ETV Bharat / city

HC on Fire Operator Recruitment: দমকলেও বেনিয়মের অভিযোগ এবার, মঙ্গলবার পর্যন্ত নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

আগামী মঙ্গলবার পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (HC gives stay order in WB fire brigade recruitment till Tuesday) ৷ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার ফের এই মামলার শুনানি।

HC on Fire Operator Recruitment
মঙ্গলবার পর্যন্ত দমকলের 1500 পদে নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট
author img

By

Published : Jul 4, 2022, 6:00 PM IST

কলকাতা, 4 জুলাই: এসএসসি, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মাদ্রাসা সার্ভিস কমিশনের পর এবার নি দুর্নীতির তালিকায় নয়া সংযোজন রাজ্যের দমকল বিভাগ ৷ প্রায় 1500 জন ফায়ার অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ উঠল দমকলে। যার জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (HC gives stay order in WB fire brigade recruitment till Tuesday) ৷ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার ফের এই মামলার শুনানি।

জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের বিভিন্ন কোটার পদে নিয়োগে বেনিয়মের অভিযোগ সামনে এসেছে ৷ পাশাপাশি লিখিত পরীক্ষায় যারা একই নম্বর পেয়েছে তাদের মধ্যে থেকে সাক্ষাৎকারে কাউকে কাউকে নম্বর বেশি দিয়ে নিয়োগ করে দেওয়া হয়েছে বলে সামনে এসেছে অভিযোগ। একই নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ছিল বলেও অভিযোগ।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্ছিদ্র করতে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে

রাজ্যে দমকল দফতরে 1,450 ফায়ার অপারেটর নিয়োগের জন্য 2018 ফায়ার অপারেটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন । আবেদনকারীদের থেকে মোট 5 হাজার 375 জনকে ইন্টারভিউ জন্য বাছাই করা হয়। এর আগে স্যাটেও মামলা হয়েছিল। কিন্তু স্যাট সেই মামলা খারিজ করে দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন ছাত্র-ছাত্রীরা।

কলকাতা, 4 জুলাই: এসএসসি, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মাদ্রাসা সার্ভিস কমিশনের পর এবার নি দুর্নীতির তালিকায় নয়া সংযোজন রাজ্যের দমকল বিভাগ ৷ প্রায় 1500 জন ফায়ার অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ উঠল দমকলে। যার জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (HC gives stay order in WB fire brigade recruitment till Tuesday) ৷ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার ফের এই মামলার শুনানি।

জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের বিভিন্ন কোটার পদে নিয়োগে বেনিয়মের অভিযোগ সামনে এসেছে ৷ পাশাপাশি লিখিত পরীক্ষায় যারা একই নম্বর পেয়েছে তাদের মধ্যে থেকে সাক্ষাৎকারে কাউকে কাউকে নম্বর বেশি দিয়ে নিয়োগ করে দেওয়া হয়েছে বলে সামনে এসেছে অভিযোগ। একই নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ছিল বলেও অভিযোগ।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্ছিদ্র করতে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে

রাজ্যে দমকল দফতরে 1,450 ফায়ার অপারেটর নিয়োগের জন্য 2018 ফায়ার অপারেটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন । আবেদনকারীদের থেকে মোট 5 হাজার 375 জনকে ইন্টারভিউ জন্য বাছাই করা হয়। এর আগে স্যাটেও মামলা হয়েছিল। কিন্তু স্যাট সেই মামলা খারিজ করে দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন ছাত্র-ছাত্রীরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.