ETV Bharat / city

Health Worker WB: পাবলিক হেলথ অফিসার নিয়োগ - West Bengal

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিকল্যাণ দফতরের অধীন জাতীয় স্বাস্থ্য মিশনে পাবলিক হেলথ অফিসার নিয়োগ করা হবে ৷ বয়স হতে হবে 40 বছরের মধ্যে ৷

Health Worker WB
পাবলিক হেল্থ অফিসার নিয়োগ
author img

By

Published : Nov 16, 2021, 2:52 PM IST

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিকল্যাণ দফতরের অধীন জাতীয় স্বাস্থ্য মিশনে 67 জন পাবলিক হেলথ অফিসার নিয়োগ করা হবে ৷ প্রার্থীদের নিয়োগ করা হবে রাজ্যের কোনও পৌরসভা বা পৌরনিগমে ৷ মেধা তালিকা এবং কম্পিউটার টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে ৷ বয়স হতে হবে 40 বছরের মধ্যে ৷

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ডেন্টাল বা নার্সিংয়ে স্নাতক অথবা লাইফ সায়েন্সে মাস্টার ডিগ্রি হতে হবে ৷ বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, সোশ্যাল সায়েন্সে স্নাতকরাও আবেদন করতে পারবেন ৷ মানব সম্পদ উন্নয়ন অথবা হেল্থকেয়ারে এমবিএ পাশ প্রার্থীরা ও আবেদন করতে পারবেন ৷ সঙ্গে কম্পিউটার জানতে হবে ৷ হেলথ প্রোগ্রামের ম্যানেজমেন্টের কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ৷

আরও পড়ুন: ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি

আবেদন ফি 100 টাকা ৷ সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি 50 টাকা ৷ অনলাইনেও আবেদন ফি জমা দেওয়া যাবে ৷ প্রার্থীর বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে ৷ আবেদন করা যাবে 17 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত ৷ বিস্তারিত জানতে এবং আবেদন করতে দেখুন www.wbhealth. gov.in এই ওয়েবসাইটে ৷

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিকল্যাণ দফতরের অধীন জাতীয় স্বাস্থ্য মিশনে 67 জন পাবলিক হেলথ অফিসার নিয়োগ করা হবে ৷ প্রার্থীদের নিয়োগ করা হবে রাজ্যের কোনও পৌরসভা বা পৌরনিগমে ৷ মেধা তালিকা এবং কম্পিউটার টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে ৷ বয়স হতে হবে 40 বছরের মধ্যে ৷

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ডেন্টাল বা নার্সিংয়ে স্নাতক অথবা লাইফ সায়েন্সে মাস্টার ডিগ্রি হতে হবে ৷ বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, সোশ্যাল সায়েন্সে স্নাতকরাও আবেদন করতে পারবেন ৷ মানব সম্পদ উন্নয়ন অথবা হেল্থকেয়ারে এমবিএ পাশ প্রার্থীরা ও আবেদন করতে পারবেন ৷ সঙ্গে কম্পিউটার জানতে হবে ৷ হেলথ প্রোগ্রামের ম্যানেজমেন্টের কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ৷

আরও পড়ুন: ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি

আবেদন ফি 100 টাকা ৷ সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি 50 টাকা ৷ অনলাইনেও আবেদন ফি জমা দেওয়া যাবে ৷ প্রার্থীর বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে ৷ আবেদন করা যাবে 17 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত ৷ বিস্তারিত জানতে এবং আবেদন করতে দেখুন www.wbhealth. gov.in এই ওয়েবসাইটে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.