ETV Bharat / city

প্রতারণা মামলায় গ্রেপ্তার মুকুল ঘনিষ্ঠ আরও এক - police arrest a person

প্রতারণা মামলায় মুকুল রায় ঘনিষ্ঠ আরও এক ব্যক্তি গ্রেপ্তার ৷ ধৃতের নাম সাদ্দাম আনসারি ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Aug 24, 2019, 2:04 PM IST

কলকাতা, 24 অগাস্ট: প্রতারণা মামলায় মুকুল রায় ঘনিষ্ঠ আরও এক ব্যক্তি গ্রেপ্তার ৷ ধৃতের নাম সাদ্দাম আনসারি ৷ গতকাল সরশুনা থানার পুলিশ সাদ্দাম আনসারিকে গ্রেপ্তার করে ৷

রেলের একটি স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে বাবান ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ পুলিশের কাছে দায়ের হওয়া সেই অভিযোগে বাবানের পাশাপাশি সাদ্দাম আনসারির নামও রয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ সাদ্দামকে গ্রেপ্তার করে ৷ পুলিশ সূত্রে খবর, প্রতারণা মামলার FIR-এ নাম রয়েছে বাবান ঘোষ, রহুল সাউ ও সাদ্দাম আনসারির পাশাপাশি মুকুল রায়ের ৷ মঙ্গলবার পুলিশ বাবানকে গ্রেপ্তার করে ৷ এরপরই গ্রেপ্তার করা হল সাদ্দামকে ৷ তাকে বাবুঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ ৷

আরও পড়ুন : প্রতারণার অভিযোগ, হাইকোর্টে আগাম জামিনের আবেদন মুকুলের

জুলাইয়ে বেহালার সরশুনার বাসিন্দা জনৈক সন্তু গঙ্গোপাধ্যায় সাদ্দাম আনসারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগ, 2015 সালে নিজাম প্যালেসে বাবান ঘোষের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল ৷ তাঁকে রেলের একটি স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল বাবান ৷ এজন্য সন্তুর কাছ থেকে 70 লাখ টাকা নেয় বাবান ৷ টাকা নেওয়ার সময় সে একাধিকবার মুকুল রায়ের নাম বলেছিল ৷ সন্তুকে দিল্লি নিয়ে গিয়ে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভুর আপ্ত সহায়ক বলে এক ব্যক্তির সঙ্গেও পরিচয় করানো হয়েছিল ৷ সেখানে মুকুল রায়ের সঙ্গেও সন্তুর আলাপ করিয়ে দেয় বাবান ৷ রেলমন্ত্রীর স্বাক্ষর করা কিছু কাগজপত্রও না কি তাঁকে দেওয়া হয় ৷

কলকাতা, 24 অগাস্ট: প্রতারণা মামলায় মুকুল রায় ঘনিষ্ঠ আরও এক ব্যক্তি গ্রেপ্তার ৷ ধৃতের নাম সাদ্দাম আনসারি ৷ গতকাল সরশুনা থানার পুলিশ সাদ্দাম আনসারিকে গ্রেপ্তার করে ৷

রেলের একটি স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে বাবান ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ পুলিশের কাছে দায়ের হওয়া সেই অভিযোগে বাবানের পাশাপাশি সাদ্দাম আনসারির নামও রয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ সাদ্দামকে গ্রেপ্তার করে ৷ পুলিশ সূত্রে খবর, প্রতারণা মামলার FIR-এ নাম রয়েছে বাবান ঘোষ, রহুল সাউ ও সাদ্দাম আনসারির পাশাপাশি মুকুল রায়ের ৷ মঙ্গলবার পুলিশ বাবানকে গ্রেপ্তার করে ৷ এরপরই গ্রেপ্তার করা হল সাদ্দামকে ৷ তাকে বাবুঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ ৷

আরও পড়ুন : প্রতারণার অভিযোগ, হাইকোর্টে আগাম জামিনের আবেদন মুকুলের

জুলাইয়ে বেহালার সরশুনার বাসিন্দা জনৈক সন্তু গঙ্গোপাধ্যায় সাদ্দাম আনসারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগ, 2015 সালে নিজাম প্যালেসে বাবান ঘোষের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল ৷ তাঁকে রেলের একটি স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল বাবান ৷ এজন্য সন্তুর কাছ থেকে 70 লাখ টাকা নেয় বাবান ৷ টাকা নেওয়ার সময় সে একাধিকবার মুকুল রায়ের নাম বলেছিল ৷ সন্তুকে দিল্লি নিয়ে গিয়ে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভুর আপ্ত সহায়ক বলে এক ব্যক্তির সঙ্গেও পরিচয় করানো হয়েছিল ৷ সেখানে মুকুল রায়ের সঙ্গেও সন্তুর আলাপ করিয়ে দেয় বাবান ৷ রেলমন্ত্রীর স্বাক্ষর করা কিছু কাগজপত্রও না কি তাঁকে দেওয়া হয় ৷

Intro:কলকাতা, ২৩ অগাস্ট: প্রতারণার মামলায় সরশুনা থানা গ্রেপ্তার করল মুকুল রায় ঘনিষ্ঠ আরো একজনকে। তিনি সাদ্দাম আনসারি। রেলের একটি স্থায়ী কমিটিতে জায়গায় করিয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ পত্রে নামছিল সাদ্দামের। সেই সূত্রেই তাকে গ্রেপ্তার করা হয় বলে খবর। Body:অভিযোগ দায়ের হয়েছিল গত জানুয়ারি মাসে। সরশুনার বাসিন্দা সন্তু গঙ্গোপাধ্যায় দায়ের করেছিলেন অভিযোগ। তার অভিযোগ, ২০১৫ সালে নিজাম প্যালেসে বাবান ঘোষের সঙ্গে আলাপ হয়। পরবর্তী কালে তাঁকে রেলের স্থায়ী একটি কমিটিতে স্থায়ী সদস্যপদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন বাবান। সেই সূত্রে দফায় দফায় তিনি 70 লাখ টাকা দিয়েছেন বাবানদের। এই টাকা নেওয়ার ক্ষেত্রে বারবারই বলা হয়েছে মুকুল রায়ের নাম। পাশাপাশি, দিল্লিতে নিয়ে গিয়ে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভুর আত্মসহায়ক বলে একজনের পরিচয়ও করানো হয়। সেখানেই মুকুলের সঙ্গেও আলাপ করায় বাবান। তাকে দেওয়া হয় রেলমন্ত্রীর সই করা কিছু কাগজ।Conclusion:পুলিশ সূত্রে খবর, ওই মামলার এফআইআরে মুকুল রায় ছাড়াও নাম রয়েছে বাবান ঘোষ, রহুল সাউ এবং সাদ্দাম আনসারীর। গত মঙ্গলবার পুলিশ বাবানকে গ্রেপ্তার করে। তারপর এবার গ্রেপ্তার করা হল সাদ্দামকে। তাকে বাবুঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.