কলকাতা, 14 জানুয়ারি: চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ফেব্রয়ারি মাসেই নেওয়া হবে(HS Practical Exam) ৷ পরীক্ষার উত্তরপত্রগুলিকে সংরক্ষণ করতে নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে আগামী মাসেই। 15 ফেব্রুয়ারি থেকে 4 মার্চের মধ্যে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল নিতে হবে। তারপরই সংসদে জমা দিতে হবে ছাত্রছাত্রীদের নম্বর।
নম্বর জমা দেওয়ার পরেও প্রতিটি খাতা সযত্নে সংরক্ষণ করতে হবে স্কুলগুলিকে। স্কুলের প্রধান শিক্ষকদের এমনটাই নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সমস্ত উত্তরপত্র গুছিয়ে রাখতে হবে যাতে পরে প্রয়োজনে সেগুলি চাওয়া হলে তা সংসদে জমা দেওয়া যায়।
আরও পড়ুন: করোনা পরিস্থিতি সামাল দিতে হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পৌরনিগম
করোনা আবহে গতবছর বাতিল হয়ে যায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই উচ্চমাধ্যমিকের মূল্যায়নের জন্য একাদশ শ্রেণীর প্রাপ্ত নম্বর মূল্যায়নের জন্য মান্যতা দেওয়া হয়েছিল। পাশাপাশি রাজ্যে করোনা পরিস্থিতি চিন্তায় ও আশঙ্কায় ফেলেছে প্রশাসনকে। তাই এখনও বলা যাচ্ছে না যে এই পরিস্থিতিতে আদৌ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কিনা। তবে যদি কোনও কারণে পরীক্ষা বাতিল করতে হয় তবে, সেক্ষেত্রে ফলাফল প্রকাশের জন্য বিবেচনা করা হবে প্রাকটিক্যাল পরীক্ষার নম্বর।