মধ্যমগ্রাম, 17 জানুয়ারি : কলকাতা শহরের বিভিন্ন জায়গায় প্রায়ই চোখে পড়ে বিজ্ঞাপন । মনের মতো বান্ধবী পেতে ফোন করুন অমুক নম্বরে । বন্ধুত্ব করিয়ে দেওয়ার “ঠিকাদার"দের ফোন করলেই শোনা যেত আকর্ষণীয় মহিলার কণ্ঠ । কথার জালে ফাঁসিয়ে তারা আকৃষ্ট করে নিত পুরুষমন । আর তারপরই শুরু হয়ে যেত আসল খেলা । সে খেলা নিখাদ প্রতারণার । এমনই এক চক্রের সন্ধান পেল CID । ঘটনায় মধ্যমগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে 16 জন যুবতিকে ।
কিছুদিন আগে অভিযোগ পেয়েছিল CID । বন্ধুত্ব করানোর এজেন্সির খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন অনেকে । অভিযোগের ভিত্তিতে আটঘাট বেঁধেই তদন্তে নামে CID । CID সূত্রের খবর, প্রথমে গোয়েন্দারা কাস্টমার সেজে ফোন করে । ও প্রান্ত থেকে যথারীতি ফোন ধরে এক নারী । জানানো হয় নানা বয়সের নানা প্রোফাইলের কিশোরী, যুবতি, মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিতে পারে তারা । বিষয়টা আরও এগিয়ে নেওয়ার দায়িত্বও তাদের । এক্ষেত্রে অনেক সময় রোজগারের সুযোগও থাকে । অনেক একাকী মহিলা পেতে চান পুরুষসঙ্গী। তাঁরা টাকার বিনিময়ে সার্ভিস নিয়ে থাকেন । কিন্তু এর জন্য দিতে হত রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা । একবার এই চক্রে জড়িয়ে পড়লে চাহিদার অঙ্কটাও বাড়তে থাকে । CID আধিকারিকরা কথার জালে ফাঁসিয়ে ওই কল সেন্টারের ঠিকানা জোগাড় করে ফেলেন । জানতে পারেন যে চক্রটি মধ্যমগ্রামে রয়েছে ।
অভিযোগ অনুসারে গতকাল মধ্যমগ্রামে রেইড চালানো হয় । তারপর সেখান থেকে পাওয়া যায় 16 জন যুবতিকে । এর সঙ্গে উদ্ধার হয় বেশ কিছু ফোন এবং সিম কার্ড । 16 জন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ । চক্রের কিংপিনের খোঁজ চলছে । ধৃতদের বারাসত আদালতে পেশ করে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেপাজত চাওয়া হয়েছে ।