ETV Bharat / city

Abhishek Impacts in Cabinet: পরিবহণ-সহ একাধিক দফতরে রদবদলের জল্পনা, অভিষেকের ছায়া দেখছেন রাজনীতিকরা - মমতা বন্দ্যোপাধ্যায়

অভিষেকের প্রভাব এ বার মন্ত্রিসভায় (Impact of Abhishek Banerjee in Expanded State Cabinet) ! এমনই মনে করছে রাজনৈতিক মহল ৷ রাজ্যের সম্প্রসারিত মন্ত্রিসভায় যাঁদের নাম উঠে আসছে, তাতে এমনই ধারণা রাজনীতিকদের ৷

impact-of-abhishek-banerjee-in-expanded-state-cabinet
impact-of-abhishek-banerjee-in-expanded-state-cabinet
author img

By

Published : Aug 3, 2022, 3:40 PM IST

Updated : Aug 3, 2022, 6:34 PM IST

কলকাতা, 3 অগস্ট: আজ রাজ্য মন্ত্রিসভার রদবদল ৷ কিন্তু, রদবদলের অংক বিশ্লেষণ করলে, তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণেও বদলের ইঙ্গিত স্পষ্ট ৷ দলের ভিতরে সাংগঠনিক ভাবে ক্রমশ শক্তি বাড়ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Impact of Abhishek Banerjee in Expanded State Cabinet) ৷ একদা ‘ওল্ড ইজ গোল্ড’ বলে পুরনো নেতাদের বাড়তি গুরুত্ব দেওয়া দলনেত্রীও এখন সাবধানী ৷ বিশেষ করে সংগঠনে রদবদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি ৷

গত সোমবার তৃণমূলের প্রকাশ করা জেলা সভাপতিদের তালিকাতেই সেই প্রভাব স্পষ্ট ৷ এ বার মমতার মন্ত্রিসভাতেও অভিষেকের প্রভাব দেখা যাচ্ছে ৷ অন্তত রাজনীতির কারবারিরা তেমনটাই মনে করছে ৷ তাঁদের মতে, এখনও পর্যন্ত দফতর অনুযায়ী যাঁদের নাম মন্ত্রী হিসাবে উঠে আসছে, তাতে অভিষেকের প্রভাব রয়েছে বলেই কানাঘুষো শুরু হয়েছে ৷

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসে এক ব্যক্তি একপদ চালু করার পর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা খেতে হয়েছিল ফিরহাদ হাকিমের প্রশ্নে ৷ মমতার ঘনিষ্ঠ বৃত্তের মন্ত্রীদের মধ্যে ফিরহাদ অন্যতম ৷ তিনি একাধারে পরিবহণ মন্ত্রী, আবাসনমন্ত্রী, তিনিই আবার পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী। একই সঙ্গে তাঁর হাতে রয়েছে, কলকাতার মেয়রের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও ৷ প্রকাশ্যে না বললেও শোনা যায়, একজন নেতার এতগুলো গুরুত্বপূর্ণ পদ আঁকড়ে বসে থাকাতে সমর্থন ছিল না অভিষেকের ৷ কিন্তু, অতীতে এর বিরুদ্ধে তিনি সরব হলেও বিশেষ লাভ হয়নি ৷

আরও পড়ুন: মমতার সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন মুখ কারা ! বাড়ছে জল্পনা

কিন্তু, পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যু তৃণমূলের অন্দরে অনেক কিছুই বদলে দিয়েছে ৷ তাই এ বার পরিবহণ মন্ত্রীর পদ থেকে প্রস্থান হতে পারে ফিরহাদের ৷ একই ভাবে শোনা যাচ্ছে, বর্তমানে পঞ্চায়েত, ও জনস্বাস্থ্য কারিগরির মতো গুরুত্বপূর্ণ দফতর রয়েছে উলুবেড়িয়ার বিধায়ক পুলক রায়ের হাতে ৷ তাঁকে পঞ্চায়েত দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে ৷ এখানেই শেষ নয়, আজকের মন্ত্রিসভার রদবদলে বদল হতে পারে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের পদও ৷ এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, তাতে পরিষদীয় মন্ত্রী করা হতে পারে অভিষেক ঘনিষ্ঠ নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে ৷ একইভাবে প্রবলভাবে প্রশ্নের মুখে পড়া শিক্ষা দফতরের জায়গা পেতে পারেন, অভিষেক ঘনিষ্ঠ জাঙ্গিপাড়া বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী ৷

তবে, শপথগ্রহণের অনুষ্ঠানে থাকছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আমন্ত্রিত হলেও সরকারি অনুষ্ঠানে যোগদান তাঁর নীতি নয় ৷ কিন্তু, মন্ত্রিসভার রদবদল, এমনকি মন্ত্রীদের দফতর বদলেও প্রবলভাবে থাকছে অভিষেকের ছায়া ৷

কলকাতা, 3 অগস্ট: আজ রাজ্য মন্ত্রিসভার রদবদল ৷ কিন্তু, রদবদলের অংক বিশ্লেষণ করলে, তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণেও বদলের ইঙ্গিত স্পষ্ট ৷ দলের ভিতরে সাংগঠনিক ভাবে ক্রমশ শক্তি বাড়ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Impact of Abhishek Banerjee in Expanded State Cabinet) ৷ একদা ‘ওল্ড ইজ গোল্ড’ বলে পুরনো নেতাদের বাড়তি গুরুত্ব দেওয়া দলনেত্রীও এখন সাবধানী ৷ বিশেষ করে সংগঠনে রদবদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি ৷

গত সোমবার তৃণমূলের প্রকাশ করা জেলা সভাপতিদের তালিকাতেই সেই প্রভাব স্পষ্ট ৷ এ বার মমতার মন্ত্রিসভাতেও অভিষেকের প্রভাব দেখা যাচ্ছে ৷ অন্তত রাজনীতির কারবারিরা তেমনটাই মনে করছে ৷ তাঁদের মতে, এখনও পর্যন্ত দফতর অনুযায়ী যাঁদের নাম মন্ত্রী হিসাবে উঠে আসছে, তাতে অভিষেকের প্রভাব রয়েছে বলেই কানাঘুষো শুরু হয়েছে ৷

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসে এক ব্যক্তি একপদ চালু করার পর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা খেতে হয়েছিল ফিরহাদ হাকিমের প্রশ্নে ৷ মমতার ঘনিষ্ঠ বৃত্তের মন্ত্রীদের মধ্যে ফিরহাদ অন্যতম ৷ তিনি একাধারে পরিবহণ মন্ত্রী, আবাসনমন্ত্রী, তিনিই আবার পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী। একই সঙ্গে তাঁর হাতে রয়েছে, কলকাতার মেয়রের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও ৷ প্রকাশ্যে না বললেও শোনা যায়, একজন নেতার এতগুলো গুরুত্বপূর্ণ পদ আঁকড়ে বসে থাকাতে সমর্থন ছিল না অভিষেকের ৷ কিন্তু, অতীতে এর বিরুদ্ধে তিনি সরব হলেও বিশেষ লাভ হয়নি ৷

আরও পড়ুন: মমতার সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন মুখ কারা ! বাড়ছে জল্পনা

কিন্তু, পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যু তৃণমূলের অন্দরে অনেক কিছুই বদলে দিয়েছে ৷ তাই এ বার পরিবহণ মন্ত্রীর পদ থেকে প্রস্থান হতে পারে ফিরহাদের ৷ একই ভাবে শোনা যাচ্ছে, বর্তমানে পঞ্চায়েত, ও জনস্বাস্থ্য কারিগরির মতো গুরুত্বপূর্ণ দফতর রয়েছে উলুবেড়িয়ার বিধায়ক পুলক রায়ের হাতে ৷ তাঁকে পঞ্চায়েত দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে ৷ এখানেই শেষ নয়, আজকের মন্ত্রিসভার রদবদলে বদল হতে পারে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের পদও ৷ এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, তাতে পরিষদীয় মন্ত্রী করা হতে পারে অভিষেক ঘনিষ্ঠ নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে ৷ একইভাবে প্রবলভাবে প্রশ্নের মুখে পড়া শিক্ষা দফতরের জায়গা পেতে পারেন, অভিষেক ঘনিষ্ঠ জাঙ্গিপাড়া বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী ৷

তবে, শপথগ্রহণের অনুষ্ঠানে থাকছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আমন্ত্রিত হলেও সরকারি অনুষ্ঠানে যোগদান তাঁর নীতি নয় ৷ কিন্তু, মন্ত্রিসভার রদবদল, এমনকি মন্ত্রীদের দফতর বদলেও প্রবলভাবে থাকছে অভিষেকের ছায়া ৷

Last Updated : Aug 3, 2022, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.