কলকাতা, 31 জানুয়ারি : বিজেপির চাপে সৌমিত্র খাঁ ডিভোর্সের চিঠি পাঠিয়েছেন। এ কথা আরও একবার উল্লেখ করে সৌমিত্রকে দীর্ঘ চিঠি পাঠালেন সুজাতা মণ্ডল খাঁ। চিঠির ছত্রে ছত্রে উঠে এসেছে তাঁর অভিমানের কথা।
21 ডিসেম্বর তৃণমূলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পরই সুজাতা মণ্ডল খাঁকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয় রাজ্য রাজনীতিতে। এরপর থেকে রাজনৈতিক অবস্থানের পাশাপাশি নিজেদের মধ্যেও দূরত্ব তৈরি হয় সৌমিত্র ও সুজাতার। সৌমিত্র খাঁর পাঠানো বিবাহ-বিচ্ছেদের নোটিসের আজ জবাব দিলেন সুজাতা খাঁ। দীর্ঘ চিঠি লিখে তিনি জানালেন, "কখনও আমি তোমার কাছে ডিভোর্স চাইনি। মিউচুয়াল ডিভোর্সের যে আবেদন করেছ তা সঠিক নয়। তুমিই আমার পরিবার। তোমার থেকে আলাদা হওয়ার কথা কখনও ভাবতেও পারি না। দীর্ঘদিন আমরা একসঙ্গে পথ চলেছি। তৃণমূলে যোগদানের মাত্র দু'ঘণ্টার মধ্যে তুমি আমাকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছিলে। আমার বিশ্বাস ওই ডিভোর্সের নোটিস তোমার নিজের লেখা নয় । তোমার রাজনৈতিক প্রভুদের চাপে তা লিখতে বাধ্য হয়েছ। আর যদি সত্যিই নিজে নোটিসটি লিখে থাকো, তাহলে বলব সাংবাদিক সম্মেলনে মানুষকে বিভ্রান্ত করতে কান্নাকাটির অভিনয়টা দারুণ ছিল।''
আরও পড়ুন: "ভালো থেকো সুজাতা"
পাশাপাশি, চিঠিতে তাঁর আত্মবিশ্বাসের কথাও উল্লেখ করেছেন সুজাতা খাঁ। তিনি লিখেছেন, ''এ কোন সৌমিত্র? কোন সৌমিত্রকে আমি বিশ্বাস করব? তোমার কান্না যদি সঠিক হয়, তাহলে ওই নোটিস কখনওই তোমার নিজের লেখা হতে পারে না। তোমার মহান পার্টির নেতারা নিষ্ঠুর কাজ করতে বাধ্য করেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নিজের পরিচয় গড়ে তুলব। সেবা করব মানুষের। তারপরে আমি সুজাতা মণ্ডল খাঁ হিসেবে পরিচিত হব।''