:15 PM IST

কলকাতা, 11 মার্চ : নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে (unprecedented incident in Calcutta High Court) । চেম্বারে গিয়ে সংশ্লিষ্ট মামলার বিচারপতিকে প্রভাবিত করার চেষ্টা । মামলা থেকেই সরে দাঁড়ালেন ক্ষুব্ধ বিচারপতি (Justice Side apart from case) ।

কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, শুক্রবার হলদিরাম সংস্থা সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে । এই শুনানিতে সংস্থাটির হয়ে ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়া আইনজীবী হরিশ সালভেকে বিচারপতি বলেন ,"এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, আমার চেম্বারে আপনার পক্ষের হয়ে কেউ এসেছিলেন দেখা করতে । আমি স্তম্ভিত ৷ মাথায় রাখুন আমরা বিক্রির জন্য নই । এইভাবে বিচারপতির চেম্বারে কেউ ঢুকে মামলা প্রভাবিত করার চেষ্টা করতে পারে, এটা ভেবেই আমি স্তম্ভিত । এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, এখন আইনজীবীরা যে কেউ বিচারপতির চেম্বারে চলে আসতে পারেন । কিন্তু তারপরে এমন ঘটনা ! কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কেনা যায় না । তাই মামলা থেকে সরে দাঁড়াচ্ছি ।"

আরও পড়ুন : হাইকোর্টে ধাক্কা অনুব্রতের, গরু পাচার মামলায় রক্ষাকবচের আবেদন খারিজ

বিচারপতির এই মন্তব্যের পর এদিন আইনজীবী হরিশ সালভেও এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান ৷

কলকাতা, 11 মার্চ : নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে (unprecedented incident in Calcutta High Court) । চেম্বারে গিয়ে সংশ্লিষ্ট মামলার বিচারপতিকে প্রভাবিত করার চেষ্টা । মামলা থেকেই সরে দাঁড়ালেন ক্ষুব্ধ বিচারপতি (Justice Side apart from case) ।

কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, শুক্রবার হলদিরাম সংস্থা সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে । এই শুনানিতে সংস্থাটির হয়ে ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়া আইনজীবী হরিশ সালভেকে বিচারপতি বলেন ,"এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, আমার চেম্বারে আপনার পক্ষের হয়ে কেউ এসেছিলেন দেখা করতে । আমি স্তম্ভিত ৷ মাথায় রাখুন আমরা বিক্রির জন্য নই । এইভাবে বিচারপতির চেম্বারে কেউ ঢুকে মামলা প্রভাবিত করার চেষ্টা করতে পারে, এটা ভেবেই আমি স্তম্ভিত । এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, এখন আইনজীবীরা যে কেউ বিচারপতির চেম্বারে চলে আসতে পারেন । কিন্তু তারপরে এমন ঘটনা ! কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কেনা যায় না । তাই মামলা থেকে সরে দাঁড়াচ্ছি ।"

আরও পড়ুন : হাইকোর্টে ধাক্কা অনুব্রতের, গরু পাচার মামলায় রক্ষাকবচের আবেদন খারিজ

বিচারপতির এই মন্তব্যের পর এদিন আইনজীবী হরিশ সালভেও এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.