ETV Bharat / city

Gandhi as Asura in Durga Puja: হিন্দু মহাসভার পুজোয় অসুরের বদলে গান্ধির মুখ, বিতর্ক তিলোত্তমা জুড়ে

অখিল ভারত হিন্দু মহাসভার (Akhil Bharat Hindu MahaSabha) তরফ থেকে পুজোর আয়োজন করা হয়েছে (Durga Puja) । সেখানেই মহিষাসুরের বদলে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর অবয়ব (Mahatma Gandhi lookalike as Asura) । শুধু অবয়বই নয়, অসুরের চোখে রয়েছে ঠিক গান্ধিজীর চশমাটিও । বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এই ঘটনা স্বভাবতই জন্ম দিয়েছে অনেক বিতর্কের ।

Etv Bharat
Gandhi as Asura
author img

By

Published : Oct 2, 2022, 11:02 PM IST

Updated : Oct 2, 2022, 11:09 PM IST

কলকাতা, 2 অক্টোবর: মহাত্মা গান্ধির 153তম জন্মদিন ৷ একইসঙ্গে দুর্গাপুজোর নির্ঘণ্ট ধরলে মহাসপ্তমী (Durga Puja 2022) । এদিনেই এমন একটি ঘটনা প্রকাশ্যে এল, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । ঘটনায় কাঠগড়ায় একটি রাজনৈতিক সংগঠনের পুজো । যে পুজোয় মহিষাসুরের পরিবর্তে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর অবয়ব (Mahatma Gandhi lookalike as Asura) । খাস কলকাতার বুকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে ।

কসবায় অখিল ভারত হিন্দু মহাসভার (Akhil Bharat Hindu MahaSabha) তরফ থেকে পুজোর আয়োজন করা হয়েছে । সেখানেই মহিষাসুরের বদলে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর মুখাবয়ব । অসুরের চোখে রয়েছে গান্ধিজীর চশমাও (Mahatma Gandhi) । বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এই ঘটনা স্বভাবতই জন্ম দিয়েছে অনেক বিতর্কের । ঘটনা প্রকাশ্যে আসার পরেই পুলিশের তরফ থেকে প্রতিমাটি বদলে দেওয়া হয়েছে । এমনটাই জানানো হয়েছে পুজো কর্তৃপক্ষের তরফ থেকে । পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কোনও পুজো বন্ধ করা হয়নি । বরং পুলিশের তরফ থেকে উৎসবের মরশুমে যাতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কড়া নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস । কুণাল ঘোষ বলেন, এই ঘটনার নিন্দা করার ভাষা নেই । ইতিমধ্যেই গোটা ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে ।প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে । অন্যদিকে অখিল ভারত হিন্দু মহাসভার তরফ থেকে বলা হয়েছে, অসুরের সঙ্গে গান্ধিজীর চেহারার কিছু মিল নিতান্তই কাকতালীয় । যদিও, সংগঠনের পক্ষ থেকে এও জানানো হয়েছে, তাঁরা বাপুর আদর্শে বিশ্বাসী নন । এর আগে 2 অক্টোবর, গান্ধি জয়ন্তীকে 'ব্ল্যাক-ডে' হিসেবে পালন করায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সংগঠনটিকে ।

আরও পড়ুন: গান্ধি জয়ন্তীতে হিংসা ত্যাগের আহ্বান জানিয়ে টুইট রাষ্ট্রসংঘের মহাসচিবের

অখিল ভারত হিন্দু মহাসভার কার্যকরী রাজ্য সভাপতি মহন্ত সুন্দর গিরি মহারাজ বলেন, "এটা অখিল ভারত হিন্দু মহাসভার পুজো । এবারের এই পুজো আমরা করছি সমস্ত ধরনের প্রশাসনিক অনুমতি নিয়ে । সপ্তমী পুজোর আরতি হয়ে গিয়েছে। এই সময় পুলিশ-প্রশাসন এসে আমাদের বলছে, মূর্তির সঙ্গে গান্ধিজীর মুখের মিল রয়েছে । সে কারণেই মূর্তিকে বদলে ফেলতে হবে ।"

কলকাতা, 2 অক্টোবর: মহাত্মা গান্ধির 153তম জন্মদিন ৷ একইসঙ্গে দুর্গাপুজোর নির্ঘণ্ট ধরলে মহাসপ্তমী (Durga Puja 2022) । এদিনেই এমন একটি ঘটনা প্রকাশ্যে এল, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । ঘটনায় কাঠগড়ায় একটি রাজনৈতিক সংগঠনের পুজো । যে পুজোয় মহিষাসুরের পরিবর্তে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর অবয়ব (Mahatma Gandhi lookalike as Asura) । খাস কলকাতার বুকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে ।

কসবায় অখিল ভারত হিন্দু মহাসভার (Akhil Bharat Hindu MahaSabha) তরফ থেকে পুজোর আয়োজন করা হয়েছে । সেখানেই মহিষাসুরের বদলে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর মুখাবয়ব । অসুরের চোখে রয়েছে গান্ধিজীর চশমাও (Mahatma Gandhi) । বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এই ঘটনা স্বভাবতই জন্ম দিয়েছে অনেক বিতর্কের । ঘটনা প্রকাশ্যে আসার পরেই পুলিশের তরফ থেকে প্রতিমাটি বদলে দেওয়া হয়েছে । এমনটাই জানানো হয়েছে পুজো কর্তৃপক্ষের তরফ থেকে । পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কোনও পুজো বন্ধ করা হয়নি । বরং পুলিশের তরফ থেকে উৎসবের মরশুমে যাতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কড়া নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস । কুণাল ঘোষ বলেন, এই ঘটনার নিন্দা করার ভাষা নেই । ইতিমধ্যেই গোটা ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে ।প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে । অন্যদিকে অখিল ভারত হিন্দু মহাসভার তরফ থেকে বলা হয়েছে, অসুরের সঙ্গে গান্ধিজীর চেহারার কিছু মিল নিতান্তই কাকতালীয় । যদিও, সংগঠনের পক্ষ থেকে এও জানানো হয়েছে, তাঁরা বাপুর আদর্শে বিশ্বাসী নন । এর আগে 2 অক্টোবর, গান্ধি জয়ন্তীকে 'ব্ল্যাক-ডে' হিসেবে পালন করায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সংগঠনটিকে ।

আরও পড়ুন: গান্ধি জয়ন্তীতে হিংসা ত্যাগের আহ্বান জানিয়ে টুইট রাষ্ট্রসংঘের মহাসচিবের

অখিল ভারত হিন্দু মহাসভার কার্যকরী রাজ্য সভাপতি মহন্ত সুন্দর গিরি মহারাজ বলেন, "এটা অখিল ভারত হিন্দু মহাসভার পুজো । এবারের এই পুজো আমরা করছি সমস্ত ধরনের প্রশাসনিক অনুমতি নিয়ে । সপ্তমী পুজোর আরতি হয়ে গিয়েছে। এই সময় পুলিশ-প্রশাসন এসে আমাদের বলছে, মূর্তির সঙ্গে গান্ধিজীর মুখের মিল রয়েছে । সে কারণেই মূর্তিকে বদলে ফেলতে হবে ।"

Last Updated : Oct 2, 2022, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.