ETV Bharat / city

রাজ্য়ে পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসরে নামল NAFED

author img

By

Published : Oct 29, 2020, 5:14 PM IST

দক্ষিণ ভারতে লাগাতার বৃষ্টির জেরে প্রায় একমাস হল পশ্চিমবঙ্গে পিঁয়াজের জোগান কমে গিয়েছে ৷ যার জেরে পাইকারি বাজারে প্রতি কেজি পিঁয়াজের দাম দাঁড়িয়েছে প্রায় 70 টাকা ।

imported-onion-likely-to-ease-prices-in-kolkata's-wholesale-market
রাজ্য়ে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসরে নামলো Nafed

কলকাতা, 29 অক্টোবর : রাজ্যে পিঁয়াজের দামবৃদ্ধিতে লাগাম পড়াতে ময়দানে নামল ন্য়াশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED)। নিজেদের বাফার স্টক থেকে প্রায় 1 লাখ টন পিঁয়াজের জোগান দিচ্ছে তারা ৷ ইতিমধ্য়ে 43 হাজার টন পিঁয়াজ বাজারে ছাড়া হয়েছে ৷

দক্ষিণ ভারতে লাগাতার বৃষ্টির জেরে প্রায় একমাস হল পশ্চিমবঙ্গে পিঁয়াজের জোগান কমে গিয়েছে ৷ যার জেরে পাইকারি বাজারে প্রতি কেজি পিঁয়াজের দাম দাঁড়িয়েছে প্রায় 70 টাকা । ফলে খুচরো বাজার থেকে সাধারণ মানুষকে প্রায় 85-90 টাকা কেজি দরে পিঁয়াজ কিনতে হচ্ছে ৷ এই পরিস্থিতি সামাল দিতে NAFED-এর তরফে অস্থায়ী ব্য়বস্থা হিসেবে 1 লাখ টন পিঁয়াজের জোগান দেওয়ার কথা বলা হয়েছে ৷

এদিকে, আফগানিস্তান এবং ইজিপ্ট থেকে পিঁয়াজ আমদানি হওয়ায় কলকাতার পোস্তার পাইকারি বাজারে দাম কেজি প্রতি 67 টাকা থেকে কমে 60 টাকা হয়েছে বলে জানান কৃষি বিশ্লেষক সুবীর মালাকার ৷ NAFED-এর তরফে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় দফায় আরও 22 হাজার টন পিঁয়াজ বাজারে ছাড়া হবে ৷

রাজ্য় সরকারের টাস্ক ফোর্সের সদস্য় রবীন্দ্রনাথ কোলে বলেন, পিঁয়াজের দাম ডিসেম্বর পর্যন্ত কিছুটা নিয়ন্ত্রণে থাকবে ৷ ইতিমধ্য়ে মূল্য়বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের তরফে পাইকারি বাজারের ক্ষেত্রে পিঁয়াজ মজুতে 25 টনের সীমা তুলে নেওয়া হয়েছে ৷ অন্য়দিকে, খুচরো বাজারের জন্য় 2 টনের সীমা তুলে দেওয়া হয়েছে ৷

কলকাতা, 29 অক্টোবর : রাজ্যে পিঁয়াজের দামবৃদ্ধিতে লাগাম পড়াতে ময়দানে নামল ন্য়াশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED)। নিজেদের বাফার স্টক থেকে প্রায় 1 লাখ টন পিঁয়াজের জোগান দিচ্ছে তারা ৷ ইতিমধ্য়ে 43 হাজার টন পিঁয়াজ বাজারে ছাড়া হয়েছে ৷

দক্ষিণ ভারতে লাগাতার বৃষ্টির জেরে প্রায় একমাস হল পশ্চিমবঙ্গে পিঁয়াজের জোগান কমে গিয়েছে ৷ যার জেরে পাইকারি বাজারে প্রতি কেজি পিঁয়াজের দাম দাঁড়িয়েছে প্রায় 70 টাকা । ফলে খুচরো বাজার থেকে সাধারণ মানুষকে প্রায় 85-90 টাকা কেজি দরে পিঁয়াজ কিনতে হচ্ছে ৷ এই পরিস্থিতি সামাল দিতে NAFED-এর তরফে অস্থায়ী ব্য়বস্থা হিসেবে 1 লাখ টন পিঁয়াজের জোগান দেওয়ার কথা বলা হয়েছে ৷

এদিকে, আফগানিস্তান এবং ইজিপ্ট থেকে পিঁয়াজ আমদানি হওয়ায় কলকাতার পোস্তার পাইকারি বাজারে দাম কেজি প্রতি 67 টাকা থেকে কমে 60 টাকা হয়েছে বলে জানান কৃষি বিশ্লেষক সুবীর মালাকার ৷ NAFED-এর তরফে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় দফায় আরও 22 হাজার টন পিঁয়াজ বাজারে ছাড়া হবে ৷

রাজ্য় সরকারের টাস্ক ফোর্সের সদস্য় রবীন্দ্রনাথ কোলে বলেন, পিঁয়াজের দাম ডিসেম্বর পর্যন্ত কিছুটা নিয়ন্ত্রণে থাকবে ৷ ইতিমধ্য়ে মূল্য়বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের তরফে পাইকারি বাজারের ক্ষেত্রে পিঁয়াজ মজুতে 25 টনের সীমা তুলে নেওয়া হয়েছে ৷ অন্য়দিকে, খুচরো বাজারের জন্য় 2 টনের সীমা তুলে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.