ETV Bharat / city

রেকর্ড শব্দবাজি বাজেয়াপ্ত কলকাতা পুলিশের, গ্রেপ্তার 15

তথ্য বলছে, গত বছর কলকাতা পুলিশের তরফে উদ্ধার করা হয়েছিল ছয় হাজার কেজির মতো শব্দবাজি । আর এ বছর এখনও পর্যন্ত উদ্ধার রয়েছে 9100 কেজি শব্দবাজি ।

author img

By

Published : Oct 26, 2019, 7:31 AM IST

ফাইল ফোটো

কলকাতা, 26 অক্টোবর : শব্দবাজি রুখতে কোনও আপস নয় । এমন বার্তাই দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । তারপর থেকেই কাজে নেমে পড়ে কলকাতা পুলিশ বাহিনী । তাতেই এল সাফল্য । বিগত সব বছরের রেকর্ড ভেঙে এবার এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হল 9100 কেজি নিষিদ্ধ বাজি । এখনও পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা 15 । নিষিদ্ধ বাজি বাজেয়াপ্তর সংখ্যাটা 10 হাজার কেজি ছাড়িয়ে যাবে বলে মনে করছে কলকাতা পুলিশ ।

সময়টা কম নয় । প্রায় কুড়ি বছর । 1999 সালে দূষণের জন্য প্রথমবার নিষিদ্ধ করা হয় শব্দবাজি । ইতিহাস বলছে, সে বছর শব্দের মাত্রা রাখা হয়েছিল 60 ডেসিবেল । পরে তা বাড়িয়ে 90 ডেসিবেল করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ । কিন্তু বিগত কুড়ি বছরে শব্দবাজির তাণ্ডব বজায় রয়েছে । কালীপুজো, দিওয়ালি, শবে বরাত এবং ছটপুজো উপলক্ষ্যে শব্দবাজির ব্যবহার কমেনি । এইসব উৎসবের শহর কলকাতা এবং শহরতলির বিভিন্ন অংশে শব্দবাজির তাণ্ডবে কেঁপে উঠে এলাকা ।

তথ্য বলছে, গত বছর কলকাতা পুলিশের তরফে উদ্ধার করা হয়েছিল ছয় হাজার কেজির মতো শব্দবাজি । কলকাতা পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন এই তথ্য । আর এ বছর এখনও পর্যন্ত উদ্ধার রয়েছে 9100 কেজি শব্দবাজি । বৃহস্পতিবার পর্যন্ত নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারের পরিমাণ ছিল 7545 কেজি । শুক্রবার কলকাতার বিভিন্ন পুলিশ স্টেশন মিলিয়ে উদ্ধার হয় প্রায় এক হাজার কেজি শব্দবাজি । পাশাপাশি গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের পক্ষ থেকে উদ্ধার করা হয় প্রায় 600 কেজি শব্দবাজি ।

কলকাতা পুলিশ সূত্রে খবর, গতকাল 250 কেজি নিষিদ্ধ বাজি ধর্মতলা দিয়ে পাচার করার চেষ্টা হচ্ছিল বিভিন্ন জেলায় । গোপন সূত্রে খবর পেয়ে তার আগেই ওই বাজি বাজেয়াপ্ত করে পুলিশ । বাজি ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারীরা । পাশাপাশি কলকাতার ট্রান্সপোর্ট হাব তারাচাঁদ দত্ত স্ট্রিট দিয়ে বাজি পাচারের চেষ্টা চলছিল । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশন তার আগেই বাজেয়াপ্ত করে সেসব ।

কলকাতা, 26 অক্টোবর : শব্দবাজি রুখতে কোনও আপস নয় । এমন বার্তাই দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । তারপর থেকেই কাজে নেমে পড়ে কলকাতা পুলিশ বাহিনী । তাতেই এল সাফল্য । বিগত সব বছরের রেকর্ড ভেঙে এবার এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হল 9100 কেজি নিষিদ্ধ বাজি । এখনও পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা 15 । নিষিদ্ধ বাজি বাজেয়াপ্তর সংখ্যাটা 10 হাজার কেজি ছাড়িয়ে যাবে বলে মনে করছে কলকাতা পুলিশ ।

সময়টা কম নয় । প্রায় কুড়ি বছর । 1999 সালে দূষণের জন্য প্রথমবার নিষিদ্ধ করা হয় শব্দবাজি । ইতিহাস বলছে, সে বছর শব্দের মাত্রা রাখা হয়েছিল 60 ডেসিবেল । পরে তা বাড়িয়ে 90 ডেসিবেল করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ । কিন্তু বিগত কুড়ি বছরে শব্দবাজির তাণ্ডব বজায় রয়েছে । কালীপুজো, দিওয়ালি, শবে বরাত এবং ছটপুজো উপলক্ষ্যে শব্দবাজির ব্যবহার কমেনি । এইসব উৎসবের শহর কলকাতা এবং শহরতলির বিভিন্ন অংশে শব্দবাজির তাণ্ডবে কেঁপে উঠে এলাকা ।

তথ্য বলছে, গত বছর কলকাতা পুলিশের তরফে উদ্ধার করা হয়েছিল ছয় হাজার কেজির মতো শব্দবাজি । কলকাতা পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন এই তথ্য । আর এ বছর এখনও পর্যন্ত উদ্ধার রয়েছে 9100 কেজি শব্দবাজি । বৃহস্পতিবার পর্যন্ত নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারের পরিমাণ ছিল 7545 কেজি । শুক্রবার কলকাতার বিভিন্ন পুলিশ স্টেশন মিলিয়ে উদ্ধার হয় প্রায় এক হাজার কেজি শব্দবাজি । পাশাপাশি গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের পক্ষ থেকে উদ্ধার করা হয় প্রায় 600 কেজি শব্দবাজি ।

কলকাতা পুলিশ সূত্রে খবর, গতকাল 250 কেজি নিষিদ্ধ বাজি ধর্মতলা দিয়ে পাচার করার চেষ্টা হচ্ছিল বিভিন্ন জেলায় । গোপন সূত্রে খবর পেয়ে তার আগেই ওই বাজি বাজেয়াপ্ত করে পুলিশ । বাজি ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারীরা । পাশাপাশি কলকাতার ট্রান্সপোর্ট হাব তারাচাঁদ দত্ত স্ট্রিট দিয়ে বাজি পাচারের চেষ্টা চলছিল । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশন তার আগেই বাজেয়াপ্ত করে সেসব ।

Intro:কলকাতা, 25 অক্টোবর: শব্দবাজি রুখতে কোন আপস নয়। এমন বার্তাই দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার। তারপর থেকেই কাজে নেমে পড়ে গোটা কলকাতা পুলিশ বাহিনী। তাতেই এল সাফল্য। বিগত সব বছরের রেকর্ড ভেঙে এবার এখনো পর্যন্ত আটক করা হলো ৯১০০ কেজি নিষিদ্ধ বাজি। এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা 15। নিষিদ্ধ বাজি আটকের সংখ্যাটা 10 হাজার কেজি ছাড়িয়ে যাবে বলে আশা কলকাতা পুলিশের। Body:সময়টা কম নয়। প্রায় কুড়ি বছর। ১৯৯৯ সালে দূষণের জন্য প্রথমবার নিষিদ্ধ করা হয় শব্দবাজি। ইতিহাস বলছে, সে বছর শব্দের মাত্রা রাখা হয়েছিল ৬০ ডেসিবেল। পরে সেটি বাড়িয়ে 90 ডেসিবেল করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কিন্তু বিগত কুড়ি বছরে শব্দবাজির তাণ্ডব বজায় রয়েছে। কালীপুজো,দিওয়ালি, শবেবরাত এবং ছট পুজো উপলক্ষে শব্দবাজির ব্যবহার কমেনি। এইসব উৎসবের শহর কলকাতা এবং শহরতলীর বিভিন্ন অংশে শব্দবাজি তাণ্ডবে কেঁপে উঠে এলাকা।
Conclusion:তথ্য বলছে, গত বছর কলকাতা পুলিশের তরফে উদ্ধার করা হয়েছিল ছয় হাজার কেজির মত শব্দবাজি। কলকাতা পুলিশের এক সিনিয়ার কর্তা জানিয়েছেন এই তথ্য। আর বছর এখনো পর্যন্ত উদ্ধার রয়েছে ৯১০০ কেজি শব্দবাজি। গতকাল পর্যন্ত নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারের পরিমাণ ছিল ৭৫৪৫ কেজি। আজ কলকাতার বিভিন্ন পুলিশ স্টেশন মিলিয়ে উদ্ধার হয় প্রায় এক হাজার কেজি শব্দবাজি। পাশাপাশি গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের পক্ষ থেকে উদ্ধার করা হয় প্রায় 600 কেজি শব্দবাজি।

কলকাতা পুলিশ সূত্রে খবর, আজ 250 কেজি নিষিদ্ধ বাজি ধর্মতলা দিয়ে পাচার করার চেষ্টা হচ্ছিল বিভিন্ন জেলায়। গোপন সূত্রে খবর পেয়ে তার আগেই ওই বাজি আটক করে পুলিশ। বাজি ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারী। পাশাপাশি কলকাতার ট্রান্সপোর্ট হাব তারাচাঁদ দত্ত স্ট্রিট দিয়ে বাজি পাচারের চেষ্টা চলছিল। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আন্টি রাউডি সেকশন তার আগেই আটক করে সেসব।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.