কলকাতা, 25 সেপ্টেম্বর: মহালয়ার সকালে পিতৃপুরুষের তর্পণে বাধা হতে পারে বৃষ্টি । জানা গিয়েছে আজ রবিবার মহালয়ার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে । ততটা না হলেও দক্ষিণবঙ্গ যে পুরোপুরি রেহাই পাবে তাও না (West Bengal Weather Update)।
উত্তরবঙ্গের উপর দিকের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি হবে । দু-এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে । বৃষ্টি একটু বেশি হবে আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে । এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তাই রবিবার সকালে তর্পণ বা প্রাত:ভ্রমণ যে কাজেই বের হন না কেন ছাতা সঙ্গে নিন ।
আরও পড়ুন: মহালয়ার পূণ্যতিথিতে কেমন যাবে দিন জানুন রাশিফলে
দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও মহালয়ার সকালের জন্য একই সতর্কতা । আগামী তিনদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি । ফলে দক্ষিণবঙ্গে মহালয়া এবং পুজোর বাজারের শেষ লগ্নের পরিকল্পনায় বৃষ্টি বাধার সৃষ্টি করতে পারে । এমনই পুজো আয়োজনেও বাধা পড়তে পারে । ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা খানিকটা বৃদ্ধির ইঙ্গিত মিলতে শুরু করেছে । আবার ভোর রাতের দিকে হালকা ঠান্ডার পরশ ছড়িয়ে পড়ছে । যা বর্ষা বিদায়ের সুর শুনিয়ে শরতের আবাহনের জোরালো সংকেত ।
মহালয়ায় কলকাতার তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । আর্দ্রতা জড়িত অস্বস্তিও বজায় থাকবে । শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আদ্রতা 92 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 3.1 মিলিমিটার ।