কলকাতা, 29 সেপ্টেম্বর: পুজোর (Durga Puja 2022) চারদিনই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা (Possibility of Rain in Durgapuja)। তার মানে পুজো ঘিরে যত আনন্দ-আয়োজনই হয়ে থাকুক না কেন সব মাটি করে দিতে পারে আবহাওয়া ! 'কলকাতা ভাসবে 2022' এই থিমকে সামনে রেখে পুজো করছে একটি কমিটি । কাকতলীয়ভাবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি হলে সেই ছবির বাস্তবে পরিণত হবে। বৃষ্টির কারণ ঘূর্ণাবর্ত। তৃতীয়া থেকে শহর থেকে জেলা বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে শুরু করেছে (West Bengal Weather Update)। আজ চতুর্থীতেও পরিস্থিতির বিশেষ বদল হবে বলে মনে করে না আবহাওয়া দফতর ।
ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জেরে নৈহাটিতে আয়োজিত কলকাতা লিগের সুপার সিক্সের খেলা ভেস্তে গিয়েছে। হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,“ আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে । শনিবার রাত থেকে বৃষ্টি শুরু হবে । ওইদিন পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ফলে 2 থেকে 5 অক্টোবর অর্থাৎ রবিবার থেকে বুধবার পর্যন্ত বলা যায় সপ্তমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে।’’ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা। বিশেষত দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে। সবমিলিয়ে এটা বলাই যায় 1 অক্টোবর থেকে 5 অক্টোবর পর্যন্ত কলকাতায় বৃষ্টি হবে । ”
আরও পড়ুন: উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, পুজোয় বৃষ্টির আশঙ্কা আরও বাড়ল
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গও বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না ৷ তবে 2 অক্টোবর থেকে 5 অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। জানিয়েছেন হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতা 92 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমান 15 মিলিমিটার। বৃহস্পতিবার চতুর্থীর দিনের আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রীর আশেপাশে থাকবে।