ETV Bharat / city

কলকাতার কনটেইনমেন্ট জোনে চলছে ভাতের হোটেল! গ্রেপ্তার মালিক - ভাতের হোটেল

কনটেইনমেন্ট জোনে কিছুই খোলার অনুমতি নেই। এমনকী, সেখানে থেকে বিশেষ কারণ ছাড়া মানুষজনেরও বের হওয়ার অনুমতি নেই। তেমনই এক কনটেইনমেন্ট জোনে রীতিমতো ভাতের হোটেল চালাচ্ছিল এক ব্যক্তি। পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সেই হোটেলের মালিককে।

hotel
কনটেইনমেন্ট
author img

By

Published : May 5, 2020, 10:34 PM IST

কলকাতা, 5 মে: জাতীয় সড়কের ধারে কিছু ধাবা খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের তরফে রেড জোনে খাবারের হোম ডেলিভারির অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কনটেইনমেন্ট জোনে কিছুই খোলার অনুমতি নেই। এমনকী, সেখানে থেকে বিশেষ কারণ ছাড়া মানুষজনেরও বের হওয়ার অনুমতি নেই। তেমনই এক কনটেইনমেন্ট জোনে রীতিমতো ভাতের হোটেল চালাচ্ছিল এক ব্যক্তি। পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সেই হোটেলের মালিককে। নাম পল্টু সাহা ৷ বয়স 50 ৷


সামনে প্লাস্টিকের আচ্ছাদন। তার ভেতরেই চলছিল কারবার। মানুষজন সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই সেই হোটেলে বসে খাচ্ছে খাবার। অথচ রাজ্য সরকারের তথ্য বলছে, কলকাতায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 700। মৃত্যু হয়েছে 40 জনের। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 472। যা রাজ্যের মধ্যে সর্বাধিক।

সেই সূত্রেই এই মুহূর্তে কলকাতার কনটেইনমেন্ট জোনের সংখ্যা 318। তেমনই এক কনটেইনমেন্ট জোন সিমলা রোড। সেখানে 35B সিমলা রোডে রমরমিয়ে চলছিল সেই ভাতের হোটেল। আজ বিষয়টি সূত্র মারফত জানতে পারে পুলিশ। তারপরেই হানা দেওয়া হয় দুপুরে। তখন হোটেলে বসে খাচ্ছেন কয়েকজন।

এর পরেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করে ওই হোটেলের মালিককে। ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188 ধারা এবং DM অ্যাক্টের 54 নম্বর ধারায় মামলা করা হয়েছে।

কলকাতা, 5 মে: জাতীয় সড়কের ধারে কিছু ধাবা খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের তরফে রেড জোনে খাবারের হোম ডেলিভারির অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কনটেইনমেন্ট জোনে কিছুই খোলার অনুমতি নেই। এমনকী, সেখানে থেকে বিশেষ কারণ ছাড়া মানুষজনেরও বের হওয়ার অনুমতি নেই। তেমনই এক কনটেইনমেন্ট জোনে রীতিমতো ভাতের হোটেল চালাচ্ছিল এক ব্যক্তি। পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সেই হোটেলের মালিককে। নাম পল্টু সাহা ৷ বয়স 50 ৷


সামনে প্লাস্টিকের আচ্ছাদন। তার ভেতরেই চলছিল কারবার। মানুষজন সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই সেই হোটেলে বসে খাচ্ছে খাবার। অথচ রাজ্য সরকারের তথ্য বলছে, কলকাতায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 700। মৃত্যু হয়েছে 40 জনের। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 472। যা রাজ্যের মধ্যে সর্বাধিক।

সেই সূত্রেই এই মুহূর্তে কলকাতার কনটেইনমেন্ট জোনের সংখ্যা 318। তেমনই এক কনটেইনমেন্ট জোন সিমলা রোড। সেখানে 35B সিমলা রোডে রমরমিয়ে চলছিল সেই ভাতের হোটেল। আজ বিষয়টি সূত্র মারফত জানতে পারে পুলিশ। তারপরেই হানা দেওয়া হয় দুপুরে। তখন হোটেলে বসে খাচ্ছেন কয়েকজন।

এর পরেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করে ওই হোটেলের মালিককে। ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188 ধারা এবং DM অ্যাক্টের 54 নম্বর ধারায় মামলা করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.