ETV Bharat / city

West Bengal Weather Update : উত্তরে কমবে বৃষ্টি, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টিতেই বর্ষা

রাজ্যে বর্ষা এলেও দক্ষিণে মেঘলা আকাশ, ছিঁটেফোটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 3-4 দিনে দক্ষিণে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (West Bengal Weather Update) ৷

West Bengal Monsoon
দক্ষিণের কপালে বৃষ্টি নেই
author img

By

Published : Jun 26, 2022, 6:59 AM IST

Updated : Jun 26, 2022, 7:34 AM IST

কলকাতা, 26 জুন : বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি না হওয়াতে দক্ষিণবঙ্গে নামেই বর্ষাকাল, বৃষ্টি মিলছে না । আলিপুর আবহাত্তয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানালেন, আগামী তিন-চারদিনে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়ার কোনও পূর্বাভাস নেই । ফলে বিক্ষিপ্ত বৃষ্টিতেই দক্ষিণবঙ্গকে বর্ষাকালের স্বাদ পেতে হবে (IMD Kolkata Weather Forecasts generally cloudy sky with one or two spells of rain) ।

তিনি গত 25 দিনের পরিসংখ্যান তুলে ধরে জানান, জুন মাসে 40 শতাংশ কম বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে । 49 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে । কলকাতায় 64 শতাংশ কম বৃষ্টি হয়েছে । অধিকর্তার কথায়, "রাজস্থান থেকে আমাদের দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা এবং ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । দক্ষিণবঙ্গে বৃষ্টি খুব দুর্বল ভাবে হবে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি ৷ আগামী 3-4 দিনে কোনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।"

দক্ষিণে কি বৃষ্টি হবে না ? কী বলছেন আলিপুরের অধিকর্তা গণেশচন্দ্র দাস

আরও পড়ুন : কেমন যাবে আজকের দিন ? জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল

উত্তরবঙ্গে বেশিরভাগ জেলাতেই আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । তারপর দু'দিন কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বিশেষত কোচবিহার ও আলিপুরদুয়ারে ৷ তবে বৃষ্টির দাপট গাঙ্গেয় পশ্চিমবঙ্গে না পড়লেও গরম অনেকটাই কমেছে । শনিবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷ রবিবার মেঘলা আবহাওয়াই থাকবে ৷ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা । আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

কলকাতা, 26 জুন : বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি না হওয়াতে দক্ষিণবঙ্গে নামেই বর্ষাকাল, বৃষ্টি মিলছে না । আলিপুর আবহাত্তয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানালেন, আগামী তিন-চারদিনে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়ার কোনও পূর্বাভাস নেই । ফলে বিক্ষিপ্ত বৃষ্টিতেই দক্ষিণবঙ্গকে বর্ষাকালের স্বাদ পেতে হবে (IMD Kolkata Weather Forecasts generally cloudy sky with one or two spells of rain) ।

তিনি গত 25 দিনের পরিসংখ্যান তুলে ধরে জানান, জুন মাসে 40 শতাংশ কম বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে । 49 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে । কলকাতায় 64 শতাংশ কম বৃষ্টি হয়েছে । অধিকর্তার কথায়, "রাজস্থান থেকে আমাদের দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা এবং ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । দক্ষিণবঙ্গে বৃষ্টি খুব দুর্বল ভাবে হবে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি ৷ আগামী 3-4 দিনে কোনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।"

দক্ষিণে কি বৃষ্টি হবে না ? কী বলছেন আলিপুরের অধিকর্তা গণেশচন্দ্র দাস

আরও পড়ুন : কেমন যাবে আজকের দিন ? জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল

উত্তরবঙ্গে বেশিরভাগ জেলাতেই আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । তারপর দু'দিন কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বিশেষত কোচবিহার ও আলিপুরদুয়ারে ৷ তবে বৃষ্টির দাপট গাঙ্গেয় পশ্চিমবঙ্গে না পড়লেও গরম অনেকটাই কমেছে । শনিবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷ রবিবার মেঘলা আবহাওয়াই থাকবে ৷ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা । আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated : Jun 26, 2022, 7:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.