ETV Bharat / city

Health Check Up At Kolkata Metro: নামমাত্র খরচে মেট্রো স্টেশনেই করা যাবে স্বাস্থ্যপরীক্ষা - কলকাতা মেট্রো রেল

কলকাতার মেট্রো স্টেশনগুলিতে বসছে হেল্থ কিয়স্ক (Health Kiosk) ৷ এর মাধ্যমে নামমাত্র খরচেই স্বাস্থ্যপরীক্ষা (Health Check Up At Kolkata Metro) করাতে পারবেন যাত্রীরা ৷

Health Check Up facility At Kolkata Metro
Health Check Up At Kolkata Metro: নামমাত্র খরচে মেট্রো স্টেশনেই করা যাবে স্বাস্থ্যপরীক্ষা
author img

By

Published : Jun 22, 2022, 8:32 PM IST

কলকাতা, 22 জুন: এবার থেকে আসা যাওয়ার পথে, মাত্র কয়েক মিনিটেই করিয়ে নেওয়া যাবে জরুরি কিছু স্বাস্থ্যপরীক্ষা ৷ এই পরিষেবা পাওয়া যাবে শহরের মেট্রো স্টেশনগুলিতে (Health Check Up At Kolkata Metro) ৷ মেট্রোযাত্রীদের জন্য এমনই ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ ৷ কলকাতা মেট্রো সূত্রে খবর, নামমাত্র খরচেই মেট্রো স্টেশনগুলিতে ন্যূনতম কিছু স্বাস্থ্যপরীক্ষা করানো যাবে ৷ প্রাথমিকভাবে পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, মহানায়ক উত্তমকুমার ও কালীঘাট মেট্রো স্টেশনে এই পরিষেবা শুরু করা হয়েছে ৷ বুধবার থেকে তা ব্যবহার করা শুরুও করে দিয়েছেন যাত্রীরা ৷

মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ যেখান থেকে যাত্রীরা এই পরিষেবা পাবেন, তাকে বলা হচ্ছে, হেল্থ কিয়স্ক (Health Kiosk) ৷ যা দেখতে অনেকটা ওজন যন্ত্রের মতো ৷ এখনও স্টেশন-সহ বিভিন্ন জায়গায় এমন যন্ত্র দেখা যায় ৷ যন্ত্রের উপর উঠে দাঁড়িয়ে নির্দিষ্ট পরিমাণ খুচরো পয়সা ঢুকিয়ে দিলেই একটি টিকিট বেরিয়ে আসে ৷ তাতে ব্যক্তির ওজন-সহ নানা তথ্য থাকে ৷

আরও পড়ুন: Girish Park Metro Station : নর্থ সাউথ করিডোরের গিরিশ পার্ক মেট্রো স্টেশনে আন্তর্জাতিক মানের এসকেলেটর

মেট্রোর নয়া হেল্থ কিয়স্কও এমনই দেখতে ৷ ভবিষ্যতে এটি শহরের সবকটি মেট্রো স্টেশনেই বসানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ খুব সামান্য অর্থের বিনিময়ে এখান থেকেই উচ্চতা, শরীরের ওজন, রক্ত চাপ, পালস রেট স্কোর, SpO2 বা রক্তে অক্সিজেনের মাত্রা, ব্লাড সুগার, বেসাল মেটাবলিক রেট (BMR), প্রোটিন মাস প্রভৃতি পরীক্ষা করানো যাবে ৷ এর জন্য খুব বেশি সময়ও খরচ করতে হবে না যাত্রীদের ৷ সঙ্গে সঙ্গেই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে যাবেন তাঁরা ৷

কলকাতা, 22 জুন: এবার থেকে আসা যাওয়ার পথে, মাত্র কয়েক মিনিটেই করিয়ে নেওয়া যাবে জরুরি কিছু স্বাস্থ্যপরীক্ষা ৷ এই পরিষেবা পাওয়া যাবে শহরের মেট্রো স্টেশনগুলিতে (Health Check Up At Kolkata Metro) ৷ মেট্রোযাত্রীদের জন্য এমনই ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ ৷ কলকাতা মেট্রো সূত্রে খবর, নামমাত্র খরচেই মেট্রো স্টেশনগুলিতে ন্যূনতম কিছু স্বাস্থ্যপরীক্ষা করানো যাবে ৷ প্রাথমিকভাবে পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, মহানায়ক উত্তমকুমার ও কালীঘাট মেট্রো স্টেশনে এই পরিষেবা শুরু করা হয়েছে ৷ বুধবার থেকে তা ব্যবহার করা শুরুও করে দিয়েছেন যাত্রীরা ৷

মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ যেখান থেকে যাত্রীরা এই পরিষেবা পাবেন, তাকে বলা হচ্ছে, হেল্থ কিয়স্ক (Health Kiosk) ৷ যা দেখতে অনেকটা ওজন যন্ত্রের মতো ৷ এখনও স্টেশন-সহ বিভিন্ন জায়গায় এমন যন্ত্র দেখা যায় ৷ যন্ত্রের উপর উঠে দাঁড়িয়ে নির্দিষ্ট পরিমাণ খুচরো পয়সা ঢুকিয়ে দিলেই একটি টিকিট বেরিয়ে আসে ৷ তাতে ব্যক্তির ওজন-সহ নানা তথ্য থাকে ৷

আরও পড়ুন: Girish Park Metro Station : নর্থ সাউথ করিডোরের গিরিশ পার্ক মেট্রো স্টেশনে আন্তর্জাতিক মানের এসকেলেটর

মেট্রোর নয়া হেল্থ কিয়স্কও এমনই দেখতে ৷ ভবিষ্যতে এটি শহরের সবকটি মেট্রো স্টেশনেই বসানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ খুব সামান্য অর্থের বিনিময়ে এখান থেকেই উচ্চতা, শরীরের ওজন, রক্ত চাপ, পালস রেট স্কোর, SpO2 বা রক্তে অক্সিজেনের মাত্রা, ব্লাড সুগার, বেসাল মেটাবলিক রেট (BMR), প্রোটিন মাস প্রভৃতি পরীক্ষা করানো যাবে ৷ এর জন্য খুব বেশি সময়ও খরচ করতে হবে না যাত্রীদের ৷ সঙ্গে সঙ্গেই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে যাবেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.