ETV Bharat / city

West Bengal Weather Update: চলতি সপ্তাহে ফের বৃষ্টি ভ্রুকুটি রাজ্যে - চলতি সপ্তাহে মাঝামাঝি সময়ে ফের বৃষ্টি হতে পারে রাজ্যে

রাজ্যে ধীরে ধীরে উধাও হচ্ছে শীত ৷ বাড়ছে গরমের অস্বস্তি ৷ তবে চলতি সপ্তাহের মাঝামাঝি সময় ফের বৃষ্টি হতে পারে রাজ্যে (West Bengal Weather Update) ৷ আলিপুর আবহাওয়া (weather) দফতর সেরকমই ইঙ্গিত দিচ্ছে ৷

West Bengal Weather Update
চলতি সপ্তাহে ফের বৃষ্টি ভ্রুকুটি রাজ্যে
author img

By

Published : Feb 21, 2022, 7:08 AM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: হালকা শীতের আমেজ সরিয়ে এখন গরমের অস্বস্তি রাজ্যে। বসন্তে গ্রীষ্মের দাবদাহের পূর্বাভাস উঁকি দিচ্ছে (West Bengal Weather Update)। আলিপুর আবহাওয়া (weather) দফতর বলছে দিন যত এগোবে দিন এবং রাতের তাপমাত্রা ততই বাড়বে। সাতদিন আগের থেকে তাপমাত্রা ইতিমধ্যেই চার ডিগ্রি বেড়ে গিয়েছে। ফলে, অস্বস্তিও বেড়েছে বেশ খানিকটা। শুধু তাপমাত্রা বৃদ্ধি নয় সঙ্গে রয়েছে বৃষ্টির কাঁটাও।

নতুন সপ্তাহের প্রথম তিন দিন মোটের উপর আবহাওয়া শুকনো থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি হতে পারে। কারণ ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার সঙ্গে মিলতে পারে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প ভরা বাতাস। দুইয়ে মিলে ফের বৃষ্টির যোগ দেখা দিয়েছে বঙ্গে। সোমবার উত্তরবঙ্গের 5 জেলা এবং সিকিমের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও বৃষ্টি হবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 26.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 17.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রার এই বৃদ্ধিতে ঠান্ডা উধাও বাড়ছে গরমের অস্বস্তি। সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রৌদ্রজ্বল আবহাওয়া থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 17 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। তাই শীতবস্ত্র তুলে গরমের ঝক্কি সামলাতে তৈরি হওয়ার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

কলকাতা, 21 ফেব্রুয়ারি: হালকা শীতের আমেজ সরিয়ে এখন গরমের অস্বস্তি রাজ্যে। বসন্তে গ্রীষ্মের দাবদাহের পূর্বাভাস উঁকি দিচ্ছে (West Bengal Weather Update)। আলিপুর আবহাওয়া (weather) দফতর বলছে দিন যত এগোবে দিন এবং রাতের তাপমাত্রা ততই বাড়বে। সাতদিন আগের থেকে তাপমাত্রা ইতিমধ্যেই চার ডিগ্রি বেড়ে গিয়েছে। ফলে, অস্বস্তিও বেড়েছে বেশ খানিকটা। শুধু তাপমাত্রা বৃদ্ধি নয় সঙ্গে রয়েছে বৃষ্টির কাঁটাও।

নতুন সপ্তাহের প্রথম তিন দিন মোটের উপর আবহাওয়া শুকনো থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি হতে পারে। কারণ ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার সঙ্গে মিলতে পারে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প ভরা বাতাস। দুইয়ে মিলে ফের বৃষ্টির যোগ দেখা দিয়েছে বঙ্গে। সোমবার উত্তরবঙ্গের 5 জেলা এবং সিকিমের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও বৃষ্টি হবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 26.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 17.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রার এই বৃদ্ধিতে ঠান্ডা উধাও বাড়ছে গরমের অস্বস্তি। সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রৌদ্রজ্বল আবহাওয়া থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 17 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। তাই শীতবস্ত্র তুলে গরমের ঝক্কি সামলাতে তৈরি হওয়ার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.