ETV Bharat / city

Tathagata Roy: বিজেপি ছাড়লে অনেক গুপ্তকথা ফাঁস করতাম, দিলীপকে পাল্টা তথাগতর

বিজেপি ছাড়লে অনেক গুপ্তকথা ফাঁস করতাম, দিলীপ ঘোষের (Dilip ghosh) মন্তব্যের জবাব দিয়ে একথা বললেন তথাগত রায় (Tathagata Roy) ৷ তিনি এখন দল ছাড়ছেন না বলেও জানিয়ে দিয়েছেন ৷

I am not leaving bjp, tathagata roy replied to Dilip ghosh
বিজেপি ছাড়লে অনেক গুপ্ত কথা ফাঁস করতাম, দিলীপকে জবাব তথাগতর
author img

By

Published : Nov 7, 2021, 5:32 PM IST

Updated : Nov 7, 2021, 5:51 PM IST

কলকাতা, 7 নভেম্বর: তিনি দল ছাড়ছেন না ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip ghosh) দল ছাড়ার প্রস্তাবে জবাব দিয়ে একথা জানিয়ে দিলেন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় (Tathagata Roy) ৷ তবে হুমকির সুরে তিনি জানিয়েছেন, দল ছাড়লে অনেক গুপ্তকথাই ফাঁস করে দিতে পারেন ৷ তিনি দলের পাশেই থাকবেন ও দলকে আলো দেখানোর চেষ্টা করে যাবেন ৷

শনিবার তথাগত রায়কে একহাত নিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ তিমি বলেন, "তথাগত রায় দলের ক্ষতি করছেন ৷ বারবার তিনি বিজেপিকে আক্রমণ করেছেন ৷ বারবার তিনি দাবি করেছেন যে, রাজ্য নেতৃত্বের দুর্দশা দেখে তিনি লজ্জিত ৷ লজ্জা লাগলে দল ছেড়ে চলে যান ৷ কতদিন এ ভাবে লজ্জা পাবেন ? দল ছেড়ে দিন ৷"

দিলীপের এই প্রস্তাবের জবাব দিয়ে রবিবার টুইট করেছেন তথাগত রায় ৷ তিনি লিখেছেন, "গতকাল থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম । সকলকে আশ্বস্ত করছি এই বলে, যে আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না । আমি আপাতত এখন সাধারণ সদস্য । এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব । দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম কিন্তু এখনই তা হচ্ছে না ।"

  • গতকাল থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম। সকলকে আশ্বস্ত করছি এই বলে, যে আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না। আমি আপাতত এখন সাধারণ সদস্য। এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব। দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম কিন্তু এখনই তা হচ্ছে না।

    — Tathagata Roy (@tathagata2) November 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Tathagata Roy: কেন একের পর এক টুইট-বাণ ? 'বলতেই হল' তথাগতকে

টুইটে তিনি আরও লিখেছেন, "আজকে বহু চ্যানেল ও পোর্টাল এসে এই মন্তব্য নিয়ে আমাকে জ্বালিয়ে খেয়েছে । সকলকে একই উত্তর দিয়েছি । তা হল, এর জবাব দিলীপ ঘোষ বুঝতে পারবেন না, তাই পন্ডশ্রম করে লাভ নেই । এই মন্তব্যকে আমি বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছি না ।"

আরও পড়ুন: Tathagata Roy: উপনির্বাচনে ভরাডুবিতে বিজেপি নেতাদের তুলোধনা তথাগতর

  • Joy Banerjee has left BJP. This continuous bleeding does not augur well for BJP in W Bengal.

    Dilip Ghosh advises me to leave BJP if I am ashamed of the party. I don’t take him seriously. I am now merely a simple member. But I will stay on and try to put the party right. Until…

    — Tathagata Roy (@tathagata2) November 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তথাগতর কথায়, "জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি ছেড়েছেন ৷ ক্রমাগত এই রক্তক্ষরণ পশ্চিমবঙ্গের বিজেপির জন্য ভাল হচ্ছে না ৷ আমি লজ্জিত হলে যেন দল ছেড়ে চলে যাই, এই পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ ৷ তাঁর এই কথায় গুরুত্ব দিইনি ৷ আমি একজন সাধারণ সদস্য ৷ আমি দলে থাকব এবং দলকে আলো দিয়ে যাব ৷"

আরও পড়ুন: Abhishek Banerjee: উপনির্বাচনে ধুলিসাৎ বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ অভিষেকের

কলকাতা, 7 নভেম্বর: তিনি দল ছাড়ছেন না ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip ghosh) দল ছাড়ার প্রস্তাবে জবাব দিয়ে একথা জানিয়ে দিলেন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় (Tathagata Roy) ৷ তবে হুমকির সুরে তিনি জানিয়েছেন, দল ছাড়লে অনেক গুপ্তকথাই ফাঁস করে দিতে পারেন ৷ তিনি দলের পাশেই থাকবেন ও দলকে আলো দেখানোর চেষ্টা করে যাবেন ৷

শনিবার তথাগত রায়কে একহাত নিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ তিমি বলেন, "তথাগত রায় দলের ক্ষতি করছেন ৷ বারবার তিনি বিজেপিকে আক্রমণ করেছেন ৷ বারবার তিনি দাবি করেছেন যে, রাজ্য নেতৃত্বের দুর্দশা দেখে তিনি লজ্জিত ৷ লজ্জা লাগলে দল ছেড়ে চলে যান ৷ কতদিন এ ভাবে লজ্জা পাবেন ? দল ছেড়ে দিন ৷"

দিলীপের এই প্রস্তাবের জবাব দিয়ে রবিবার টুইট করেছেন তথাগত রায় ৷ তিনি লিখেছেন, "গতকাল থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম । সকলকে আশ্বস্ত করছি এই বলে, যে আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না । আমি আপাতত এখন সাধারণ সদস্য । এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব । দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম কিন্তু এখনই তা হচ্ছে না ।"

  • গতকাল থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম। সকলকে আশ্বস্ত করছি এই বলে, যে আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না। আমি আপাতত এখন সাধারণ সদস্য। এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব। দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম কিন্তু এখনই তা হচ্ছে না।

    — Tathagata Roy (@tathagata2) November 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Tathagata Roy: কেন একের পর এক টুইট-বাণ ? 'বলতেই হল' তথাগতকে

টুইটে তিনি আরও লিখেছেন, "আজকে বহু চ্যানেল ও পোর্টাল এসে এই মন্তব্য নিয়ে আমাকে জ্বালিয়ে খেয়েছে । সকলকে একই উত্তর দিয়েছি । তা হল, এর জবাব দিলীপ ঘোষ বুঝতে পারবেন না, তাই পন্ডশ্রম করে লাভ নেই । এই মন্তব্যকে আমি বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছি না ।"

আরও পড়ুন: Tathagata Roy: উপনির্বাচনে ভরাডুবিতে বিজেপি নেতাদের তুলোধনা তথাগতর

  • Joy Banerjee has left BJP. This continuous bleeding does not augur well for BJP in W Bengal.

    Dilip Ghosh advises me to leave BJP if I am ashamed of the party. I don’t take him seriously. I am now merely a simple member. But I will stay on and try to put the party right. Until…

    — Tathagata Roy (@tathagata2) November 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তথাগতর কথায়, "জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি ছেড়েছেন ৷ ক্রমাগত এই রক্তক্ষরণ পশ্চিমবঙ্গের বিজেপির জন্য ভাল হচ্ছে না ৷ আমি লজ্জিত হলে যেন দল ছেড়ে চলে যাই, এই পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ ৷ তাঁর এই কথায় গুরুত্ব দিইনি ৷ আমি একজন সাধারণ সদস্য ৷ আমি দলে থাকব এবং দলকে আলো দিয়ে যাব ৷"

আরও পড়ুন: Abhishek Banerjee: উপনির্বাচনে ধুলিসাৎ বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ অভিষেকের

Last Updated : Nov 7, 2021, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.