ETV Bharat / city

বিভিন্ন সরকারি হাসপাতালে 500 হাউজ় স্টাফ নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তর - কোরোনার চিকিৎসায় হাউজ় স্টাফ নিয়োগ

সরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে গত কয়েক মাস ধরে চিকিৎসক নিয়োগের দাবি জানানো হচ্ছিল । সরকারি হাসপাতালগুলিতে যে 500 জন হাউজ় স্টাফ নিয়োগ করা হবে, তাঁদের মেয়াদ থাকবে একবছর ।

500 house staff for coronavirus treatment
কোরোনার চিকিৎসায় হাউজ় স্টাফ নিয়োগ
author img

By

Published : Aug 27, 2020, 4:52 AM IST

কলকাতা, 27 অগাস্ট : COVID-19 আক্রান্ত এবং যাদের মধ্যে ভাইরাস আছে অনুমান করা হচ্ছে, সেইসব রোগীদের জন্য 500 হাউজ় স্টাফ নিয়োগ করবে রাজ্য সরকার । তাঁদের যাতে চিকিৎসা পরিষেবা পেতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর । এর জন্য রাজ‍্যের বিভিন্ন সরকারি হাসপাতাল নতুন হাউজ় স্টাফ চিকিৎসকের পদ তৈরি করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ।

রাজ‍্যের সরকারি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে চিকিৎসকের ঘাটতি রয়েছে বলে খোদ সরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন জানিয়েছে । শুধুমাত্র চিকিৎসক নন, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নার্স এবং স্বাস্থ্যকর্মীর ঘাটতি রয়েছে বলে সরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে । COVID-19-এর পরিস্থিতিতে যাতে আরও চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করা হয়, তার জন্য দাবি জানানো হচ্ছে বিভিন্ন সংগঠন থেকে । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, COVID-19 আক্রান্ত এবং যাদের মধ্যে ভাইরাস আছে অনুমান করা হচ্ছে, সেইসব রোগীদের জন্য নতুন করে হাউজ় স্টাফ নিয়োগ করা হচ্ছে । তবে এই পদগুলি তৈরি করা হয়েছে মাত্র এক বছরের জন্য ।

শেষপর্যন্ত এই পদগুলিতে কতজন যোগদান করবেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এ রাজ‍্যের সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল । সংগঠনের সাধারণ সম্পাদক, চিকিৎসক মানস গুমটা বলেন, "বিভিন্ন সময় দেখা গেছে, যত জন চিকিৎসককে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তার মধ্যে খুব সামান্য সংখ্যক নিয়োগ করা সম্ভব হয়েছে । পরিস্থিতি এখন অন্য রকম । হাউজ় স্টাফ হিসেবে কতজন যোগদান করতে চাইবেন, সন্দেহ থেকে যাচ্ছে ।" সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "সরকারি হাসপাতালে হাউজ় স্টাফশিপ রাখা হোক । এই বিষয়ে আমরা প্রথম থেকে এই দাবি জানিয়ে আসছি । হাউজ় স্টাফ ছাড়া মেডিকেল কলেজগুলি চালানো খুব মুশকিল । হাউজ় স্টাফশিপে কাজ না করে চিকিৎসক হওয়া সহজ নয় ।" তিনি আরও বলেন, "এক বছরের জন্য পদ চালু করা হয়েছে ঠিক । তবে, ভবিষ্যতে এই পদগুলি স্থায়ী করলে ভাল হয় ।"

কলকাতা, 27 অগাস্ট : COVID-19 আক্রান্ত এবং যাদের মধ্যে ভাইরাস আছে অনুমান করা হচ্ছে, সেইসব রোগীদের জন্য 500 হাউজ় স্টাফ নিয়োগ করবে রাজ্য সরকার । তাঁদের যাতে চিকিৎসা পরিষেবা পেতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর । এর জন্য রাজ‍্যের বিভিন্ন সরকারি হাসপাতাল নতুন হাউজ় স্টাফ চিকিৎসকের পদ তৈরি করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ।

রাজ‍্যের সরকারি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে চিকিৎসকের ঘাটতি রয়েছে বলে খোদ সরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন জানিয়েছে । শুধুমাত্র চিকিৎসক নন, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নার্স এবং স্বাস্থ্যকর্মীর ঘাটতি রয়েছে বলে সরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে । COVID-19-এর পরিস্থিতিতে যাতে আরও চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করা হয়, তার জন্য দাবি জানানো হচ্ছে বিভিন্ন সংগঠন থেকে । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, COVID-19 আক্রান্ত এবং যাদের মধ্যে ভাইরাস আছে অনুমান করা হচ্ছে, সেইসব রোগীদের জন্য নতুন করে হাউজ় স্টাফ নিয়োগ করা হচ্ছে । তবে এই পদগুলি তৈরি করা হয়েছে মাত্র এক বছরের জন্য ।

শেষপর্যন্ত এই পদগুলিতে কতজন যোগদান করবেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এ রাজ‍্যের সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল । সংগঠনের সাধারণ সম্পাদক, চিকিৎসক মানস গুমটা বলেন, "বিভিন্ন সময় দেখা গেছে, যত জন চিকিৎসককে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তার মধ্যে খুব সামান্য সংখ্যক নিয়োগ করা সম্ভব হয়েছে । পরিস্থিতি এখন অন্য রকম । হাউজ় স্টাফ হিসেবে কতজন যোগদান করতে চাইবেন, সন্দেহ থেকে যাচ্ছে ।" সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "সরকারি হাসপাতালে হাউজ় স্টাফশিপ রাখা হোক । এই বিষয়ে আমরা প্রথম থেকে এই দাবি জানিয়ে আসছি । হাউজ় স্টাফ ছাড়া মেডিকেল কলেজগুলি চালানো খুব মুশকিল । হাউজ় স্টাফশিপে কাজ না করে চিকিৎসক হওয়া সহজ নয় ।" তিনি আরও বলেন, "এক বছরের জন্য পদ চালু করা হয়েছে ঠিক । তবে, ভবিষ্যতে এই পদগুলি স্থায়ী করলে ভাল হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.