কলকাতা, 31 অগাস্ট : আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কালিম্পং, আলিপুরদুয়ারে আগামী 24 ঘণ্টায় অতিভারী বৃষ্টি হতে পারে । এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সব জেলাতেই আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আর্দ্রতার ফলে অস্বস্তিকর গরম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
কলকাতায় আকাশ আংশিক মেঘলা রয়েছে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে । তবে দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 93% ও সর্বনিম্ন 58% । গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ 35 ও সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।