ETV Bharat / city

গৃহবধূকে খুনের অভিযোগ, বেপাত্তা অভিযুক্ত স্বামী - শ্বাসরোধ

কলকাতার পশ্চিম বন্দর থানা এলাকায় গৃহবধূকে খুনের অভিযোগ ৷ কাঠগড়ায় স্বামী ৷ নিহত নাসিমাকে মাঝেমধ্য়েই মারধর করত শ্বশুরবাড়ির সদস্য়রা, দাবি স্থানীয়দের ৷ তাঁকে পিটিয়ে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্তের স্বামী ৷

wb-kol-murder-west port-7209715
গৃহবধূকে খুনের অভিযোগ, বেপাত্তা অভিযুক্ত স্বামী
author img

By

Published : Jan 27, 2021, 12:45 PM IST

কলকাতা, 27 জানুয়ারি : গৃহবধূকে পিটিয়ে, শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতের ঘটনায় চাঞ্চল্য় কলকাতার পশ্চিম বন্দর থানা এলাকায় ৷ ঘটনার পর থেকেই বেপাত্তা মৃতার স্বামী ৷

পশ্চিম বন্দর থানা এলাকার বাসিন্দা ছিলেন নাসিমা ৷ মঙ্গলবার রাতে তাঁর দেহ উদ্ধার হয়৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাসিমার স্বামীই তাঁকে খুন করে চম্পট দিয়েছে ৷

পুলিশ সূত্রের খবর, ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই খুনের মামলা রুজু করা হয়েছে ৷ ওই গৃহবধূর গলায় বেশ কয়েকটি ক্ষতচিহ্ন মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান, পিটিয়ে ও শ্বাসরোধ করে খুন করা হয়েছে নাসিমাকে ৷

এলাকার বাসিন্দারা জানান, মাঝেমধ্য়েই নাসিমাকে মারধর করত শ্বশুরবাড়ির লোকজন ৷ তাতে তাঁর স্বামীরও মদত ছিল ৷

আরও পড়ুন: শিক্ষকদের অভিযান ঘিরে উত্তপ্ত বিধানসভা চত্বর

নাসিমার মৃত্য়ুর খবর পেতেই মঙ্গলবার রাতে তাঁর শ্বশুরবাড়িতে পৌঁছে যান বাপের বাড়ির সদস্য়রা ৷ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি করেন তাঁরা৷ ঘটনা ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে৷ পশ্চিম বন্দর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনায় মূল অভিযুক্ত নাসিমার স্বামীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

কলকাতা, 27 জানুয়ারি : গৃহবধূকে পিটিয়ে, শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতের ঘটনায় চাঞ্চল্য় কলকাতার পশ্চিম বন্দর থানা এলাকায় ৷ ঘটনার পর থেকেই বেপাত্তা মৃতার স্বামী ৷

পশ্চিম বন্দর থানা এলাকার বাসিন্দা ছিলেন নাসিমা ৷ মঙ্গলবার রাতে তাঁর দেহ উদ্ধার হয়৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাসিমার স্বামীই তাঁকে খুন করে চম্পট দিয়েছে ৷

পুলিশ সূত্রের খবর, ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই খুনের মামলা রুজু করা হয়েছে ৷ ওই গৃহবধূর গলায় বেশ কয়েকটি ক্ষতচিহ্ন মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান, পিটিয়ে ও শ্বাসরোধ করে খুন করা হয়েছে নাসিমাকে ৷

এলাকার বাসিন্দারা জানান, মাঝেমধ্য়েই নাসিমাকে মারধর করত শ্বশুরবাড়ির লোকজন ৷ তাতে তাঁর স্বামীরও মদত ছিল ৷

আরও পড়ুন: শিক্ষকদের অভিযান ঘিরে উত্তপ্ত বিধানসভা চত্বর

নাসিমার মৃত্য়ুর খবর পেতেই মঙ্গলবার রাতে তাঁর শ্বশুরবাড়িতে পৌঁছে যান বাপের বাড়ির সদস্য়রা ৷ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি করেন তাঁরা৷ ঘটনা ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে৷ পশ্চিম বন্দর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনায় মূল অভিযুক্ত নাসিমার স্বামীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.