ETV Bharat / city

HC on BJP MLA Sacked Case : বিজেপি বিধায়ক বরখাস্ত মামলা আপসে মিটিয়ে নেওয়ার প্রস্তাব হাইকোর্টের - Advocate General

বিজেপি বিধায়কদের বরখাস্ত সংক্রান্ত মামলায় দু-পক্ষকে বসে সমস্যা সমাধানের প্রস্তাব দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ সোমবার বিধানসভায় বিজেপির বরখাস্ত হওয়া বিধায়কদের মোশনের মাধ্যমে আবেদন জানানোর পরামর্শ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (HC on BJP MLA Sacked Case)।

HC proposed to resolve issue mutually in case of BJP MLA Sacked
High Court
author img

By

Published : Jun 9, 2022, 6:10 PM IST

কলকাতা, 9 জুন : বিজেপি বিধায়কদের বরখাস্ত সংক্রান্ত মামলায় দু-পক্ষকে একসঙ্গে বসে সমস্যার সমাধান করার প্রস্তাব দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (HC proposed to resolve issue mutually in case of BJP MLA Sacked)। বিচারপতি বলেন, "এটা এমন একটা বিষয় যেটা বিধানসভার বিষয়। আমি যেমন স্পিকারকে বলতে পারি না আদালতের ব্যাপারে এসে তিনি সিদ্ধান্ত গ্রহণ করুন । একই রকমভাবে বিধানসভার ব্যাপারেও আদালত নাক গলাতে পারে না । দু-পক্ষকেই নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়া উচিত ।"

সোমবার বিধানসভায় বিজেপির বরখাস্ত হওয়া বিধায়কদের মোশনের মাধ্যমে আবেদন জানানোর পরামর্শ দেন বিচারপতি রাজাশেখর মান্থা । পাশাপাশি অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতির সুপারিশ, "আপনাদের তরফ থেকে যাতে বিষয়টি মীমাংসা করা যায় সে বিষয়ে আপনারা চেষ্টা করুন ।" আদালত মনে করছে দু-পক্ষের মধ্যে মীমাংসা হলে সমস্যার সমাধান সম্ভব । বিচারপতির সঙ্গে একমত অ্যাডভোকেট জেনারেলও (Advocate General)।

আগামী সোমবার বিজেপির 7 জন বরখাস্ত হওয়া বিধায়ক বিধানসভায় মোশনের মাধ্যমে আর্জি জানাবেন, তাদের বরখাস্ত বিষয়টা মুকুব করার জন্য । বিধানসভার অধ্যক্ষ কী ব্যবস্থা গ্রহণ করেন, তার ওপরেই নির্ভর করছে পরবর্তী আদালতের বিচার্য বিষয় । সোমবার কোনও মীমাংসা না-হলে মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, বেলা 2 টোর সময় (Calcutta High Court)।

এদিন মামলার শুনানিতে এজি বলেন, "এই সাসপেনশন 6 মাসের বেশি হয় না ।" বিজেপি বিধায়কদের তরফে আইনজীবী জয়দীপ কর বলেন, "তাহলে 3 মাস হয়েই গিয়েছে । কিন্তু এটা কবে শেষ হবে তা স্পষ্ট নয় । আমরা নিশ্চিত নই সাসপেনশন কবে উঠবে । এটা বরখাস্ত নাকি বিতাড়িত করা সেটাই আমাদের কাছে পরিষ্কার নয়।" তারপরই বিচারপতি দু-পক্ষকে বসে সমস্যার মীমাংসা করার প্রস্তাব দেন ৷

আরও পড়ুন : BJP MLA Sacked : বিজেপি বিধায়কদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বরখাস্ত করেছেন অধ্য়ক্ষ, আদালতে সওয়াল আইনজীবীর

উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আরও 6 জন, পরিষদীয় মন্ত্রী মনোজ টিজ্ঞা, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, মিহির গোস্বামী, সুবীর মুখোপাধ্যায় ও নরহরি মাহাতকে বিধানসভার বাজেট অধিবেশনের পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত করেছিলেন স্পিকার (Speaker)।

কলকাতা, 9 জুন : বিজেপি বিধায়কদের বরখাস্ত সংক্রান্ত মামলায় দু-পক্ষকে একসঙ্গে বসে সমস্যার সমাধান করার প্রস্তাব দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (HC proposed to resolve issue mutually in case of BJP MLA Sacked)। বিচারপতি বলেন, "এটা এমন একটা বিষয় যেটা বিধানসভার বিষয়। আমি যেমন স্পিকারকে বলতে পারি না আদালতের ব্যাপারে এসে তিনি সিদ্ধান্ত গ্রহণ করুন । একই রকমভাবে বিধানসভার ব্যাপারেও আদালত নাক গলাতে পারে না । দু-পক্ষকেই নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়া উচিত ।"

সোমবার বিধানসভায় বিজেপির বরখাস্ত হওয়া বিধায়কদের মোশনের মাধ্যমে আবেদন জানানোর পরামর্শ দেন বিচারপতি রাজাশেখর মান্থা । পাশাপাশি অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতির সুপারিশ, "আপনাদের তরফ থেকে যাতে বিষয়টি মীমাংসা করা যায় সে বিষয়ে আপনারা চেষ্টা করুন ।" আদালত মনে করছে দু-পক্ষের মধ্যে মীমাংসা হলে সমস্যার সমাধান সম্ভব । বিচারপতির সঙ্গে একমত অ্যাডভোকেট জেনারেলও (Advocate General)।

আগামী সোমবার বিজেপির 7 জন বরখাস্ত হওয়া বিধায়ক বিধানসভায় মোশনের মাধ্যমে আর্জি জানাবেন, তাদের বরখাস্ত বিষয়টা মুকুব করার জন্য । বিধানসভার অধ্যক্ষ কী ব্যবস্থা গ্রহণ করেন, তার ওপরেই নির্ভর করছে পরবর্তী আদালতের বিচার্য বিষয় । সোমবার কোনও মীমাংসা না-হলে মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, বেলা 2 টোর সময় (Calcutta High Court)।

এদিন মামলার শুনানিতে এজি বলেন, "এই সাসপেনশন 6 মাসের বেশি হয় না ।" বিজেপি বিধায়কদের তরফে আইনজীবী জয়দীপ কর বলেন, "তাহলে 3 মাস হয়েই গিয়েছে । কিন্তু এটা কবে শেষ হবে তা স্পষ্ট নয় । আমরা নিশ্চিত নই সাসপেনশন কবে উঠবে । এটা বরখাস্ত নাকি বিতাড়িত করা সেটাই আমাদের কাছে পরিষ্কার নয়।" তারপরই বিচারপতি দু-পক্ষকে বসে সমস্যার মীমাংসা করার প্রস্তাব দেন ৷

আরও পড়ুন : BJP MLA Sacked : বিজেপি বিধায়কদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বরখাস্ত করেছেন অধ্য়ক্ষ, আদালতে সওয়াল আইনজীবীর

উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আরও 6 জন, পরিষদীয় মন্ত্রী মনোজ টিজ্ঞা, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, মিহির গোস্বামী, সুবীর মুখোপাধ্যায় ও নরহরি মাহাতকে বিধানসভার বাজেট অধিবেশনের পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত করেছিলেন স্পিকার (Speaker)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.