ETV Bharat / city

SSC Recruitment Case : ফের বড়সড় দুর্নীতির ইঙ্গিত, সময়সীমা উত্তীর্ণ হয়ে যাওয়া প্যানেলে নবম-দশম নিয়োগ

author img

By

Published : Feb 8, 2022, 10:40 PM IST

স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ফের বড়সড় দুর্নীতির অভিযোগ পাওয়া গেল ৷ সময়সীমা পেরিয়ে যাওয়া প্যানেলে শিক্ষক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠল ৷ এই সংক্রান্ত মামলায় আগামী 16 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট (High Court summons report from SSC) ৷

SSC Recruitment Corruption
স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগে দুর্নীতি

কলকাতা, 8 ফেব্রুয়ারি : 2016 সালের শিক্ষক নিয়োগে ফের বড়সড় দুর্নীতির ইঙ্গিত । 16 ফেব্রুয়ারির মধ্যে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন (SSC Recruitment Case in Calcutta High Court) ।

আদালত সূত্রে খবর, 2016 সালে নবম-দশমে যে শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেই প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায় 2019 সালের 18 ডিসেম্বর । কিন্তু মামলাকারীরা জানতে পেরেছেন 2020 সালের 3 অগস্ট স্কুল সার্ভিস কমিশন এসএমএস করে একাধিক চাকরিপ্রার্থীকে স্কুল সার্ভিস কমিশনের দফতরে দেখা দেখা করতে বলছে । অথচ প্যানেলের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোনও পাবলিক নোটিশ দেওয়া হয়নি ।

যাঁদের চাকরিতে নিযুক্ত করা হয়েছে মেধা তালিকায় তাঁদের নাম নেই, এমনকি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরকেও নিয়োগপত্র দেওয়া হয়নি । প্রাথমিকভাবে স্কুল সার্ভিস কমিশনের কাছে এব্যাপারে রিপোর্ট চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বেশ কয়েকটি মামলায় স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে যে তাদের গলদ রয়েছে ৷ এদিন মামলার শুনানিতে আগামী 16 ফেব্রুয়ারি মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি । পাশাপাশি এসএমএস করে চাকরিপ্রার্থীদের ডাকার বিষয়ে স্কুল সার্ভিস কমিশনকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি ।

মামলাকারীদের তরফের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, "একাধিক কম যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছে । এমনকি মেধাতালিকায় নাম নেই এমন প্রার্থীদেরও নিয়োগপত্র দেওয়া হয়েছে । 8 মাস আগে যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কোনও পাবলিক নোটিশ ছাড়া কী করে তাতে নিয়োগ করা হয় কারোরই বোধগম্য নয় । এখানে বড়সড় অনিয়মের রয়েছে ।"

আরও পড়ুন : SSC Recruitment Corruption Case : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে ফের আদালতের দ্বারস্থ একাধিক চাকরিপ্রার্থী

কলকাতা, 8 ফেব্রুয়ারি : 2016 সালের শিক্ষক নিয়োগে ফের বড়সড় দুর্নীতির ইঙ্গিত । 16 ফেব্রুয়ারির মধ্যে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন (SSC Recruitment Case in Calcutta High Court) ।

আদালত সূত্রে খবর, 2016 সালে নবম-দশমে যে শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেই প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায় 2019 সালের 18 ডিসেম্বর । কিন্তু মামলাকারীরা জানতে পেরেছেন 2020 সালের 3 অগস্ট স্কুল সার্ভিস কমিশন এসএমএস করে একাধিক চাকরিপ্রার্থীকে স্কুল সার্ভিস কমিশনের দফতরে দেখা দেখা করতে বলছে । অথচ প্যানেলের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোনও পাবলিক নোটিশ দেওয়া হয়নি ।

যাঁদের চাকরিতে নিযুক্ত করা হয়েছে মেধা তালিকায় তাঁদের নাম নেই, এমনকি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরকেও নিয়োগপত্র দেওয়া হয়নি । প্রাথমিকভাবে স্কুল সার্ভিস কমিশনের কাছে এব্যাপারে রিপোর্ট চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বেশ কয়েকটি মামলায় স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে যে তাদের গলদ রয়েছে ৷ এদিন মামলার শুনানিতে আগামী 16 ফেব্রুয়ারি মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি । পাশাপাশি এসএমএস করে চাকরিপ্রার্থীদের ডাকার বিষয়ে স্কুল সার্ভিস কমিশনকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি ।

মামলাকারীদের তরফের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, "একাধিক কম যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছে । এমনকি মেধাতালিকায় নাম নেই এমন প্রার্থীদেরও নিয়োগপত্র দেওয়া হয়েছে । 8 মাস আগে যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কোনও পাবলিক নোটিশ ছাড়া কী করে তাতে নিয়োগ করা হয় কারোরই বোধগম্য নয় । এখানে বড়সড় অনিয়মের রয়েছে ।"

আরও পড়ুন : SSC Recruitment Corruption Case : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে ফের আদালতের দ্বারস্থ একাধিক চাকরিপ্রার্থী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.