ETV Bharat / city

বিদ্বজ্জনের অবজ্ঞাও পেয়েছি, পদ্মশ্রী-সংবাদে প্রতিক্রিয়া নারায়ণ দেবনাথের

এর আগে 2015 সালে পশ্চিমবঙ্গ সরকার নারায়ণ দেবনাথকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে ।

narayan-debnath-after-receiving-padma-shri-honor
narayan-debnath-after-receiving-padma-shri-honor
author img

By

Published : Jan 26, 2021, 7:17 PM IST

কলকাতা, 26 জানুয়ারি: এবার রাজ্য থেকে পদ্মশ্রী হয়েছেন 7 জন ৷ তাঁদের অন্যতম বাংলা কমিকস-এর কিংবদন্তি নারায়ণ দেবনাথ ৷ নারায়ণ দেবনাথ পদ্মশ্রী সম্মান পাচ্ছেন জেনে খুশি শিল্পীর পরিবার । জীবনপ্রান্তে এসে একের পর এক সম্মাননা পেয়ে শিল্পী বললেন, "যখন যেটা পাওয়ার তখনই সেটা পাওয়া যায় ।" অভিমানের স্বরে বললেন, "এককালে বহু বিদ্বজ্জনের অবজ্ঞাও পেয়েছি ৷"

গত প্রায় ছয় প্রজন্ম ধরে বাঙালির ছোটোবেলাকে আঁকায়-লেখাকে ভরিয়ে তুলেছেন নারায়ণ দেবনাথ । তিনি অমর কমিকস চরিত্র বাটুল দি গ্রেট, হাঁদা-ভোঁদা নন্টে-ফন্টের স্রষ্টা ৷ বলা বাহুল্য, নারায়ণ দেবনাথ আর বাংলা কমিকস প্রায় সমার্থক ৷ সেই শিল্পীকেই এবার পদ্মশ্রী সম্মান দিতে চলেছে ভারত সরকার । সোমবার দুপুরে দিল্লি থেকে ফোন আসে নারায়ণ দেবনাথের বাড়িতে ৷ শিবপুরের বাজে শিবপুর রোডের দীর্ঘদিনের বিখ্যাত বাসিন্দার বয়স হয়েছে 98 বছর ৷ শিল্পী এই মুহূর্তে বার্ধক্যজনিত একাধিক অসুখে ভুগছেন । আঁকা-লেখা থেকে একপ্রকার অবসর নিয়েছেন ৷ তবে, দেরি করে হলেও পদ্মশ্রী পাওয়ায় খুশি শিল্পী ও তাঁর পরিবার ৷

পদ্মশ্রী পাওয়ায় খুশি নারায়ণ দেবনাথ ৷

আরও পড়ুন: পদ্ম-সম্মানেও রাজনীতি ! বিজেপির বিরুদ্ধে সরব বিরোধীরা

নারায়ণ দেবনাথ বলেন, "ভালোই লাগছে ৷ যখন যেটা পাওয়ার তখনই সেটা পাওয়া যায় । আগেও না পরেও না ৷"

আক্ষেপের সুরে বলেন, "এককালে বহু বিদ্বজ্জনের অবজ্ঞাও পেয়েছি ৷ যে বিষয়ে অবজ্ঞা করা হয়েছে, পরে সেটাই আমি পেয়েছি ৷"

আরও পড়ুন: পদ্মশ্রী সম্মান পাচ্ছেন 7 বাঙালি

এর আগে 2015 সালে পশ্চিমবঙ্গ সরকার নারায়ণ দেবনাথকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে । শিশু সাহিত্যে অবদানের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারও পেয়েছেন তিনি ৷

কলকাতা, 26 জানুয়ারি: এবার রাজ্য থেকে পদ্মশ্রী হয়েছেন 7 জন ৷ তাঁদের অন্যতম বাংলা কমিকস-এর কিংবদন্তি নারায়ণ দেবনাথ ৷ নারায়ণ দেবনাথ পদ্মশ্রী সম্মান পাচ্ছেন জেনে খুশি শিল্পীর পরিবার । জীবনপ্রান্তে এসে একের পর এক সম্মাননা পেয়ে শিল্পী বললেন, "যখন যেটা পাওয়ার তখনই সেটা পাওয়া যায় ।" অভিমানের স্বরে বললেন, "এককালে বহু বিদ্বজ্জনের অবজ্ঞাও পেয়েছি ৷"

গত প্রায় ছয় প্রজন্ম ধরে বাঙালির ছোটোবেলাকে আঁকায়-লেখাকে ভরিয়ে তুলেছেন নারায়ণ দেবনাথ । তিনি অমর কমিকস চরিত্র বাটুল দি গ্রেট, হাঁদা-ভোঁদা নন্টে-ফন্টের স্রষ্টা ৷ বলা বাহুল্য, নারায়ণ দেবনাথ আর বাংলা কমিকস প্রায় সমার্থক ৷ সেই শিল্পীকেই এবার পদ্মশ্রী সম্মান দিতে চলেছে ভারত সরকার । সোমবার দুপুরে দিল্লি থেকে ফোন আসে নারায়ণ দেবনাথের বাড়িতে ৷ শিবপুরের বাজে শিবপুর রোডের দীর্ঘদিনের বিখ্যাত বাসিন্দার বয়স হয়েছে 98 বছর ৷ শিল্পী এই মুহূর্তে বার্ধক্যজনিত একাধিক অসুখে ভুগছেন । আঁকা-লেখা থেকে একপ্রকার অবসর নিয়েছেন ৷ তবে, দেরি করে হলেও পদ্মশ্রী পাওয়ায় খুশি শিল্পী ও তাঁর পরিবার ৷

পদ্মশ্রী পাওয়ায় খুশি নারায়ণ দেবনাথ ৷

আরও পড়ুন: পদ্ম-সম্মানেও রাজনীতি ! বিজেপির বিরুদ্ধে সরব বিরোধীরা

নারায়ণ দেবনাথ বলেন, "ভালোই লাগছে ৷ যখন যেটা পাওয়ার তখনই সেটা পাওয়া যায় । আগেও না পরেও না ৷"

আক্ষেপের সুরে বলেন, "এককালে বহু বিদ্বজ্জনের অবজ্ঞাও পেয়েছি ৷ যে বিষয়ে অবজ্ঞা করা হয়েছে, পরে সেটাই আমি পেয়েছি ৷"

আরও পড়ুন: পদ্মশ্রী সম্মান পাচ্ছেন 7 বাঙালি

এর আগে 2015 সালে পশ্চিমবঙ্গ সরকার নারায়ণ দেবনাথকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে । শিশু সাহিত্যে অবদানের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারও পেয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.