কলকাতা, 26 অক্টোবর : শব্দবাজি রুখতে কোনও আপস নয় । এমন বার্তাই দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । তারপর থেকেই কাজে নেমে পড়ে কলকাতা পুলিশ বাহিনী । তাতেই এল সাফল্য । বিগত সব বছরের রেকর্ড ভেঙে এবার এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হল 9100 কেজি নিষিদ্ধ বাজি । এখনও পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা 15 । নিষিদ্ধ বাজি বাজেয়াপ্তর সংখ্যাটা 10 হাজার কেজি ছাড়িয়ে যাবে বলে মনে করছে কলকাতা পুলিশ ।
সময়টা কম নয় । প্রায় কুড়ি বছর । 1999 সালে দূষণের জন্য প্রথমবার নিষিদ্ধ করা হয় শব্দবাজি । ইতিহাস বলছে, সে বছর শব্দের মাত্রা রাখা হয়েছিল 60 ডেসিবেল । পরে তা বাড়িয়ে 90 ডেসিবেল করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ । কিন্তু বিগত কুড়ি বছরে শব্দবাজির তাণ্ডব বজায় রয়েছে । কালীপুজো, দিওয়ালি, শবে বরাত এবং ছটপুজো উপলক্ষ্যে শব্দবাজির ব্যবহার কমেনি । এইসব উৎসবের শহর কলকাতা এবং শহরতলির বিভিন্ন অংশে শব্দবাজির তাণ্ডবে কেঁপে উঠে এলাকা ।
তথ্য বলছে, গত বছর কলকাতা পুলিশের তরফে উদ্ধার করা হয়েছিল ছয় হাজার কেজির মতো শব্দবাজি । কলকাতা পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন এই তথ্য । আর এ বছর এখনও পর্যন্ত উদ্ধার রয়েছে 9100 কেজি শব্দবাজি । বৃহস্পতিবার পর্যন্ত নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারের পরিমাণ ছিল 7545 কেজি । শুক্রবার কলকাতার বিভিন্ন পুলিশ স্টেশন মিলিয়ে উদ্ধার হয় প্রায় এক হাজার কেজি শব্দবাজি । পাশাপাশি গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের পক্ষ থেকে উদ্ধার করা হয় প্রায় 600 কেজি শব্দবাজি ।
কলকাতা পুলিশ সূত্রে খবর, গতকাল 250 কেজি নিষিদ্ধ বাজি ধর্মতলা দিয়ে পাচার করার চেষ্টা হচ্ছিল বিভিন্ন জেলায় । গোপন সূত্রে খবর পেয়ে তার আগেই ওই বাজি বাজেয়াপ্ত করে পুলিশ । বাজি ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারীরা । পাশাপাশি কলকাতার ট্রান্সপোর্ট হাব তারাচাঁদ দত্ত স্ট্রিট দিয়ে বাজি পাচারের চেষ্টা চলছিল । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশন তার আগেই বাজেয়াপ্ত করে সেসব ।