কলকাতা, 16 জুন : বেসরকারি বাস ও মিনিবাস ঠিকঠাক ভাড়া নিচ্ছে কি না, রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব(Chief Justice Prakash Srivastava) এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের (Justice Rajarshi Bharadwaj) ডিভিশন বেঞ্চের নির্দেশ, 2 সপ্তাহের মধ্যে রাজ্যকে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে (HC summons state govt report on private bus and minibus fares)।
রাজ্যকে রিপোর্টে তিনটি বিষয়ে খোলসা করার নির্দেশ দিয়েছে আদালত:
- প্রথমত, ভাড়ার তালিকা সব বাসে লাগানো রয়েছে কি না ।
- দুই, সরকারের নির্দিষ্ট করে দেওয়া বা নির্ধারিত ভাড়া বেসরকারি বাসগুলি নিচ্ছে কি না ।
- তিন, যাত্রীদের অভিযোগ গ্রহণ করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে ।
করোনার পর থেকে রাজ্যের বেসরকারি বাসগুলি ইচ্ছে মত ভাড়া নিচ্ছে যাত্রীদের কাছ থেকে বলে অভিযোগ উঠেছে । কারণ কোনও ভাড়া নীতি নেই । এই অভিযোগ তুলে গত ফেব্রুয়ারি মাসে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী প্রত্যুষ পাটোয়ারি । তাঁর দাবি, 2018 সালের পর থেকে নতুন ভাড়ার তালিকা তৈরি হয়নি । ফলে ওই নিয়ম মেনেই ভাড়া নেওয়ার কথা । কিন্তু এখন রাজ্যের বিভিন্ন জায়গায় রুটগুলোতে ইচ্ছামতো ভাড়া নিচ্ছে বেসরকারি বাস ।
এ বিষয়ে গত 22 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি রাজ্যের পরিবহণ সচিবের কাছে হলফনামা তলব করেছিলেন । পরিবহণ সচিবের তরফে জানানো হয়, বিভিন্ন জেলার পরিস্থিতি বুঝে বাসের রুট, সময়সূচি এবং ভাড়া সবটাই ঠিক করেন পরিবহণের আঞ্চলিক কর্তৃপক্ষ । পরিবহণ দফতর এই বিষয়টিতে হস্তক্ষেপ করে না । 8 অগস্ট এই মামলার ফের শুনানি।