ETV Bharat / city

ভীতি কাটিয়ে উৎসাহ বাড়াতে ভ্যাকসিন নিলেন স্বাস্থ্য-আধিকারিকরা

করোনার ভ্যাকসিন নিয়ে ভীতি কাটাতে এবং আরও বেশি স্বাস্থ্যকর্মী যাতে করোনার ভ্যাকসিন নিতে উৎসাহ পান, সেই কারণে বুধবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েক জন আধিকারিক-সহ বিভিন্ন চিকিৎসক টিকা নিলেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনই জানা গিয়েছে।

ভীতি কাটিয়ে উৎসাহ বাড়াতে ভ্যাকসিন নিলেন স্বাস্থ্য-আধিকারিকরা
ভীতি কাটিয়ে উৎসাহ বাড়াতে ভ্যাকসিন নিলেন স্বাস্থ্য-আধিকারিকরা
author img

By

Published : Feb 3, 2021, 8:39 PM IST

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : কোভিড-19-এর ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ভীতি কাটিয়ে তোলার পাশাপাশি উৎসাহ আরও বাড়িয়ে তোলার লক্ষ্যে, প্রথম দিন কোভ্যাকসিনের ডোজ নিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েক জন আধিকারিক-সহ বিভিন্ন চিকিৎসক। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনই জানা গিয়েছে।

গত 16 জানুয়ারি থেকে আপৎকালীন পরিস্থিতির কারণে দেশজুড়ে শুরু হয়েছে কোভিড-19-এর ভ্যাকসিনেশন। এ রাজ্যে গত 16 জানুয়ারি থেকে কোভিড-19-এর একটি ভ্যাকসিন কোভিশিল্ড দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের‌। এই ধরনের পরিস্থিতির মধ্যে বুধবার, 3 ফেব্রুয়ারি থেকে কোভিড-19-এর অন্য একটি ভ্যাকসিন কো-ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হয়েছে এ রাজ্যে। প্রথম দিন এসএসকেএম হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেন্টার করে এ রাজ্যে শুরু হয়েছে কোভ্যাকসিন দেওয়ার কাজ।

আরও পড়ুন : পুরুলিয়ায় টিকা নিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা

বুধবার এসএসকেএম হাসপাতালে কো-ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ন্যাশনাল হেলথ মিশনের এ রাজ্যের মিশন ডিরেক্টর সৌমিত্র মোহন, রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য এবং ন্যাশনাল হেলথ মিশনের এ রাজ্যের একজন প্রোগ্রাম অফিসার স্মিতা সান্যাল শুক্লা। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেন্টারে এদিন কোভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সেখানকার মেডিসিন বিভাগের প্রধান জ্যোতির্ময় পাল।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : কোভিড-19-এর ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ভীতি কাটিয়ে তোলার পাশাপাশি উৎসাহ আরও বাড়িয়ে তোলার লক্ষ্যে, প্রথম দিন কোভ্যাকসিনের ডোজ নিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েক জন আধিকারিক-সহ বিভিন্ন চিকিৎসক। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনই জানা গিয়েছে।

গত 16 জানুয়ারি থেকে আপৎকালীন পরিস্থিতির কারণে দেশজুড়ে শুরু হয়েছে কোভিড-19-এর ভ্যাকসিনেশন। এ রাজ্যে গত 16 জানুয়ারি থেকে কোভিড-19-এর একটি ভ্যাকসিন কোভিশিল্ড দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের‌। এই ধরনের পরিস্থিতির মধ্যে বুধবার, 3 ফেব্রুয়ারি থেকে কোভিড-19-এর অন্য একটি ভ্যাকসিন কো-ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হয়েছে এ রাজ্যে। প্রথম দিন এসএসকেএম হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেন্টার করে এ রাজ্যে শুরু হয়েছে কোভ্যাকসিন দেওয়ার কাজ।

আরও পড়ুন : পুরুলিয়ায় টিকা নিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা

বুধবার এসএসকেএম হাসপাতালে কো-ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ন্যাশনাল হেলথ মিশনের এ রাজ্যের মিশন ডিরেক্টর সৌমিত্র মোহন, রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য এবং ন্যাশনাল হেলথ মিশনের এ রাজ্যের একজন প্রোগ্রাম অফিসার স্মিতা সান্যাল শুক্লা। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেন্টারে এদিন কোভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সেখানকার মেডিসিন বিভাগের প্রধান জ্যোতির্ময় পাল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.