ETV Bharat / city

বন্ধুত্বের প্রলোভন দেখিয়ে কল সেন্টারে প্রতারণা, CID-র জালে 16 যুবতি - madhyamgram

মধ্যমগ্রামে মিলল মধুচক্রের খোঁজ । CID আটঘাট বেঁধেই তদন্তে নেমেছিল । গ্রেপ্তার করা হয় 16 যুবতিকে । সঙ্গে উদ্ধার করা হয় বেশ কিছু ফোন ও সিম কার্ড ।

honey trap in madhyamgram
মধ্যমগ্রামে মধুচক্রের খোঁজ
author img

By

Published : Jan 17, 2020, 11:46 PM IST

মধ্যমগ্রাম, 17 জানুয়ারি : কলকাতা শহরের বিভিন্ন জায়গায় প্রায়ই চোখে পড়ে বিজ্ঞাপন । মনের মতো বান্ধবী পেতে ফোন করুন অমুক নম্বরে । বন্ধুত্ব করিয়ে দেওয়ার “ঠিকাদার"দের ফোন করলেই শোনা যেত আকর্ষণীয় মহিলার কণ্ঠ । কথার জালে ফাঁসিয়ে তারা আকৃষ্ট করে নিত পুরুষমন । আর তারপরই শুরু হয়ে যেত আসল খেলা । সে খেলা নিখাদ প্রতারণার । এমনই এক চক্রের সন্ধান পেল CID । ঘটনায় মধ্যমগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে 16 জন যুবতিকে ।

কিছুদিন আগে অভিযোগ পেয়েছিল CID । বন্ধুত্ব করানোর এজেন্সির খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন অনেকে । অভিযোগের ভিত্তিতে আটঘাট বেঁধেই তদন্তে নামে CID । CID সূত্রের খবর, প্রথমে গোয়েন্দারা কাস্টমার সেজে ফোন করে । ও প্রান্ত থেকে যথারীতি ফোন ধরে এক নারী । জানানো হয় নানা বয়সের নানা প্রোফাইলের কিশোরী, যুবতি, মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিতে পারে তারা । বিষয়টা আরও এগিয়ে নেওয়ার দায়িত্বও তাদের । এক্ষেত্রে অনেক সময় রোজগারের সুযোগও থাকে । অনেক একাকী মহিলা পেতে চান পুরুষসঙ্গী। তাঁরা টাকার বিনিময়ে সার্ভিস নিয়ে থাকেন । কিন্তু এর জন্য দিতে হত রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা । একবার এই চক্রে জড়িয়ে পড়লে চাহিদার অঙ্কটাও বাড়তে থাকে । CID আধিকারিকরা কথার জালে ফাঁসিয়ে ওই কল সেন্টারের ঠিকানা জোগাড় করে ফেলেন । জানতে পারেন যে চক্রটি মধ্যমগ্রামে রয়েছে ।

অভিযোগ অনুসারে গতকাল মধ্যমগ্রামে রেইড চালানো হয় । তারপর সেখান থেকে পাওয়া যায় 16 জন যুবতিকে । এর সঙ্গে উদ্ধার হয় বেশ কিছু ফোন এবং সিম কার্ড । 16 জন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ । চক্রের কিংপিনের খোঁজ চলছে । ধৃতদের বারাসত আদালতে পেশ করে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেপাজত চাওয়া হয়েছে ।

মধ্যমগ্রাম, 17 জানুয়ারি : কলকাতা শহরের বিভিন্ন জায়গায় প্রায়ই চোখে পড়ে বিজ্ঞাপন । মনের মতো বান্ধবী পেতে ফোন করুন অমুক নম্বরে । বন্ধুত্ব করিয়ে দেওয়ার “ঠিকাদার"দের ফোন করলেই শোনা যেত আকর্ষণীয় মহিলার কণ্ঠ । কথার জালে ফাঁসিয়ে তারা আকৃষ্ট করে নিত পুরুষমন । আর তারপরই শুরু হয়ে যেত আসল খেলা । সে খেলা নিখাদ প্রতারণার । এমনই এক চক্রের সন্ধান পেল CID । ঘটনায় মধ্যমগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে 16 জন যুবতিকে ।

কিছুদিন আগে অভিযোগ পেয়েছিল CID । বন্ধুত্ব করানোর এজেন্সির খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন অনেকে । অভিযোগের ভিত্তিতে আটঘাট বেঁধেই তদন্তে নামে CID । CID সূত্রের খবর, প্রথমে গোয়েন্দারা কাস্টমার সেজে ফোন করে । ও প্রান্ত থেকে যথারীতি ফোন ধরে এক নারী । জানানো হয় নানা বয়সের নানা প্রোফাইলের কিশোরী, যুবতি, মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিতে পারে তারা । বিষয়টা আরও এগিয়ে নেওয়ার দায়িত্বও তাদের । এক্ষেত্রে অনেক সময় রোজগারের সুযোগও থাকে । অনেক একাকী মহিলা পেতে চান পুরুষসঙ্গী। তাঁরা টাকার বিনিময়ে সার্ভিস নিয়ে থাকেন । কিন্তু এর জন্য দিতে হত রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা । একবার এই চক্রে জড়িয়ে পড়লে চাহিদার অঙ্কটাও বাড়তে থাকে । CID আধিকারিকরা কথার জালে ফাঁসিয়ে ওই কল সেন্টারের ঠিকানা জোগাড় করে ফেলেন । জানতে পারেন যে চক্রটি মধ্যমগ্রামে রয়েছে ।

অভিযোগ অনুসারে গতকাল মধ্যমগ্রামে রেইড চালানো হয় । তারপর সেখান থেকে পাওয়া যায় 16 জন যুবতিকে । এর সঙ্গে উদ্ধার হয় বেশ কিছু ফোন এবং সিম কার্ড । 16 জন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ । চক্রের কিংপিনের খোঁজ চলছে । ধৃতদের বারাসত আদালতে পেশ করে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেপাজত চাওয়া হয়েছে ।

Intro:কলকাতা, 17 জানুয়ারি: কলকাতা শহরের বিভিন্ন জায়গায় চোখে পড়ে বিজ্ঞাপন। মনের মত বান্ধবী পেতে ফোন করুন অমুক নাম্বারে। বন্ধুত্ব করিয়ে দেওয়ার “ঠিকাদার"দের ফোন করলেই শোনা যায় আকর্ষনীয় মহিলা কন্ঠ। কথার জালে ফাঁসিয়ে তারা আকৃষ্ট করে নেয় পুরুষ মন। আর তারপরেই শুরু হয়ে যায় আসল খেলা। সে খেলা নিখাদ প্রতারণার। এমনই এক চক্রের সন্ধান পেল সিআইডি। ঘটনায় মধ্যমগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে 16 জন যুবতীকে।



Body:কিছুদিন আগে অভিযোগ পায় সিআইডি। বন্ধুত্ব করানোর এজেন্সির খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন অনেকে। আটঘাট বেঁধেই তদন্তে নামা হয়। সিআইডি সূত্রে খবর, প্রথমে গোয়েন্দারা কাস্টমার সেজে ফোন করে। ও প্রান্ত থেকে যথারীতি ফোন ধরে এক নারীকন্ঠ। জানানো হয় নানা বয়সের নানা প্রোফাইলের কিশোরী, যুবতী, মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিতে পারেন তারা। বিষয়টা আরও এগিয়ে নেওয়ার দায়িত্ব তাদের। এক্ষেত্রে অনেক সময় রোজগারের সুযোগ থাকে। অনেক একাকী মহিলা পেতে চান পুরুষ সঙ্গ। তারা টাকার বিনিময়ে সার্ভিস নেন। কিন্তু এর জন্য দিতে হবে রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা। একবার এই চক্রে জড়িয়ে পড়লে চাহিদার অংকটা বাড়তেই থাকে। সিআইডি অফিসাররা কথার জালে ফাঁসিয়ে ওই কল সেন্টারের ঠিকানা জোগাড় করে ফেলে। জানা যায় সেটি মধ্যমগ্রামে।



Conclusion:গতকাল মধ্যমগ্রামে চালানো হয় রেইড। সেখানে পাওয়া যায় 16 জন যুবতীকে। উদ্ধার হয় বেশ কিছু ফোন এবং সিম কার্ড। 16 জন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রের কিংপিনের খোঁজ চলছে। ধৃতদের বারাসত আদালতে পেশ করে আরো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজত চাওয়া হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.